IND vs ENG: মোট ৩৫টি বিশ্বরেকর্ড, ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে নজিরের বন্যা, যা আগে কখনও হয়নি!

Last Updated:

IND vs ENG: দ্বিতীয় টেস্টের প্রথম দিন থেকেই বার্মিংহাম সাক্ষী থেকেছে একের পর এক রেকর্ডের। ব্যাটিং, বোলিং ও অধিনায়কত্ব সবকিছুতেই চলেছে রেকর্ড ভাঙা-গড়ার খেলা। এজবাস্টনে ৫ দিনে মোট ৩৫ টি রেকর্ড হয়েছে।

(Photo Courtesy- BCCI X)
(Photo Courtesy- BCCI X)
ইংল্যান্ডকে ৩৩৬ রানে হারিয়ে বার্মিংহামে ঐতিহাসিক টেস্ট জিতেছে ভারতীয়দল। দ্বিতীয় ইনিংসে ভারতের দেওয়া ৬০ রানের টার্গেট তাড়া করতে নেমে ২৭১ রানে অলআউ হয়ে যায় ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টের প্রথম দিন থেকেই বার্মিংহাম সাক্ষী থেকেছে একের পর এক রেকর্ডের। ব্যাটিং, বোলিং ও অধিনায়কত্ব সবকিছুতেই চলেছে রেকর্ড ভাঙা-গড়ার খেলা। এজবাস্টনে ৫ দিনে মোট ৩৫ টি রেকর্ড হয়েছে।
১. এই প্রথম বার্মিংহামের এজবাস্টনে টেস্ট ম্যাচ জয়ের স্বাদ পেল ভারতীয় দল। ১৯৬৭ সাল থেকে এই মাঠে ম্যাচ খেললেও আজ পর্যন্ত জিততে পারেনি ভারত। ২০২৫ সালে তৈরি হল নতুন ইতিহাস।
২. বার্মিংহাম টেস্ট জয় বিদেশের মাটিতে সবথেকে বড় টেস্ট জয়। এর আগে ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩১৮ রানে ম্যাচ জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। বার্মিংহামে জিতল ৩৩৬ রানে।
advertisement
advertisement
৩. এর আগে এজবাস্টনে কোনও এশীয় দেশ টেস্ট ম্যাচ জেতেনি। ফলে শুধু ভারতীয় দল হিসেবেই নয়, এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে রেড-বল ম্যাচে প্রথম এশীয় দল হিসেবে ম্যাচ জিতল ভারত।
৪. প্রথম ভারতীয় অধিনায়ক যিনি বার্মিংহামে টেস্ট ম্যাচে জয় পেলেন। এই মাঠে আগে ৮ জন ভারতীয় অধিনায়ক (পতৌদি, ওয়াদেকর, ভেঙ্কটরাঘবন, কপিল, আজহার, ধোনি, কোহলি, বুমরাহ) ছিলেন কিন্তু কেউ জিতেননি।
advertisement
৫. শুভমান গিল শুধু প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবেই নয়, প্রথম এশীয় অধিনায়ক হিসেবেও বার্মিংহামে টেস্ট ম্যাচ জিতে ইতিহাস তৈরি করলেন।
৬. ইংল্যান্ডে এটিই ভারতের ১০ম টেস্ট জয়। গিল হলেন সপ্তম ভারতীয় অধিনায়ক যিনি ইংল্যান্ডের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেলেন। তার আগে অজিত ওয়াদেকর, কপিল দেব, সৌরভ গাঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, এমএস ধোনি এবং বিরাট কোহলি এই কৃতিত্ব অর্জন করেছেন। কোহলি সবথেকে বেশি ৩টি টেস্ট জিতেছেন।
advertisement
৭. অধিনায়ক হিসেবে সবথেকে কম বয়সে ২৫ বছর ৩০১ দিনে প্রথম বিদেশে মাটিতে টেস্ট জয়ের রেকর্ড গড়লেন শুভমান গিল। ছাপিয়ে গেলেন গাভাসকরকে। (২৬ বছর ২০২ দিন, ১৯৭৬, অকল্যান্ডে)।
৮.দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৪৩০ রান করে গাভাসকরের ভারতীয় সর্বোচ্চ টেস্ট-ম্যাচ রান ৩৪৪-এর রেকর্ড ভেঙে দিয়েছেন শুভমান গিল।
৯. শুভমান গিলের ৪৩০ রান একটি টেস্টে বিদেশি ব্যাটারদের সর্বোচ্চ। ছাপিয়ে গেলেন মার্ক টেইলরের ৪২৬ রানের রেকর্ডকে।
advertisement
১০. টেস্ট এক ম্যাচে সর্বোচ্চ রান করার নিরিখেও পঞ্চম স্থানে জায়গা করে নিলেন গিল। গ্রাহাম গুচ, টেইলর, লারা, সাঙ্গাকারা–এর পর যারা টেস্টে ৪০০+ রান করেছেন।
১১. শুভমান গিল বিশ্বের একমাত্র ব্যাটার যিনি কোনও টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে ২০০ ও দ্বিতীয় ইনিংসে ১৫০+ রান করেছেন।
১২. ভারতীয় অধিনায়কদের মধ্যে টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করার তালিকায় গাভাসকর ও কোহলির পাশে নাম শুভমান গিলের।
advertisement
১৩. প্রথম টেস্টে সেঞ্চুরি ও দ্বিতীয় টেস্টে ডাবল সেঞ্চুরি করা ভারতীয় ব্যাটারদের তালিকায় শুভমান গিল গাভাসকরের পরে গিল দ্বিতীয়।
১৪. প্রথম দুই টেস্টে তিন সেঞ্চুরি – কোলির পরে দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হলেন শুভমান গিল।
১৫. এশীয় অধিনায়কদের মধ্যে প্রথম যিনি SENA (দ. আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া)–তে ডাবল সেঞ্চুরি।
১৬. গিলের ২৬৯ রানের ইনিংস হলো ভারতীয় অধিনায়কদের সর্বোচ্চ, কোহলির ২৫৪ রানকে ছাপিয়ে গিয়েছেন গিল।
advertisement
১৭. ভারতীয় ব্যাটারদের মধ্যে বিদেশে বুকে বিদেশে সর্বোচ্চ: ২৬৯ রানের ইনিংসে তেন্ডুলকারের ২৪১* (২০০৪, সিডনি) ছাড়াল।
১৮. ইংল্যান্ডে টেস্টে সর্বোচ্চ রান করা বিদেশি অধিনায়ক হওয়ার পথে: বব সিম্পসন (৩১১, ১৯৬৪) ও গ্রেম স্মিথ (২৭৭ + ২৫৯, ২০০৩)–এর পর তৃতীয়।
১৯. ইংল্যান্ড সফরে ২৫০+ রান করা তৃতীয় ভারতীয় হলেন গিল (সেহওয়াগ, দ্রাবিড় এর পর)।
২০. ভারতীয় অধিনায়কদের মধ্যে পতৌদি, গাভাসকর, তেন্ডুলকার, ধোনি এবং কোহলি–এর পাশে ডাবল সেঞ্চুরি করা ষষ্ঠ ব্যাটার হলেন গিল।
২১. শুভমান গিল (২৫ বছরে ২৯৮ দিনে) পতৌদির (২৩ বছর ২৩৯ দিন) পর দ্বিতীয় কমবয়সী অধিনায়ক যিনি ডাবল সেঞ্চুরি করলেন।
২২. ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্টে তিন ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি করা ভারতীয়দের মধ্যে চতুর্থ হলেন গিল। (আজহারউদ্দিন, ভেঙ্গসরকার, দ্রাবিড় )।
২৩. ইংল্যান্ডের বিরুদ্ধে অধিনায়ক হিসেবে দুই টেস্টে ধারাবাহিক সেঞ্চুরির ইতিহাসে গিল হলেন তৃতীয়।
২৪. প্রথম দুই টেস্টে শতরান করা ভারতীয় অধিনায়কদের তালিকায় কোহলির পরে দ্বিতীয়।
২৫. প্রথম ভারতীয় ও বিশ্বে পঞ্চম ক্রিকেটার যিনি একটি টেস্টে চারটি ১০০+ পার্টনারশিপে জড়িত: হানিফ মুহাম্মদ, গুচ, টেইলর, রুট।
২৬. দ্বিতীয় ইনিংসে ৬/৯৯—ম্যাচে ১০/১৮৭ (৪১.১ ওভার)। ইংল্যান্ডে খেলায় ভারতের সেরা রেকর্ড (চেতন শর্মার ১০/১৮৮ ছাপিয়ে, ১৯৮৬ এডজবাস্টনে)।
২৭. প্রথম ইনিংসে ৬/৭০, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় টেস্টে ছয় উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার হলেন গিল।
২৮. অন্যদিকে সিরাজ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজে পাঁচ উইকেট নিয়েছেন বুমরাহ–এর পরে দ্বিতীয় ভারতীয়।
২৯. ২য় টেস্টে ৮৯ ও ৬৯* রান করে প্রথম বিশ্ব ক্রিকেটার যিনি World Test Championship–এ ২০০০ রান ও ১০০ উইকেট পূরণ করলেন।
৩০. ২১ টেস্টে ২০০০ রান – ভারতের দ্রুততম হলেন যশস্বী জয়সওয়াল। (গাভাস্করের ২৩ টেস্ট ছাপিয়ে)। (৪০ ইনিংসে দ্রাবিড় ও সেহওয়াগ–এর সমান)।
৩১. ৯৩ বছরের ইতিহাসে প্রথমবাপ টেস্ট ক্রিকেটে এক ম্যাচে হাজারের বেশি রান করার নজির গড়ল ভারতীয় দল।
৩২. ইংল্যান্ডে ১১ টেস্টে ২৪ ছয় হাঁকিয়ে রুক্ষ বিদেশের ছক্কা মারার তালিকায় শীর্ষে ঋষভ পন্থ। দ্বিতীয় বেন স্টোকস (২১) দক্ষিণ আফ্রিকায়।
৩৩. দেশ-বিদেশ মিলিয়ে ভারতের রানের নিরিখে সবথেকে বড় টেস্ট জয়ের তালিকাতেও জায়গা করে নিয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জয়। ঘরের মাঠে ৪৩৪ রানে ম্যাচ জয় ভারতের সবথেকে বড় জয়। বার্মিংহাম জায়গা করে নিল চতুর্থ নম্বরে।
৩৪. ইংল্যান্ডের মাটিতে এর আগে এত বড় ব্যবধানে টেস্ট ম্যাচ জিততে পারেনি কোনও ভারতীয় দল। বার্মিংহাম টেস্ট জয় সেই নিরিখেও জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়।
৩৫. ইংল্যান্ডের উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ ইনিংস জেমি স্মিথের (১৮৪*)। এর আগে ১৭৩ ছিল অ্যালেক্স স্টুয়ার্টের। যাকে ছাপিয়ে গেলেন স্মিথ।
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: মোট ৩৫টি বিশ্বরেকর্ড, ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে নজিরের বন্যা, যা আগে কখনও হয়নি!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement