Whatsapp-এ আসছে অশ্লীল ভিডিও কল! মারাত্মক ফাঁদ, নিজেকে কীভাবে বাঁচাবেন দেখে নিন

Last Updated:

সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেলকে ‘সেক্সটর্শন কল’ করার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ভিডিও কলে তারা অশ্লীল ভিডিও চালিয়ে দেয়। তারপর ব্ল্যাকমেলের চেষ্টা করে।

Whatsapp-এ আসছে অশ্লীল ভিডিও কল! মারাত্মক ফাঁদ, নিজেকে কীভাবে বাঁচাবেন দেখে নিন
Whatsapp-এ আসছে অশ্লীল ভিডিও কল! মারাত্মক ফাঁদ, নিজেকে কীভাবে বাঁচাবেন দেখে নিন
এখন সবার ফোনেই হোয়াটসঅ্যাপ। এই ইনস্ট্যান্ট মেসেজ অ্যাপ ব্যবহার করে না এমন মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর। ফলে হ্যাকার এবং স্ক্যামাররাও হোয়াটসঅ্যাপের উপর নজর রাখে। নিয়ে আসে প্রতারণার নতুন নতুন ফাঁদ। তেমনই একটা ফাঁদ হল ‘ভিডিও কল ট্রিক’।
হোয়াটসঅ্যাপ ইউজারদের কাছে আসছে অশ্লীল ভিডিও কল। তারপর চলছে ব্ল্যাকমেল। এই নিয়ে বেশ কিছু অভিযোগও জমা পড়েছে পুলিশের কাছে। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেলকে ‘সেক্সটর্শন কল’ করার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ভিডিও কলে তারা অশ্লীল ভিডিও চালিয়ে দেয়। তারপর ব্ল্যাকমেলের চেষ্টা করে।
advertisement
advertisement
গ্যাজেটস নাউ রিপোর্টে জানা গিয়েছে, ‘মন্ত্রী দ্রুত কল কেটে দিয়ে পুলিশকে জানান। তবে এটা যৌন নির্যাতনের কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়…’। ভিডিও কলের জনপ্রিয়তার কারণে ভারতে তো বটেই, গোটা বিশ্বেই সেক্সটর্শনের ঘটনা বাড়ছে। এটাই এক ধরনের সাইবার ক্রাইম। এতে যৌন উত্তেজনাপূর্ণ ছবি বা ভিডিও প্রকাশের হুমকি দিয়ে ব্ল্যাকমেল করা হয়।
এমনকী এফবিআই পর্যন্ত এই নিয়ে সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে, অনলাইন ছবি বা চ্যাট থেকে ইমেজ নিয়ে এআই-এর মাধ্যমে কারিকুরি করে ইউজারদের হুমকি দেওয়া হচ্ছে।
advertisement
হোয়াটসঅ্যাপ সেক্সটর্শন ভিডিও কল থেকে বাঁচার উপায়:
অজানা নম্বর থেকে হোয়াটসঅ্যাপ কল এলে না ধরাই উচিত। ইউজারদের বাঁচাতে হোয়াটসঅ্যাপ এই ধরনের কল ‘সাইলেন্স’ করার সুবিধা নিয়ে এসেছে। এই ধরনের কল (অডিও বা ভিডিও) ধরলে টাকা বা অন্যান্য তথ্য চুরি যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।
হোয়াটসঅ্যাপ সেটিংস থেকে ম্যানুয়ালি এই ফিচার অন করা যায়। কনট্যাক্ট লিস্টে নেই এমন নম্বর থেকে আসা কল ‘সাইলেন্স’ হয়ে যাবে। কীভাবে? দেখে নেওয়া যাক।
advertisement
১. হোয়াটসঅ্যাপের ডান দিকে উপরের তিন ডট মেনুতে ক্লিক করতে হবে।
২. ঢুকতে হবে হোয়াটসঅ্যাপের সেটিংসে।
৩. প্রিভেসিতে ক্লিক করতে হবে।
৪. নিচে স্ক্রোল করে ‘কল’ অপশনে আসতে হবে।
৫. অন করতে হবে ‘এনেবল সাইলেন্স আননোন কলার’ অপশন।
ব্যস, অজানা নম্বর থেকে কেউ কল করলেও সেটা ইউজারের ফিডে আসবে না।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Whatsapp-এ আসছে অশ্লীল ভিডিও কল! মারাত্মক ফাঁদ, নিজেকে কীভাবে বাঁচাবেন দেখে নিন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement