PhD on PM Narendra Modi: গবেষণার বিষয় নরেন্দ্র মোদি, প্রধানমন্ত্রীকে নিয়ে পিএইচডি করলেন এই মহিলা

Last Updated:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মুহূর্তে বিশ্বের জনপ্রিয় নেতাদের মধ্যে অন্যতম। বারাণসীর বাসিন্দা নাজমা পারভিন সেই নরেন্দ্র মোদিকে নিয়েই পড়াশোনা করছেন বহুদিন ধরে।

গবেষণার বিষয় নরেন্দ্র মোদি, প্রধানমন্ত্রীকে নিয়ে পিএইচডি করলেন এই মহিলা
গবেষণার বিষয় নরেন্দ্র মোদি, প্রধানমন্ত্রীকে নিয়ে পিএইচডি করলেন এই মহিলা
বারাণসী: গবেষণা করে দেশের মুখ উজ্জ্বল করেন ভারতের তরুণ গবেষকরা। নানা বিষয়ে নতুন নতুন দিকে আলো ফেলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করেন তাঁরা। সেই পরিসরে এবার একেবারে অন্যরকম কাজ করে তাক লাগিয়ে দিয়েছেন বারাণসীর এক গবেষক। তিনি পিএইচডি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মুহূর্তে বিশ্বের জনপ্রিয় নেতাদের মধ্যে অন্যতম। বারাণসীর বাসিন্দা নাজমা পারভিন সেই নরেন্দ্র মোদিকে নিয়েই পড়াশোনা করছেন বহুদিন ধরে।
নাজমাই ভারতের প্রথম মুসলিম মহিলা যিনি প্রধানমন্ত্রী মোদির উপর পিএইচডি সম্পন্ন করেছেন। মোদির রাজনৈতিক জীবন এবং তাঁর সংগ্রামের কাহিনি উঠে এসেছে নাজমার গবেষণা। আসলে এই সংগ্রামই নাজমাকে আকৃষ্ট করেছিল। এমনটা জানিয়েছেন তিনি নিজেই।
advertisement
advertisement
২০১৪ সালে এই গবেষণা শুরু করেছিলেন তিনি কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঞ্জয় শ্রীবাস্তবের অধীনে। ২০২৩ সালের নভেম্বরে শেষ হয়েছে গবেষণা। সংবাদমাধ্যমের কাছে নাজমা জানিয়েছেন, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন তিনি। তাঁর গবেষণার বিষয় নরেন্দ্র মোদির রাজনৈতিক নেতৃত্ব- একটি বিশ্লেষণাত্মক পাঠ (২০১৪ লোকসভা নির্বাচনের বিশেষ উল্লেখ সহ)। গত ১ নভেম্বর এই কাজ শেষ করেছেন নাজমা।
advertisement
মোট পাঁচটি অধ্যায়ে কংগ্রেসের ক্ষমতা এবং রাজবংশের শাসন থেকে স্বাধীনতা, প্রধানমন্ত্রী মোদির রাজনৈতিক জীবন, গুজরাতের মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর কাজ, বিরোধীদের অভিযোগ ও সমালোচনার সময়কাল, জনসাধারণ এবং মিডিয়ার সমর্থন উঠে এসেছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সঙ্গে যুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী মোদির প্রতি মুসলিম সমাজের মনোভাব নিয়েও কাজ করেছেন নাজমা।
advertisement
নাজমা জানিয়েছেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পুরো জীবন গুরুত্বপূর্ণ, খুবই চিত্তাকর্ষক বলে মনে হয়েছিল।’’
কিন্তু এমন একটি বিষয় নিয়ে কাজ করে নাজমা নিজেও কোনও রাজনীতির লক্ষ্যবস্তু হয়ে যেতে পারেন। সে বিষয়ে অবশ্য ভাবিত নন তিনি। নাজমা বলেছেন, ‘‘রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী হওয়ায় গবেষণার জন্য একজন রাজনীতিবিদকে বেছে নিতে হয়েছে। আমার পছন্দ অনুযায়ী নরেন্দ্র মোদিকে বেছেছি। এতে যদি আমার সমালোচনা হয়, তো হোক। কিছু যায় আসে না।’’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
PhD on PM Narendra Modi: গবেষণার বিষয় নরেন্দ্র মোদি, প্রধানমন্ত্রীকে নিয়ে পিএইচডি করলেন এই মহিলা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement