WTC Final 2023, IND vs AUS: ডিউক বল ভয়ঙ্কর! তাতেই হবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, কোন দল পাবে বেশি সুবিধা

Last Updated:

WTC Final 2023, IND vs AUS: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হবে ডিউক বলে। ফলে এই বলে খেলা হলে রোহিত শর্মা ও প্যাট কামিন্সের কোন দলের সুবিধা হবে ও আর কোন দলের সমস্যা বাড়বে তা নিয়ে চলছে জল্পনা।

লন্ডন: হাতে গোনা আর কয়েকটা দিন। তারপরই ওভালে মহারণ। টেস্ট ক্রিকেটে কার মাথায় উঠবে বিশ্বসেরার শিরোপা তা দেখার অপেক্ষায় ক্রিকেট দুনিয়া। ইংল্যান্ডের ওভালে ৭ জুন থেকে ১১ জুন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। এই ম্যাচ খেলা হবে ডিউক বলে। ফলে এই বলে খেলা হলে রোহিত শর্মা ও প্যাট কামিন্সের কোন দলের সুবিধা হবে ও আর কোন দলের সমস্যা বাড়বে তা নিয়ে চলছে জল্পনা।
ভারত প্রধানত টেস্ট ম্যাচ খেলে এসজি টেস্ট বলে। অপরদিকে, অস্ট্রেলিয়া লাল বলের ক্রিকেট খেলে অভ্যস্ত কুকাবুরা বলে। ফলে ডিউক বলে খুব একটা সরগর নয় ফাইনালে প্রতিপক্ষ দুই দলই। আর ডিউক বলে এসজি টেস্ট বা কুকাবুরার থেকে বাউন্স ও মুভমেন্ট অনেক বেশি। যা ইংল্যান্ডের উইকেটে ভয়ঙ্কর হতে পারে। তবে এসজি টেস্ট বলে যে রিভার্স সুইং হয়, ডিউক বলে সেই রিভার্স সুইং ততটা হয় না।
advertisement
advertisement
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চোটের কারণে নেই জসপ্রীত বুমরাহ। ফলে ভারতীয় দলের পেস অ্যাটাককে মূলত নেতৃত্ব দেবেন মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ। দুজনেই সদ্য আইপিএলে দুরন্ত ফর্মে বল করেছেন। শামি তো প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেট শিকারী। ফল ডিউক বলের সুবিধা যদি এই দুই বোলার তুলতে পারে তাহলে তো কথাই নেই। তবে ডিউক বলে শামি ও সিরাজ ভালো পারফর্ম না করতে পারলে ভারতের সমস্যা বাড়বে।
advertisement
অপরদিকে, ডিউক বলে অস্ট্রেলিয়ার না খেললেও ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পিচের পরিস্থিতি ও আবহাওয়া অনেকটা একই। ফলে পরিস্থিতির সঙ্গে তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবে অজি পেস অ্যাটাক। এছাডডা প্যাটি কামিন্স, মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, স্কট বোল্যান্ড, মিচেল মার্শ, ক্যামেরন গ্রিন একাধিক পেস অপশন রয়েছে অজিদের কাছে। ফলে ডিউক বলে খেলা হলে অস্ট্রেলিয়া দলের সুবিধা বেশি বলে মানছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
WTC Final 2023, IND vs AUS: ডিউক বল ভয়ঙ্কর! তাতেই হবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, কোন দল পাবে বেশি সুবিধা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement