corona virus btn
corona virus btn
Loading

মাঠে ধোনি, গ্যালারি থেকে বাবাকে ডাকছে ছোট্ট জিভা, দেখুন ভাইরাল ভিডিও

মাঠে ধোনি, গ্যালারি থেকে বাবাকে ডাকছে ছোট্ট জিভা, দেখুন ভাইরাল ভিডিও
Image by @msdhonifansofficial.

এমনিতেই ছোট্ট জিভার প্রত্যেকটা কাজকর্ম, তার সমস্ত উপস্থিতিই ভীষণ আকর্ষণীয় ৷

  • Share this:

#বার্মিংহাম: গ্যালারিতে তখন নীল ঝড় একটু হলেও থমকেছে ৷ একের পর এক উইকেটের পতন ৷ শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছেন হার্দিক পান্ডিয়া ৷ এজবাস্টনে উইকেটে টিকে থাকা তখন জরুরি হয়ে গিয়েছিল ৷ ৩৩ বলে ৩৫ করলেন মহেন্দ্র সিং ধোনি ৷ যদিও শেষ অবধি থাকতে পারলেন না তিনিও ৷ ক্যাচ তুলে দিলেন বিপক্ষের হাতে ৷ তবে গ্যালারিতে ছোট্ট জিভা অত কিছু বোঝে না ৷ বাবার খেলা দেখলেই দারুণ খুশি সে ৷ এমনিতেই ছোট্ট জিভার প্রত্যেকটা কাজকর্ম, তার সমস্ত উপস্থিতিই ভীষণ আকর্ষণীয় ৷ এতটাই মিষ্টি সে, যে জিভার যে কোনও ছবি বা ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ৷ মঙ্গলবার এজবাস্টনে ছিল ভারত-বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচ ৷ সেমি ফাইনালের টিকিট পাওয়া নির্ভর করেছিল এই ম্যাচের উপর ৷ বাংলাদেশকে টুর্নামেন্টে টিকে থাকতে গেলে গতকালের ম্যাচটা জিততেই হত ৷ গত ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে ভারতও ছিল অনমনীয় ৷ ধোনি এদিন নেমেছিলেন ৬ নম্বরে ৷ পান্ডিয়া আউট হতেই গ্যালারি ফেটে পড়ছিল ধোনি-ধোনি স্বরে ৷ বাদ গেল না মেয়ে জিভাও ৷ ৪টি বাউন্ডারি হাঁকালেন তিনি ৷ দীনেশ কার্তিকের সঙ্গে হাত মেলালেন ৷

View this post on Instagram

A post shared by ZIVA SINGH DHONI (@ziva_singh_dhoni) on

স্বাভাবিকভাবেই উচ্ছাসে ফেটে পড়ল জিভা ৷ ‘পাপা পাপা’ বলে চিৎকার করতে লাগল সে ৷ এ দিকে সাক্ষীর ফোন ততক্ষণে জুম ইন হয়ে গিয়েছে ৷ ফোকাস আটকে গিয়েছে ৭ নম্বর জার্সিতে ৷
View this post on Instagram
A post shared by ZIVA SINGH DHONI (@ziva_singh_dhoni) on
First published: July 3, 2019, 2:10 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर