মাঠে ধোনি, গ্যালারি থেকে বাবাকে ডাকছে ছোট্ট জিভা, দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

এমনিতেই ছোট্ট জিভার প্রত্যেকটা কাজকর্ম, তার সমস্ত উপস্থিতিই ভীষণ আকর্ষণীয় ৷

#বার্মিংহাম: গ্যালারিতে তখন নীল ঝড় একটু হলেও থমকেছে ৷ একের পর এক উইকেটের পতন ৷ শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছেন হার্দিক পান্ডিয়া ৷ এজবাস্টনে উইকেটে টিকে থাকা তখন জরুরি হয়ে গিয়েছিল ৷ ৩৩ বলে ৩৫ করলেন মহেন্দ্র সিং ধোনি ৷ যদিও শেষ অবধি থাকতে পারলেন না তিনিও ৷ ক্যাচ তুলে দিলেন বিপক্ষের হাতে ৷
তবে গ্যালারিতে ছোট্ট জিভা অত কিছু বোঝে না ৷ বাবার খেলা দেখলেই দারুণ খুশি সে ৷ এমনিতেই ছোট্ট জিভার প্রত্যেকটা কাজকর্ম, তার সমস্ত উপস্থিতিই ভীষণ আকর্ষণীয় ৷ এতটাই মিষ্টি সে, যে জিভার যে কোনও ছবি বা ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ৷
মঙ্গলবার এজবাস্টনে ছিল ভারত-বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচ ৷ সেমি ফাইনালের টিকিট পাওয়া নির্ভর করেছিল এই ম্যাচের উপর ৷ বাংলাদেশকে টুর্নামেন্টে টিকে থাকতে গেলে গতকালের ম্যাচটা জিততেই হত ৷ গত ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে ভারতও ছিল অনমনীয় ৷ ধোনি এদিন নেমেছিলেন ৬ নম্বরে ৷ পান্ডিয়া আউট হতেই গ্যালারি ফেটে পড়ছিল ধোনি-ধোনি স্বরে ৷ বাদ গেল না মেয়ে জিভাও ৷ ৪টি বাউন্ডারি হাঁকালেন তিনি ৷ দীনেশ কার্তিকের সঙ্গে হাত মেলালেন ৷
advertisement
advertisement
View this post on Instagram

A post shared by ZIVA SINGH DHONI (@ziva_singh_dhoni) on

advertisement
স্বাভাবিকভাবেই উচ্ছাসে ফেটে পড়ল জিভা ৷ ‘পাপা পাপা’ বলে চিৎকার করতে লাগল সে ৷ এ দিকে সাক্ষীর ফোন ততক্ষণে জুম ইন হয়ে গিয়েছে ৷ ফোকাস আটকে গিয়েছে ৭ নম্বর জার্সিতে ৷
View this post on Instagram
A post shared by ZIVA SINGH DHONI (@ziva_singh_dhoni) on
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মাঠে ধোনি, গ্যালারি থেকে বাবাকে ডাকছে ছোট্ট জিভা, দেখুন ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement