WTC Final 2023, IND vs AUS: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সৌরভ গঙ্গোপাধ্যায়, দেখা যাবে পুরনো ভূমিকায়
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
WTC Final 2023, IND vs AUS: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সময় লন্ডনে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর ফাইনাল ম্যাচে দাদা থাকবে না তা আবার হয় নাকি। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ফের পুরনো ভূমিকায় দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
লন্ডন: ৭ জুন থেকে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মেগা ফাইনাল। ভারত বনাম অস্ট্রেলিয়ার মহারণকে ঘিরে ক্রিকেট বিশ্বে চড়ছে পারদ। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সময় লন্ডনে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর ফাইনাল ম্যাচে দাদা থাকবে না তা আবার হয় নাকি? টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ফের পুরনো ভূমিকায় দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। কোহলি-স্মিথদের দ্বৈরথের ধারাভাষ্য দেবেন প্রাক্তন ভারত অধিনায়ক।
জানা গিয়েছে, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হিন্দিতে ধারাভাষ্যকারদের যে প্যানেল ঠিক হয়েছে তাতে নাম রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তাঁর সঙ্গে ধারাভাষ্যকার হিসেবে থাকবেন হরভজন সিং, শান্তাকুমারন শ্রীসন্থ, যতীন সাপ্রু ও দীপ দাশগুপ্ত। ফসে ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথে হিন্দি কমেন্ট্রি জমে উঠবে সেটা বলাই যায়। সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেও মুখিয়ে রয়েছেন ধারাভাষ্যকার হিসেবে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করার জন্য।
advertisement
advertisement
প্রসঙ্গত, এর আগে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বেশ কিছু সময় ধারাভাষ্যকার হিসেবে দেখা গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ক। ইংল্যান্ডেও কমেন্ট্রি করার অভিজ্ঞতা রছেখে সৌরভের। সেই সময় ক্রিকেট বিশ্লেষণ, কাটাছেঁড়া ক্রিকেট প্রেমীদের মধ্যে খুব জনপ্রিয় হয়েছিল। অল্প সময়ে ধারাভাষ্যকার হিসেবে নামও করেছিলেন সৌরভ। কিন্তু তারপর ক্রিকেটের প্রশাসনিক পদে চলে আসায় আর মাইক ধরা হয়নি সৌরভের।
advertisement
সদ্য সমাপ্ত আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের ডিরেক্টর অফ ক্রিকেট পদে কাজ করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আইপিএলেপ মরশুমটা একেবারেই ভালো যায়নি সৌরভের। আইপিএল থেকে দিল্লির বিদায়ে পরই কলকাতা। ফিরে ত্রিপুরার পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে মহারাজ। এবার দীর্ঘ বছর পর ফের সৌরভকে মাইক হাতে দেখার অপেক্ষায় দাদা ফ্যানেরাও।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 02, 2023 3:35 PM IST