Yuvraj Singh on Virat Kohli : বিরাট কোহলির জন্য নতুন টোটকা দিলেন যুবরাজ সিং! জানলে চমকে যাবেন
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Yuvraj Singh has special advise for Virat Kohli to get back in form. বিরাট কোহলির জন্য নতুন টোটকা দিলেন যুবরাজ সিং
#মুম্বই: যুবরাজ সিং নিশ্চিত তাড়াতাড়ি রানে ফিরবেন বিরাট কোহলি। শুধু একটু বাইরের দিকে কান দেওয়া বন্ধ করতে হবে তাকে। ভারতীয় ক্রিকেট বা বলা ভাল বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। আর তার ব্যাটেই কিনা দীর্ঘ সাড়ে তিন বছর সময় নেই কোনও শতরান! চলছে দীর্ঘকালীন রান খরা! কীভাবে বড় রানের মধ্যে বিরাট ফিরতে পারেন নেই তার কোনও ইঙ্গিতও। অনেকেই বলছেন টানা ক্রিকেটে মানসিকভাবে ক্লান্ত বিরাট।
আরও পড়ুন - Gavaskar on Umran Malik : আগুনের গোলা ছুড়ছেন যেন! উমরানের জন্য বোর্ডকে পরামর্শ গাভাসকরের
advertisement
তার বিশ্রাম প্রয়োজন। তবে ভারতীয় বিশ্বকাপজয়ী দলে একদা বিরাটের সতীর্থ যুবরাজ মনে করেন টেকনিক্যাল কোনও সমস্যা নেই বিরাটের ব্যাটিংয়ে। খোলা মনে ব্যাটিংটা করলেই বিরাট ফের স্বমহিমায় ফিরতে পারবেন। খেলতে পারবেন বড় রানের ইনিংস। দীর্ঘদিন ধরে রান খরায় ভুগতে থাকা বিরাটকে রানে ফেরাথে নানা টোটকা দিচ্ছেন প্রাক্তনরা।
advertisement
তাকে ক্রিকেট থেকে দেড়-দুই মাসের ছুটি নেওয়ার কথা বলেছিলেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। পরবর্তীতে আইপিএল থেকেই সরে দাঁড়ানোর পরামর্শ দেন তিনি। যুবরাজ সিং অবশ্য ক্রিকেট থেকে দূরে গিয়ে নয় বরং ২২ গজে থেকেই প্রাক্তন সতীর্থকে লড়াই চালানোর পরামর্শ দিলেন। তার মতে ব্যর্থতাকে 'সিক্সার' মেরে গ্যালারিতে ফেলতে খোলা মনে এখন ক্রিকেটটা খেলা উচিত কোহলির।
advertisement
Yuvraj Singh on Virat Kohli: “Virat needs to become free-flowing personality again. If he can change himself and be like how he was earlier that will reflect in his game. He has proved himself to be the best of this era & believes in a strong work ethic." Via @Sports18
— Subhayan Chakraborty (@CricSubhayan) April 28, 2022
advertisement
উল্লেখ্য নিজের সাবলীল ব্যাটিংটাই যেন ভুলে গেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। চলতি আইপিএলে ৩৩ বছর বয়সি ব্যাটার এখন পর্যন্ত ৯ ম্যাচে করেছেন মাত্র ১২৮ রান। একটিও অর্ধশতরানের ইনিংস খেলেননি তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাক্তন অধিনায়ক রাজস্থান রয়্যালসের বিপক্ষে তাদের সবশেষ ম্যাচে ১০ বলে করেছেন ৯ রান।
তার আগে টানা দুই ম্যাচে ‘গোল্ডেন ডাক’ করার লজ্জার নজির গড়েছেন। ২০১৯ সালের নভেম্বরের পর থেকে ক্রিকেটের কোনও ফর্ম্যাটেই সেঞ্চুরি নেই কোহলির। বিশ্বকাপজয়ী অলরাউন্ডার বিরাটের ফর্মহীনতা প্রসঙ্গে বলতে গিয়ে জানান অবশ্যই, সে (বিরাট) নিজেও খুশি নয়।
advertisement
সাধারণ মানুষ তো খুশি একেবারেই নয়ই। কারণ আমরা তাকে শতরানের পর শতরান করতে দেখে অভ্যস্ত। বড় মাইলফলক তৈরি করতে দেখেছি। তবে সেরা ক্রিকেটারদের সঙ্গে এমনটা ঘটে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 29, 2022 2:10 PM IST

