স্কুলে পাস-ফেল ফিরিয়ে আনছে রাজ্য, ৫ সদস্যের কমিটি গঠন

Last Updated:

পাস-ফেল নিয়ে তৎপর রাজ্য ৷ ৫ সদস্যের কমিটি তৈরি রাজ্যের ৷ কমিটির দায়িত্বে রয়েছেন রাজ্য বিএড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায় ৷ ৭ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ ৷ ৭ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ ৷

#কলকাতা: শিক্ষার অধিকার আইনে প্রয়োজনীয় সংশোধনী এনে পাস-ফেল সংক্রান্ত বিল বুধবার পাস হয়েছে লোকসভায়। বিলটি রাজ্যসভায় পাস হলেই পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাস-ফেল প্রথা চালু করা হবে কি না সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সংশ্লিষ্ট রাজ্যের হাতে চলে যাবে বলে জানিয়েছে কেন্দ্র। এরপরই নতুন করে তৎপর হল রাজ‍্য সরকার। তৈরি করা হল পাঁচ সদস্যের কমিটি।
কমিটির চেয়ারম‍্যান রাজ‍্য বিএড বিশ্ববিদ‍্যালয়ের উপাচার্য সোমা বন্দ‍্যোপাধ‍্যায়
advertisement
কমিটিতে রয়েছেন রাজ‍্যের সিলেবাস কমিটির চেয়ারম‍্যান অভীক মজুমদার
মধ‍্যশিক্ষা পর্ষদের সভাপতি কল‍্যাণময় গঙ্গোপাধ‍্যায়
প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য
এবং স্কুল শিক্ষা দফতরের অতিরিক্ত সচিব
পাঁচ সদস্যের কমিটি খতিয়ে দেখবে পাস ফেল ফেরানো হলে কোন ক্লাস থেকে ফেরানো উচিত।
advertisement
মূল্যায়ন ব‍্যবস্থার কোনও রদবদল করা উচিত কি না
সিলেবাসে রদবদলের প্রয়োজন আছে কি না
সিবিএসই, আইসিএসই-র সঙ্গে প্রাথমিক ও মধ‍্যশিক্ষা পর্ষদের সিলেবাসে কোথায় ফারাক
পাস-ফেল না থাকার সময় স্কুলছুটের সংখ‍্যা কত, আর যখন পাস-ফেল ছিল তখন কত ছিল, তার তুলনামূলক বিচার
advertisement
রাজ‍্য সরকার প্রথম থেকেই পাস-ফেল ফেরানোর পক্ষে। কিন্তু, ফিরলে কোন ক্লাস থেকে? মূলত এ নিয়েই পর্যালোচনা করবে পাঁচ সদস‍্যের কমিটি। তাদের সাতদিনের মধ‍্যে স্কুল শিক্ষা দফতরকে রিপোর্ট দিতে বলা হয়েছে। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ‍্যমন্ত্রী।
বাংলা খবর/ খবর/কলকাতা/
স্কুলে পাস-ফেল ফিরিয়ে আনছে রাজ্য, ৫ সদস্যের কমিটি গঠন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement