WTC Final 2025: ২ দিন পরেই বিশ্বকাপের ফাইনাল! কোথায়-কখন দেখবেন মেগা ম্যাচ? রইল আপডেট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
WTC Final 2025 Australia vs South Africa: আর মাত্র কিছু অপেক্ষা। তারপরই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মেগা ফাইনাল। ভারত না থাকলেও এবারের ফাইনাল এক রোমাঞ্চকর লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে।
আর মাত্র কিছু অপেক্ষা। তারপরই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মেগা ফাইনাল। ভারত না থাকলেও এবারের ফাইনাল এক রোমাঞ্চকর লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে। যেখানে ক্রিকেটের দুই শক্তিধর দেশ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে একে অপরের মুখোমুখি হবে। ১১ জুন থেকে ১৫ জুন পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া এই ঐতিহাসিক টেস্ট ম্যাচের জন্য ১৬ জুন রাখা হয়েছে রিজার্ভ ডে।
বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ভারতের বিরুদ্ধে বর্ডার-গাভাসকর সিরিজে জয় ছিনিয়ে নিয়ে তাদের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। অপরদিকে, দক্ষিণ আফ্রিকা পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে প্রথমবারের মতো চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে। সর্বশেষ পয়েন্ট টেবিল অনুযায়ী, দক্ষিণ আফ্রিকা ৬৯.৪৪ শতাংশ জয়ী পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে, আর অস্ট্রেলিয়া রয়েছে দ্বিতীয় স্থানে ৬৭.৫৪ জয় নিয়ে।
advertisement
লর্ডস ক্রিকেটের ঐতিহ্যবাহী মঞ্চ প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আয়োজন করতে চলেছে। যা এই ম্যাচটিকে আরও মর্যাদাপূর্ণ করে তুলেছে। অস্ট্রেলিয়া তাদের শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে, অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ২৫ বছরেরও বেশি সময় পরে তাদের প্রথম বড় আইসিসি ট্রফি জয়ের সুযোগ খুঁজবে।
advertisement
advertisement
১১ জুন থেকে ১৫ জুন লর্ডসে ভারতীয় সময় দুপুর ৩.৩০ মিনিট থেকে প্রতিদিন শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশপের ফাইনাল। রিজার্ভ ডে-তে খেলা গড়ালে সেদিনও একই সময়ে শুরু হবে ম্যাচ। ভারতে স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে দেখা যাবে এই মেগা ম্যাচ। অনলাইন অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার ফাইনাল দেখা যাবে Disney+ Hotstar ও JioHotstar-এ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 09, 2025 1:01 PM IST