Lionel Messi: টিপ দিয়ে মেসির ছবি আঁকলেন বাংলার যুবক, তাক লাগানো কাজ, মেসিকে উপহার দেওয়াই স্বপ্ন

Last Updated:

Lionel Messi: বিশ্বজয়ী তারকার জন্য বিশেষ উপহার বানালেন উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের হেলেঞ্চা পারকৃষ্ণচন্দ্রপুরের যুবক সুজিত হাওলাদার।

News18
News18
গত মাসেই গিয়েছে লিওনেল মেসির জন্মদিন। তারপর করেছেন একাধিক স্বপ্নের গোল। এবার বিশ্বজয়ী তারকার জন্য বিশেষ উপহার বানালেন উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের হেলেঞ্চা পারকৃষ্ণচন্দ্রপুরের যুবক সুজিত হাওলাদার। ছোট বেলা থেকেই ছবি আঁকতে ভালবাসেন তিনি। ছবি আঁকা তার শখ-আহ্লাদ -ভালোলাগা তেমনি আর্জেন্টিনার বিখ্যাত ফুটবলার লিওলেন মেসির ভক্ত।
এবার প্রিয় তারতার জন্য এমন এক বিশেষ উপহার তৈরি করলেন সুজিত হাওলাদার, যা দেখে হতবাক সকলেই। সাম্প্রতিক সুজিত মহিলাদের সৌন্দর্যের উপকরণ টিপ দিয়ে লিওলেন মেসির ছবি তৈরি করা শুরু করেন। আন্তর্জাতিক স্তরে লিওনেল মেসির করা ৮৬৬ টি গোলের জন্যে ৮৬৬ টিপ ব্যবহার এক দেড় মাসের প্রচেষ্টায় এই বিখ্যাত ফুটবলারের ছবি ফুটিয়ে তুলেছেন তিনি।
advertisement
advertisement
এই বিষয়ে সুজিত জানিয়েছেন,”ছোটবেলা থেকেই ছবি আঁকা আমার নেশা তেমনি ছোট থেকেই আমি মেসি ভক্ত । চিত্র শিল্পীরা সাধারণত পোর্ট্রেট বা অয়েল পেইন্টিং এর উপরে অনেকের ছবি এঁকে থাকে। কিন্তু আমি আমার গুরুদেব মেসির জন্য নারীর সৌন্দর্যের উপকরণ টিপ দিয়ে ছবি ফুটিয়ে তোলার কাজ করেছি । যেহেতু মেসি আন্তর্জাতিক স্তরে ৮৬৬ টি গোল করেছে সেই কারণে ৮৬৬ টিপ ব্যবহার করা হয়েছে এই ছবিতে । জানতে পেরেছি আগামীতে কলকাতায় আসতে চলেছেন মেসি। ছবিটি তার হাতে তুলে দিতে পারলে আমি খুব খুশি হব।”
advertisement
সুজিতের বাবা স্বপন হাওলাদার জানিয়েছেন,”ছোটবেলা থেকেই ছেলের নেশা ছবি আঁকা। বাবা ছেলে আমরা দুজনেই মেসি ভক্ত। ছেলে মেসির ছবি ফুটিয়ে তুলেছে টিপ দিয়ে এতে আমি গর্বিত। ছবিটা যদি মেসির হাতে তুলে দেওয়া যায় তাহলে খুব ভালো হয়।”
advertisement
অনিরুদ্ধ কীর্তনিয়া
বাংলা খবর/ খবর/খেলা/
Lionel Messi: টিপ দিয়ে মেসির ছবি আঁকলেন বাংলার যুবক, তাক লাগানো কাজ, মেসিকে উপহার দেওয়াই স্বপ্ন
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement