404 Error! ওয়েবসাইটে কাঙ্ক্ষিত পেজ না খুঁজে পেলে কী করবেন দেখে নিন

Last Updated:

404 Page Not Found Error: ঘটনা হল এই বিশেষ স্টেটাস কোডের অর্থই হল যে ওয়েবসাইটে ব্যবহারকারী পৌঁছনোর চেষ্টা করছেন সেটি নির্দিষ্ট সার্ভারে পাওয়া যাচ্ছে না।

404 Error! ওয়েবসাইটে কাঙ্ক্ষিত পেজ না খুঁজে পেলে কী করবেন দেখে নিন
404 Error! ওয়েবসাইটে কাঙ্ক্ষিত পেজ না খুঁজে পেলে কী করবেন দেখে নিন
কলকাতা: অনেক সময়ই দেখা যায় কোনও ওয়েবসাইটে যেতে গেল হঠাৎ 404 error দেখাতে শুরু করে। আমরা অনেকেই বুঝতে পারি না, ঘটনাটা আসলে কী! এটা সত্যিই আমাদের ডিভাইসের কোনও ত্রুটি কিনা ৷
ঘটনা হল এই বিশেষ স্টেটাস কোডের অর্থই হল যে ওয়েবসাইটে ব্যবহারকারী পৌঁছনোর চেষ্টা করছেন সেটি নির্দিষ্ট সার্ভারে পাওয়া যাচ্ছে না।
advertisement
অনেক রকম ভাবে এই মেসেজ দেখানো হতে পারে। যেমন—
404 Error
advertisement
404 Not Found
Error 404
The requested URL [URL] was not found on this server
HTTP 404
Error 404 Not Found
404 File or Directory Not Found
HTTP 404 Not Found
404 Page Not Found
advertisement
Error 404. The page you’re looking for can’t be found.
যেকোনও ব্রাউজার বা অপারেটিং সিস্টেমেই এই মেসেজগুলি আসতে পারে। সাধারণত Eror 404 বলতে বোঝানো হয়, গ্রাহকের পক্ষ থেকেই কোনও ত্রুটি রয়ে গিয়েছে। হয়তো তিনি URL ভুল লিখেছেন। অথবা, এমনও হতে পারে ওয়েবসাইট থেকেই পেজটি মুছে ফেলা হয়েছে।
advertisement
সমাধান—
F5 টিপে ওয়েবপেজটি আবার খোলার চেষ্টা করা যেতে পারে। অথবা Refresh/ Reload করে দেখা যেতে পারে।
URL খতিয়ে দেখতে হবে। বেশির ভাগ সময় ভুল টাইপ করার কারণে এটা হয়ে থাকে।
চেষ্টা করতে হবে জনপ্রিয় সার্চ ইঞ্জিনগুলি থেকে ওই ওয়েবপেজটি সার্চ করার। সেক্ষেত্রে কোনও ভুল হয়ে থাকলে তা শুধরে দেবে Google বা Bing-এর মতো ইঞ্জিন।
advertisement
ব্রাউজার ক্যাশ নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন। অনেক সময় দেখা যায় একটি ডিভাইস থেকে কোনও URL খুললেও অন্য ডিভাইসে খুলছে না। সেক্ষেত্রে ওই ডিভাইসের ক্যাশে (Cache) পরিষ্কার করা উচিত।
যদি 404 error দেখা যায় এবং অন্য কোনও ডিভাইস থেকে তা খোলে তাহলে DNS সার্ভার বদলে দেখতে হবে।
advertisement
সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগ করে জানা যেতে পারে, তারা ওই পেজটি ওয়েবসাইট থেকে মুছে ফেলেছে কিনা।
এতকিছুর কোনওটিতেই কাজ না হলে, অপেক্ষা করা ছাড়া কোনও গতি নেই। খানিক বাদে সব ঠিক হয়ে যেতেও পারে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
404 Error! ওয়েবসাইটে কাঙ্ক্ষিত পেজ না খুঁজে পেলে কী করবেন দেখে নিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement