ভারতের বুকে ৮০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চলেছে আমাজন! ২০৩০-এর মধ্যে ১ লক্ষ নতুন চাকরি সৃষ্টি জানাল ই-কমার্স সংস্থা!

Last Updated:

বিশ্বের অন্যতম বড় প্রযুক্তিগত বিনিয়োগ হতে চলেছে ভারতের বুকে। আমেরিকার অন্যতম বড় কোম্পানি আমাজন বুধবার ৩৫ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ৮০ বিলিয়ন ডলার বিনিয়োগ এই দেশেই করবে বলে জানা গিয়েছে।

বিনিয়োগ করতে চলেছে আমাজন
বিনিয়োগ করতে চলেছে আমাজন
নয়াদিল্লি: বিশ্বের অন্যতম বড় প্রযুক্তিগত বিনিয়োগ হতে চলেছে ভারতের বুকে। আমেরিকার অন্যতম বড় কোম্পানি আমাজন বুধবার ৩৫ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ৮০ বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট এই দেশেই করবে বলে জানা গিয়েছে।
২০৩০ সালের মধ্যে এই অন্যতম বড় ই-কমার্স এবং মিডিয়া জায়ান্ট মূলত এআই ডিজিটাইজেশন, এক্সপোর্ট এবং নতুন চাকরি তৈরির উপর জোর দেবে বলে জানিয়েছে।
আমাজনের এই ঘোষণা সামনে আসে ঠিক একদিন পরে যখন মাইক্রোসফটের সিইও সত্য নাদেল্লা ভারতে সাড়ে সতেরো বিলিয়ন ডলারের বিনিয়োগের কথা জানান। মূলত এআই এবং ক্লাউড পরিকাঠামোর উপরেই জোর দেওয়ার কথা জানান তিনিও।
advertisement
advertisement
এরপরেই ভারতে বিনিয়োগের কথা জানায় আমাজনও।
এই প্রসঙ্গে আমাজনের ভাইস প্রেসিডেন্ট অমিত আগারওয়াল বলেন, “আমরা ভারতের এই ডিজিটাল যাত্রার সঙ্গী গত ১৫ বছর ধরে। আর এর জন্য আমরা গর্বিত। ভারতের আত্মনির্ভর এবং বিকশিত ভারতের সঙ্গে আমাদের দৃষ্টিও এক। আমরা ভবিষ্যতের দিকে এগোতে চাই। তাই আমরা ভারতের বুকে ১ লক্ষ চাকরি সৃষ্টি করতে চাই। আগামী ২০৩০ সালের মধ্যে ধীরে ধীরে আমরা এই পরিকাঠামো গড়ে তুলব।”
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ভারতের বুকে ৮০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চলেছে আমাজন! ২০৩০-এর মধ্যে ১ লক্ষ নতুন চাকরি সৃষ্টি জানাল ই-কমার্স সংস্থা!
Next Article
advertisement
ধুরন্ধর নিয়ে এত হইচই, কে ছিলেন রেহমান ডাকাত? মায়ের গলা কেটেছিলেন পাক গ্যাংস্টার, কাটা মাথা দিয়ে ফুটবল খেলতেন !
ধুরন্ধর নিয়ে এত হইচই, কে ছিলেন রেহমান ডাকাত? মায়ের গলা কেটেছিলেন পাক গ্যাংস্টার
  • ধুরন্ধর নিয়ে এত হইচই, কে ছিলেন রেহমান ডাকাত?

  • মায়ের গলা কেটেছিলেন পাক গ্যাংস্টার

  • কাটা মাথা দিয়ে ফুটবল খেলতেন !

VIEW MORE
advertisement
advertisement