ভোটার কার্ডে ঠিকানা বদলাবেন কীভাবে? দেখে নিন সহজ পদ্ধতি, কাজ হয়ে যাবে কয়েক ক্লিকে

Last Updated:
বদলে যাওয়া ঠিকানা তো ভোটার কার্ডে আপডেট করতে হবে। সেটা ঘরে বসে সহজ পদ্ধতিতে কীভাবে করা যায়, দেখে নেওয়া যাক।
1/7
বাড়ি বদলে যায় হামেশাই, সে কাজের প্রয়োজনে হোক বা অন্য কোনও দরকারে। এবার সেই বদলে যাওয়া ঠিকানা তো ভোটার কার্ডে আপডেট করতে হবে। সেটা ঘরে বসে সহজ পদ্ধতিতে কীভাবে করা যায়, দেখে নেওয়া যাক।
বাড়ি বদলে যায় হামেশাই, সে কাজের প্রয়োজনে হোক বা অন্য কোনও দরকারে। এবার সেই বদলে যাওয়া ঠিকানা তো ভোটার কার্ডে আপডেট করতে হবে। সেটা ঘরে বসে সহজ পদ্ধতিতে কীভাবে করা যায়, দেখে নেওয়া যাক।
advertisement
2/7
অফলাইনে কীভাবে বদলানো যায় ভোটার কার্ডের ঠিকানা:
অফলাইনে কীভাবে বদলানো যায় ভোটার কার্ডের ঠিকানা:
advertisement
3/7
নিকটবর্তী ভোটার অফিস থেকে ফর্ম ৮এ তুলে তা পূরণ করে জমা দিতে হবে। সঙ্গে দিতে হবে ঠিকানার প্রমাণ, যেমন বিদ্যুতের বিলের জেরক্স, ব্যাঙ্কের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, যেখানে ঠিকানা লেখা আছে। ভোটার অফিস থেকে একটা রেফারেন্স নম্বর দেওয়া হবে, যা স্টেটাস আপডেট ট্র্যাক করতে ব্যবহার করা যায়। আবেদন যাচাই করার পরে নতুন ভোটার কার্ড দেওয়া হবে। পাশাপাশি, যে এলাকার ভোটার, তাদের তরফে একটি নোটিফিকেশনও পাওয়া যাবে।
নিকটবর্তী ভোটার অফিস থেকে ফর্ম ৮এ তুলে তা পূরণ করে জমা দিতে হবে। সঙ্গে দিতে হবে ঠিকানার প্রমাণ, যেমন বিদ্যুতের বিলের জেরক্স, ব্যাঙ্কের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, যেখানে ঠিকানা লেখা আছে। ভোটার অফিস থেকে একটা রেফারেন্স নম্বর দেওয়া হবে, যা স্টেটাস আপডেট ট্র্যাক করতে ব্যবহার করা যায়। আবেদন যাচাই করার পরে নতুন ভোটার কার্ড দেওয়া হবে। পাশাপাশি, যে এলাকার ভোটার, তাদের তরফে একটি নোটিফিকেশনও পাওয়া যাবে।
advertisement
4/7
অনলাইনে কীভাবে বদলানো যায় ভোটার কার্ডের ঠিকানা:
অনলাইনে কীভাবে বদলানো যায় ভোটার কার্ডের ঠিকানা:
advertisement
5/7
- চিফ ইলেকশন অফিসারের ওয়েবসাইটে গিয়ে Online Voter Registration-এ ক্লিক করতে হবে। - Form 8A সিলেক্ট করে বিশদ বিবরণ দাখিল করতে হবে। - এমন কোনও ডকুমেন্ট আপলোড করতে হবে, যাতে বর্তমান ঠিকানার প্রমাণ আছে, যেমন বিদ্যুতের বিলের জেরক্স, ব্যাঙ্কের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, যেখানে ঠিকানা লেখা আছে। - সব তথ্য দেওয়ার পরে ফর্ম সাবমিট করতে হবে। - ভোটার অফিস থেকে একটা রেফারেন্স নম্বর দেওয়া হবে, যা স্টেটাস আপডেট ট্র্যাক করতে ব্যবহার করা যায়। - ইলেকটোরাল অফিসারের দ্বারা তথ্যাদি যাচাইয়ের পরে নতুন ভোটার কার্ড পাওয়া যাবে।
- চিফ ইলেকশন অফিসারের ওয়েবসাইটে গিয়ে Online Voter Registration-এ ক্লিক করতে হবে। - Form 8A সিলেক্ট করে বিশদ বিবরণ দাখিল করতে হবে। - এমন কোনও ডকুমেন্ট আপলোড করতে হবে, যাতে বর্তমান ঠিকানার প্রমাণ আছে, যেমন বিদ্যুতের বিলের জেরক্স, ব্যাঙ্কের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, যেখানে ঠিকানা লেখা আছে। - সব তথ্য দেওয়ার পরে ফর্ম সাবমিট করতে হবে। - ভোটার অফিস থেকে একটা রেফারেন্স নম্বর দেওয়া হবে, যা স্টেটাস আপডেট ট্র্যাক করতে ব্যবহার করা যায়। - ইলেকটোরাল অফিসারের দ্বারা তথ্যাদি যাচাইয়ের পরে নতুন ভোটার কার্ড পাওয়া যাবে।
advertisement
6/7
এক রাজ্য থেকে অন্য রাজ্যে গেলে কীভাবে বদলানো যায় ভোটার কার্ডের ঠিকানা:  এক্ষেত্রেও ফর্ম ৮এ পূরণ করে অন্য রাজ্যে নিজের যে ঠিকানা, তা ভোটার কার্ডে আপডেট করে নেওয়া যায়।
এক রাজ্য থেকে অন্য রাজ্যে গেলে কীভাবে বদলানো যায় ভোটার কার্ডের ঠিকানা: এক্ষেত্রেও ফর্ম ৮এ পূরণ করে অন্য রাজ্যে নিজের যে ঠিকানা, তা ভোটার কার্ডে আপডেট করে নেওয়া যায়।
advertisement
7/7
অ্যাপ্লিকেশন স্টেটাস কীভাবে চেক করা যায়:  - voters.eci.gov.in সাইটে যেতে হবে। - Track Application Status লিঙ্কে ক্লিক করতে হবে। - ক্যাপটা কোড এবং অন্য তথ্য দিয়ে লগ ইন করার পরে আবেদনের স্টেটাস দেখা যাবে।
অ্যাপ্লিকেশন স্টেটাস কীভাবে চেক করা যায়: - voters.eci.gov.in সাইটে যেতে হবে। - Track Application Status লিঙ্কে ক্লিক করতে হবে। - ক্যাপটা কোড এবং অন্য তথ্য দিয়ে লগ ইন করার পরে আবেদনের স্টেটাস দেখা যাবে।
advertisement
advertisement
advertisement