Google Pixel 8 কিনবেন না কি iPhone 15? ভাবছেন কোনটা কিনবেন ? যাচাই করে নিন দাম ও অন্যান্য ফিচার্স
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
কোন টেক জায়ান্টের আপগ্রেডেশন অন্যকে ছাপিয়ে গিয়েছে, সেই তুলনা তো করতেই হবে।
কলকাতা: প্রতীক্ষার অবসান। দুই প্রতিদ্বন্দ্বী সংস্থা অ্যাপল এবং গুগল সামনে আনল তাদের নেক্সট জেনারেশন ফ্ল্যাগশিপ আইফোন ১৫ এবং পিক্সেল ৮ সিরিজ। দুটো ফোনেই ব্যাপক আপগ্রেড করা হয়েছে। দ্রুততম প্রসেসর, উন্নত ক্যামেরা এবং আরও অনেক কিছু। আইফোন ১৫ সিরিজে দেওয়া হয়েছে নতুন USB-C পোর্ট। গুগল পিক্সেল ৮ সিরিজে থাকছে এআই টুল।
উভয় ফ্ল্যাগশিপ ফোনেই নিজস্ব OS ক্যাটেগরি – iOS এবং Android-এ টপ স্পেক্স অফার করে। তবু কোন টেক জায়ান্টের আপগ্রেডেশন অন্যকে ছাপিয়ে গিয়েছে, সেই তুলনা তো করতেই হবে। এখন দেখে নেওয়া যাক অ্যাপলের আইফোন ১৫ এবং গুগলের ৮-এর দাম এবং অন্যান্য বৈশিষ্ট্য।
advertisement
advertisement
দাম এবং কোথায় পাওয়া যাচ্ছে: ভারতে আইফোন ১৪-এর দামেই আইফোন ১৫ লঞ্চ করেছে অ্যাপল। ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৭৯,৯০০ টাকা, ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৮৯,৯০০ টাকা এবং ৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম ১,০৯,৯০০ টাকা। অন্য দিকে, গুগল পিক্সেল ৮-এর দুটি ভ্যারিয়েন্ট, ১২৮ জিবি এবং ২৫৬ জিবি। ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৭৫,৯৯৯ টাকা এবং ২৫৬ ভ্যারিয়েন্টের দাম ৮২,৯৯৯ টাকা। দুটি ফোনই ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে। প্রি-অর্ডার উইন্ডো এখনও খোলা। এছাড়া আইসিআইসিআই, কোটাক এবং অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ডে কিনলে ৮ হাজার টাকা ছাড় এবং অন্যান্য অফার মিলছে।
advertisement
ডিজাইন এবং ডিসপ্লে: আইফোন ১৫-এ ৬.১ ইঞ্চির ডিসপ্লে। পাঁচ রকমের রঙে পাওয়া যাচ্ছে – গোলাপি, হলুদ, সবুজ, নীল এবং কালো। আইফোন ১৪-এর মতোই ডিজাইন। তবে সাধারণ খাঁজের পরিবর্তে আইফোন ১৫-এ ভ্যারিয়েন্টে ডায়নামিক আইল্যান্ড নচ যুক্ত হয়েছে। আইফোন ১৪ প্রো-তে এই ডিজাইন ব্যাপক জনপ্রিয় হয়েছিল। অন্য দিকে, গুগলের পিক্সেল ৮, পিক্সেল ৭-এর তুলনায় কিছুটা ছোট। এতে রয়েছে ১২০ Hz রিফ্রেশ রেট সহ একটি ৬.২ ইঞ্চির Actua ডিসপ্লে।
advertisement
ক্যামেরা: আইফোন ১৫-তে দুর্দান্ত মানের ক্যামেরা রয়েছে। দেওয়া হয়েছে ৪৮ মেগাপিক্সলের প্রাইমারি সেন্সর। কম আলোতেও অসাধারণ ছবি উঠবে। পিক্সল ৮-এর ক্যামেরাও কম যায় না। এতে রয়েছে ট্রিপল-ক্যামেরা কনফিগারেশন, ৫০ মেগাপিক্সেল Octa-PD প্রাইমারি ক্যামেরা, একটি ৮x সুপার-রেস ডিজিটাল জুম লেন্স এবং অটোফোকাস ও ম্যাক্রো ক্ষমতার সঙ্গে সজ্জিত ১২ মেগাপিক্সেলের সেন্সর।
advertisement
অন্যান্য বৈশিষ্ট্য: আইফোন ১৫-এ রয়েছে বেশ কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট। এর মধ্যে ডায়নামিক আইল্যান্ড নচ অন্যতম। প্রথাগত লাইটনিং পোর্টের পরিবর্তে দেওয়া হয়েছে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট। এর সঙ্গে স্মার্ট HDR, উন্নত নাইট মোড এবং ৬০FPS-এ ৪K ভিডিও ক্যাপচার করার ক্ষমতা সহ একাধিক আপগ্রেড। গুগল পিক্সেল ৮-এও কিছু স্ট্যান্ডআউট ফিচার রয়েছে। যেমন বেস্ট টেক, ম্যাজিক এডিটর ইত্যাদি।
advertisement
News18 Bangla এবার Whatsapp-এ, এক ক্লিকেই খবরের আপডেট জানতে সাবস্ক্রাইব করুন- https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
October 10, 2023 6:53 PM IST