শুরু হচ্ছে Amazon Great Republic Day সেল, জেনে নিন কোন কোন জিনিসে মিলবে আকর্ষণীয় ছাড়
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
২০ জানুয়ারি থেকে এই অনলাইন শপিং প্ল্যাটফর্মে শুরু হবে Amazon Great Republic Day সেল
Amazon Great Republic Day Sale:প্রজাতন্ত্র দিবস উদযাপনে আবারও সেল নিয়ে হাজির Amazon India। ২০ জানুয়ারি রাত ১২টা থেকে শুরু হবে Amazon Great Republic Day Sale। চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। সংস্থার তরফে জানানো হয়েছে, এই সেলে দুর্দান্ত অফার পাওয়া যাবে মোবাইলফোন, স্মার্ট TV, অ্যাক্সেসরিজ, ফ্যাশন ও বিভিন্ন স্টেশনারি প্রোডাক্টে।
বছরের শুরুতেই সেল নিয়ে হাজির হয়েছিল Amazon। তার পর আবার চলতি মাসেই আরেকটি অফার নিয়ে হাজির হচ্ছে এই ই-কমার্স জায়েন্ট। Amazon-এর Great Republic Day Sale-এ নো-কস্ট EMI, ফ্রি ডেলিভারি, ইনস্ট্যান্ট ক্যাশ ডিসকাউন্ট, বিভিন্ন ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করে কেনাকাটায় ছাড়-সহ একাধিক অফার পাওয়া যাবে। ২০ জানুয়ারি থেকে সাধারণের জন্য খোলা হবে এই সেল। তবে, Amazon Prime মেম্বারদের জন্য ২৪ ঘণ্টা আগে অর্থাৎ ১৯ জানুয়ারিতেই খোলা হবে এই সেল।
advertisement
আর কী কী ছাড় পাওয়া যাবে Amazon Great Republic Day Sale-এ?
EMI ট্রানজাকশনে SBI ক্রেডিট কার্ড ব্যবহার করলে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে।
advertisement
Amazon Pay ICICI ক্রেডিট কার্ড ব্যবহার করে বিভিন্ন প্রোডাক্টের উপরে পাওয়া যাবে ক্যাশব্যাক ডিসকাউন্ট।
নো-কস্ট EMI থাকছে বাজাজ ফিনসার্ভ-এ। একই অফার থাকছে Amazon Pay ICICI ক্রেডিট কার্ডেও।
advertisement
এছাড়াও বিভিন্ন ডোমেস্টিক ক্রেডিট কার্ডেও পাওয়া যাবে অফার।
কোন কোন জিনিসে মিলবে আকর্ষণীয় ছাড়
ওড়িশা হ্যান্ডলুম, তন্তুজ, নভলিক, ব্লকস অফ ইন্ডিয়া, ক্র্যাফ্ট প্লে হ্যান্ডিক্র্যাফ্ট, আরাটা, খাদি এসেন্সিয়াল, কিচঅফ-সহ একাধিক দেশীয় সংস্থার প্রোডাক্টে দুর্দান্ত অফার পাওয়া যাবে।
এই সব ছাড়াও বেশ কিছু স্মার্টফোন ব্র্যান্ডে ছাড় মিলবে। তার মধ্যে কয়েকটির কথা উল্লেখ করেছে Amazon। যাতে আগে থেকেই ডিলগুলি সম্পর্কে ঠিক ভাবে জেনে নিতে পারে ব্যবহারকারীরা।
advertisement
ছাড় মিলবে iPhone 12 mini-তে। এটির দাম ৬৯ হাজার টাকা। অফারে পাওয়া যাবে আরেকটু কম দামে। তবে, কী অফার থাকছে সেটা এখনও প্রকাশ্যে আনেনি তারা।
ছাড় মিলবে OnePlus 8T 5G, Samsung Galaxy M51 ও Galaxy M31 Prime। সঙ্গে রয়েছে Redmi Note 9 Pro Max-ও। এর পাশাপাশি Mi 10i, Samsung Galaxy M02s ও Oppo A15s-এও দুর্দান্ত অফার পাওয়া যাবে।
Location :
First Published :
January 18, 2021 6:40 PM IST