Shubman Gill: প্রথম টেস্ট জয়ের পরই গিলের মুখে 'অবসরের' কথা! বড় ঘোষণা করে দিলেন ভারত অধিনায়ক

Last Updated:

Shubman Gill: শুধু অধিনায়ক হিসেবেই নয়, ব্য়াটসম্যান হিসেবে প্রথম ইনিংসে ২৬৯ ও দ্বিতীয় ইনিংসে ১৬১ রানের ইনিংস খেলেও গড়েছেন অসংখ্য নজির। ঐতিহাসিক জয়ের পরই গিলের মুখে শোনা গেল তার অবসর নিয়ে কথা।

(Photo-AP)
(Photo-AP)
অধিনায়ক হিসেবে নিজের দ্বিতীয় ম্যাচেই ঐতিহাসিক জয় পেয়েছেন শুভমান গিল। বার্মিংহাম টেস্ট ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে। ৩৩৬ রানে ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ডের ফুলঝুরি ছুটিয়েছে শুভমান গিলের দল। শুধু অধিনায়ক হিসেবেই নয়, ব্য়াটসম্যান হিসেবে প্রথম ইনিংসে ২৬৯ ও দ্বিতীয় ইনিংসে ১৬১ রানের ইনিংস খেলেও গড়েছেন অসংখ্য নজির। ঐতিহাসিক জয়ের পরই গিলের মুখে শোনা গেল তার অবসর নিয়ে কথা।
প্রথম টেস্ট জয়ে অত্যন্ত আনন্দিত শুভমান গিল। তিনি জানিয়েছেন, এজবাস্টনে ভারতের পারফরম্যান্স তাঁর খেলোয়াড়ি জীবনের অন্যতম সুখকর স্মৃতি হয়ে থাকবে অবসরের পরেও। গিল ২৫ বছর ৩০১ দিন বয়সে বিদেশের মাটিতে টেস্ট ম্যাচ জয়ী ভারতের সবচেয়ে কনিষ্ঠ অধিনায়ক হয়েছেন, এই রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন কিংবদন্তি সুনীল গাভাসকরকে (২৬ বছর ২০২ দিন)। গিল বলেন, “এটা এমন কিছু যা আমি সারাজীবন মনে রাখব। সম্ভবত যেদিন আমি অবসর নেব, সেদিন এটা আমার সবচেয়ে সুখকর স্মৃতিগুলির একটি হবে।” — এই কথাগুলো তিনি বিসিসিআইয়ের শেয়ার করা এক ভিডিওতে বলেন।
advertisement
দ্বিতীয় টেস্টের শেষ সেশনে ইংল্যান্ডের শেষ ব্যাটসম্যানের ক্যাচটি নিজেই নিয়ে ভারতের রেকর্ড ৩৩৬ রানে জয় নিশ্চিত করেন গিল। এজবাস্টনে ৯ বার চেষ্টার পর ভারতের এটাই প্রথম জয়। গিল আরও বলেন, “ম্যাচের শেষ ক্যাচটা আমাকেই নিতে হয়েছে, এবং আমি খুবই খুশি এবং সন্তুষ্ট যে আমরা যেভাবে ম্যাচটা শেষ করেছি।” তিনি আরও বলেন, “এখনও তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি আছে; এই ম্যাচটার পর খুব শীঘ্রই পরবর্তী ম্যাচ আছে এবং আমি মনে করি এটা ভালো, কারণ এখন মুমেন্টাম আমাদের দিকেই আছে।”
advertisement
advertisement
এছাড়াও ভারত অধিনায়ক বলেন, “যেভাবে সবাই এসে বল হাতে, ব্যাট হাতে অবদান রেখেছে, সেটা বিশাল ইতিবাচক দিক। যখন ভিন্ন ভিন্ন খেলোয়াড় বিভিন্ন সময়ে দলকে এগিয়ে নিয়ে যায়, অধিনায়ক হিসেবে আপনি সেটাই চান। সেটাই একটি চ্যাম্পিয়ন দলের বৈশিষ্ট্য এবং এসব দিক আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।” ১০ জুলাই থেকে লর্ডস টেস্টের জন্য যে তার দল তৈরি, সেই কথাও জানিয়েছেন গিল
বাংলা খবর/ খবর/খেলা/
Shubman Gill: প্রথম টেস্ট জয়ের পরই গিলের মুখে 'অবসরের' কথা! বড় ঘোষণা করে দিলেন ভারত অধিনায়ক
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement