#কলকাতা: শিক্ষার অধিকার আইনে প্রয়োজনীয় সংশোধনী এনে পাস-ফেল সংক্রান্ত বিল বুধবার পাস হয়েছে লোকসভায়। বিলটি রাজ্যসভায় পাস হলেই পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাস-ফেল প্রথা চালু করা হবে কি না সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সংশ্লিষ্ট রাজ্যের হাতে চলে যাবে বলে জানিয়েছে কেন্দ্র। এরপরই নতুন করে তৎপর হল রাজ্য সরকার। তৈরি করা হল পাঁচ সদস্যের কমিটি।
আরও পড়ুন: পুলিশ অফিসারের বিরুদ্ধে বাড়ির পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ
কমিটির চেয়ারম্যান রাজ্য বিএড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায়কমিটিতে রয়েছেন রাজ্যের সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদারমধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়
প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যএবং স্কুল শিক্ষা দফতরের অতিরিক্ত সচিবপাঁচ সদস্যের কমিটি খতিয়ে দেখবে পাস ফেল ফেরানো হলে কোন ক্লাস থেকে ফেরানো উচিত।মূল্যায়ন ব্যবস্থার কোনও রদবদল করা উচিত কি নাসিলেবাসে রদবদলের প্রয়োজন আছে কি নাসিবিএসই, আইসিএসই-র সঙ্গে প্রাথমিক ও মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাসে কোথায় ফারাকপাস-ফেল না থাকার সময় স্কুলছুটের সংখ্যা কত, আর যখন পাস-ফেল ছিল তখন কত ছিল, তার তুলনামূলক বিচারআরও পড়ুন: ওরাল সেক্স করতে বাধ্য করে স্বামী, কড়া ব্যবস্থার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে স্ত্রী
রাজ্য সরকার প্রথম থেকেই পাস-ফেল ফেরানোর পক্ষে। কিন্তু, ফিরলে কোন ক্লাস থেকে? মূলত এ নিয়েই পর্যালোচনা করবে পাঁচ সদস্যের কমিটি। তাদের সাতদিনের মধ্যে স্কুল শিক্ষা দফতরকে রিপোর্ট দিতে বলা হয়েছে। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: সিভিল সার্ভিসে পাস না করেও আড়াই বছর ধরে আমলাদের চাকরি, বিজেপি সাংসদের মেয়ে-সহ গ্রেফতার ১৯
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।