‘মজা’ করে ডিএনএ পরীক্ষা, ফল হাতে আসতেই চক্ষু চড়কগাছ; প্রবল বিড়ম্বনায় মা-বাবা

Last Updated:

ওই মহিলা স্বপ্নেও কল্পনা করতে পারেননি, যাঁদের ছোটবেলা থেকে মা-বাবা ভেবে এসেছেন, তাঁরাই এক বড় সত্যি আড়াল করে রেখেছেন।

‘মজা’ করে ডিএনএ পরীক্ষা, ফল হাতে আসতেই চক্ষু চড়কগাছ; প্রবল বিড়ম্বনায় মা-বাবা
‘মজা’ করে ডিএনএ পরীক্ষা, ফল হাতে আসতেই চক্ষু চড়কগাছ; প্রবল বিড়ম্বনায় মা-বাবা
নয়াদিল্লি: নিজের বোনেদের সঙ্গে মিলে মজা করে ডিএনএ পরীক্ষা করানোর কথা ভেবেছিলেন এক ইউরোপীয় মহিলা। তবে ঘুণাক্ষরেও তিনি টের পাননি যে, সেই ডিএনএ পরীক্ষার ফলই তাঁদের পায়ের তলার জমি কেড়ে নিতে পারে। ওই মহিলা স্বপ্নেও কল্পনা করতে পারেননি, যাঁদের ছোটবেলা থেকে মা-বাবা ভেবে এসেছেন, তাঁরাই এক বড় সত্যি আড়াল করে রেখেছেন। আসলে ডিএনএ রিপোর্টের ফলাফল এলে জানতে পারেন, যে বোনকে এত দিন নিজের বোন বলে ভেবেছিলেন, সেই বোন তাঁর সৎ বোন। আর যাঁকে এত দিন বাবা বলে ভেবে এসেছেন, তিনি আসলে ওই মহিলার বায়োলজিক্যাল বাবাই নন।
সোশ্যাল মিডিয়া সাইট রেডিট-এ নিজের নাম প্রকাশ্যে না এনে এই সংক্রান্ত তথ্য শেয়ার করেছেন ইউরোপীয় ওই মহিলা। তাঁর কথায়, “আমি এবং আমার বোনেরা মিলে মজা করার জন্যই ডিএনএ পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। আসলে ওই কিটটি আমি উপহার হিসেবে পেয়েছিলাম। তাই ভাবলাম, কেন নয়? আমার পরিবার আদতে পূর্ব ইউরোপীয়। আর এর থেকে বেশি কিছুই আমি আশা করিনি। কিন্তু যখন পরীক্ষার ফলাফল হাতে এল, তখন এক ভয়ঙ্কর সত্যি সকলের সামনে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। ওই ডিএনএ পরীক্ষা থেকে জানা গিয়েছে যে, আমার ভাই এবং বোনেদের একে অপরের ডিএনএ-র মিল রয়েছে। কিন্তু আমিই তাঁদের সৎ বোন।”
advertisement
advertisement
প্রাথমিক ভাবে তিনি বিষয়টা মানতে চাননি। তাঁর মনে হয়েছিল, রিপোর্ট ভুল। কিন্তু অন্য এক বোন আবেগপ্রবণ হয়ে পড়েন এবং সত্যিটা সামনে আনার জন্য উঠেপড়ে লাগেন। তাই মা-বাবার সঙ্গে আলাদা ভাবে কথা বলার সিদ্ধান্ত নেন ওই মহিলার বোন। যদিও তাঁরা প্রথমে সত্যিটা এড়িয়ে যাচ্ছিলেন। পরে ধীরে ধীরে তাঁদের বাবা সত্য স্বীকার করে নেন। আর জোর দিয়ে বলেন যে, ওই মহিলা সব সময় তাঁর সন্তানই থাকবেন।
advertisement
এই সত্যি প্রকাশ্যে আসায় ওই মহিলা আশ্চর্য হয়ে গিয়েছিলেন। তিনি জানান, “একটা সময় চ্যালেঞ্জিং পরিস্থিতির কারণে আমি ভাবতাম, আমার যদি একজন আলাদা বাবা থাকত! কিন্তু বাবা-মা দু’জনকেই প্রচণ্ড ভালবাসেন তিনি। তাঁর মা-ও এখন সত্যিটা মেয়েকে জানাতে চান। কিন্তু ওই মহিলা আর মায়ের অতীত সম্পর্কে কিছুই জানতে চান না। এমনটাই সকলকে জানিয়েছেন ওই মহিলা।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
‘মজা’ করে ডিএনএ পরীক্ষা, ফল হাতে আসতেই চক্ষু চড়কগাছ; প্রবল বিড়ম্বনায় মা-বাবা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement