Amazon Great Indian Festival: অর্ধেকের কম দামে পুজোতে বাড়িতে নিয়ে আসুন নতুন টিভি, মিলছে বিপুল ছাড়
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
অ্যামাজন ‘গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল’-এ দুর্দান্ত সব অফার দিচ্ছে। মিলছে ব্যাপক ডিসকাউন্ট।
Amazon Great Indian Festival: বাড়িতে এখনও পুরনো টিভি? পুজোয় জামা-জুতো তো প্রতি বছর হয়। এবার বরং আসুক নতুন টিভি। নিত্যনতুন প্রযুক্তি আসছে। টিভির রূপ-রঙও বদলে যাচ্ছে। তারওপর অ্যামাজন ‘গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল’-এ দুর্দান্ত সব অফার দিচ্ছে। মিলছে ব্যাপক ডিসকাউন্ট। প্রিমিয়াম স্মার্ট টিভিতে ৬৩ শতাংশ পর্যন্ত ছাড়। তাহলে আর দেরি কেন? সেরা ডিলের তালিকা এখানে রইল।
Sony Bravia KD-55X74K: স্মার্ট টিভির জগতে সত্যিকারের রত্ন। 4K আল্ট্রা এইচডি রেজোলিউশন এবং 60Hz রিফ্রেশ রেট। Google TV, ভয়েস সার্চ, স্ট্রিমিং অ্যাপ – কী নেই! 178-ডিগ্রি ওয়াইড ভিউয়িং অ্যাঙ্গেল নিয়েও গর্ব করা যায়। ঘরের যে কোণেই বসা হোক না কেন, দেখতে কোনও অসুবিধা হবে না। সঙ্গে থাকছে ডলবি অডিও এবং X1 4K প্রসেসর অডিও। সাউন্ড কী হতে পারে, বোঝাই যাচ্ছে। ৩ বছরের ওয়্যারেন্টিও মিলছে।
advertisement
আরও পড়ুন: Google Pixel 8 কিনবেন না কি iPhone 15? ভাবছেন কোনটা কিনবেন ? যাচাই করে নিন দাম ও অন্যান্য ফিচার্স
advertisement
Sony Bravia KD-65X74K: সোনির এই মডেলটিকে ‘সিনেমাটিক মাস্টারপিস’ বলা হয়। বিশাল 65 ইঞ্চি 4K আল্ট্রা এইচডি ডিসপ্লে। 60Hz রিফ্রেশ রেট। ঘর হয়ে উঠবে সিনেমা হল। Google TV, ভয়েস সার্চ এবং স্ট্রিমিং অ্যাপ পরিষেবা তো আছেই। 178 ডিগ্রির ওয়াইড অ্যাঙ্গেল। সঙ্গে ডলবি অডিও এবং X1 4K প্রসেসর অডিও।
advertisement
Sony Bravia KD-43X74K: এটা একেবারে কমপ্যাক্ট পাওয়ার হাউস। 43 ইঞ্চি 4K আল্ট্রা এইচডি ডিসপ্লে এবং 60Hz রিফ্রেশ রেট। Google TV, ভয়েস সার্চ এবং বিভিন্ন ধরনের স্ট্রিমিং অ্যাপ কন্টেন্ট তো রয়েছেই। 178 ডিগ্রির ওয়াইড ভিউয়িং অ্যাঙ্গেলের সঙ্গে ডলবি অডিও এবং X1 4K প্রসেসর। অ্যামাজন সেলে এটাতেও ৩ বছরের ওয়ারেন্টি পাওয়া যাচ্ছে।
advertisement
TCL 55T6G: অ্যামাজন সেলে এটা হটকেক। 60Hz রিফ্রেশ রেট সহ একটি 55-ইঞ্চি 4K আল্ট্রা এইচডি QLED ডিসপ্লে রয়েছে। প্রাণবন্ত ভিজুয়াল উপভোগ করতে পারবেন দর্শকরা। হ্যান্ডস-ফ্রি ভয়েস কন্ট্রোল, 4K Google TV এবং HDR 10+, এই স্মার্ট টিভিকে নিয়ে গিয়েছে অন্য উচ্চতায়। সিনেমাটিক অভিজ্ঞতা নেওয়ার জন্য এর শক্তিশালী অডিও, 56 ওয়াট আউটপুট এবং ডলবি অ্যাটমস যথেষ্ট।
advertisement
News18 Bangla এবার Whatsapp-এ, এক ক্লিকেই খবরের আপডেট জানতে সাবস্ক্রাইব করুন- https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
October 10, 2023 7:29 PM IST