আর বেশিদিন বাকি নেই! iPhone OnePlus Samsung পছন্দের ফোনে আকর্ষনীয় ছাড়! Amazon-এ সেল শেষ হওয়ার আগেই কিনে নিন
- Written by:Trending Desk
- trending desk
- Edited by:Ankita Tripathi
Last Updated:
আগামী ১০ নভেম্বর পর্যন্ত চলবে ছাড়। নানা ধরনের ইলেকট্রনিক পণ্য, আসবাবপত্র, হোম অ্যাপ্লায়েন্স, ফ্যাশন আইটেম-সহ সমস্ত পণ্যের উপরই ছাড় পাওয়া যাবে।
উৎসবের মরশুমে সমস্ত ই-কমার্স সংস্থাই নানা ধরনের পণ্যের উপর দিয়েছে বড় ছাড়। Amazon-ও অক্টোবর মাস থেকে প্রায় একমাসের জন্য ছাড় দিচ্ছে ‘গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল’-এ। গত ৭ অক্টোবর ভারতে Amazon-এর ‘প্রাইম’ সদস্যদের জন্য শুরু হয়েছিল এই ছাড়। ৮ অক্টোবর থেকে দেশের সমস্ত মানুষ এই ছাড়ের সুযোগ পেতে শুরু করেন।
১ নভেম্বর থেকে শুরু হয়েছে দিন গোণা। এই সময় চলছে ‘ফিনালে ডেজ সেল।’ আগামী ১০ নভেম্বর পর্যন্ত চলবে ছাড়। নানা ধরনের ইলেকট্রনিক পণ্য, আসবাবপত্র, হোম অ্যাপ্লায়েন্স, ফ্যাশন আইটেম-সহ সমস্ত পণ্যের উপরই ছাড় পাওয়া যাবে।
advertisement
advertisement
শুধু ছাড় নয়। রয়েছে আরও নানা ধরনের অফার। বাছাই করা পেমেন্ট মোড-এ পাওয়া যেতে পারে অতিরিক্ত ব্যাঙ্ক অফার। সমস্ত শর্ত পূরণ করা গেলে এটি একটি পণ্যের দাম একেবারে কমে যেতে পারে।
যদি কেউ ICICI ব্যাঙ্কের ডেবিট এবং ক্রেডিট কার্ড ব্যবহার করে কোনও কেনাকাটা সারেন বা ‘গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ফিনালে ডেজ’ সেলের সময় ক্রেডিট কার্ড ইএমআই বিকল্পগুলি বেছে নেন, তাহলে তিনি পেতে পারেন ইনস্ট্যান্ট ১০ শতাংশ ছাড়। ৬,৫০০ টাকা পর্যন্ত।
advertisement
ব্যবহারকারীরা যদি Amazon Pay ICICI ব্যাঙ্ক ক্রেডিট কার্ড পেমেন্ট পদ্ধতি বেছে নেন, তাহলে তাঁরা ৫ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং ৫ শতাংশ ক্যাশব্যাক পেতে পারেন৷ ব্যাঙ্ক অফ বরোদা এবং IDFC ফার্স্ট ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহারকারীরাও ১০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন যথাক্রমে ৫,০০০ ৬,৫০০ টাকা পর্যন্ত। যদি একটি কেউ ওয়ান কার্ড ব্যবহার করেন, তাহলেও তিনি ১০ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেতে পারেন ৮,২৫০ পর্যন্ত। তবে সবই শর্ত সাপেক্ষে।
advertisement
বেশ কিছু পণ্যের ক্ষেত্রে এক্সচেঞ্জ অফারও পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে ‘অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ফিনালে ডেজ’ ডিলের মূল্য এবং ব্যাঙ্ক ডিসকাউন্টের সঙ্গে, এক্সচেঞ্জ অফারটি কার্যকর হলে পণ্যের কার্যকর মূল্য আরও কমে যাবে। ট্যাবলেট, ল্যাপটপ, স্মার্ট টিভি, হোম অ্যাপ্লায়েন্সেস-সহ আরও অনেক কিছুতেই মিলবে এই ছাড়। Apple, OnePlus, Samsung-এর মতো তাবড় সংস্থার পণ্যে ছাড় পাওয়া যেতে পারে।
advertisement
দেখে নেওয়া যাক এক নজরে—
iPhone 13-এর বাজার মূল্য ৬৯,৯০০ টাকা, মিলবে ৫৫,৯৯৯ টাকায়।
OnePlus Nord CE 3 বাজারমূল্য ২৮,৯৯৮ টাকা মিলবে ২৪,৪৯৯ টাকায়।
Samsung Galaxy M34 বাজারমূল্য ২৪,৯৯৯ টাকা মিলবে ১৪,৯৯৯ টাকায়।
Samsung Galaxy M14 বাজারমূল্য ১৭,৯৯০ টাকা, মিলবে ১০,৪৯০ টাকায়
Realme Narzo 50i Prime বাজারমূল্য ৯,৯৯৯ টাকা, মিলবে ৬,৫৬৯ টাকায়।
Location :
Kolkata,West Bengal
First Published :
November 07, 2023 6:49 PM IST