WPL শুধু ক্রিকেট নয়, নারীদের উত্থানের মঞ্চ', জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানে মন জিতে নিলেন কিং খান

Last Updated:

WPL 2024: পারফরমারদের তালিকা দেখেই বোঝা গিয়েছিল কেমন হতে চলেছে উইমেন্স প্রিমিয়ার বিগের দ্বিতীয় মরশুমের উদ্বোধনী অনুষ্ঠান। আর যতটা আশা করা হয়েছিল তার অনেক বেশি শানদার-দমদার-ধামাকাদার ভাবে ঢাকে কাঠি পড়ল WPL 2024 -এর।

ছবি সৌ: WPL X Account
ছবি সৌ: WPL X Account
বেঙ্গালুরু: পারফরমারদের তালিকা দেখেই বোঝা গিয়েছিল কেমন হতে চলেছে উইমেন্স প্রিমিয়ার বিগের দ্বিতীয় মরশুমের উদ্বোধনী অনুষ্ঠান। আর যতটা আশা করা হয়েছিল তার অনেক বেশি শানদার-দমদার-ধামাকাদার ভাবে ঢাকে কাঠি পড়ল WPL 2024 -এর। কানায়-কানায় পূর্ণ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম সহ গোটা ক্রিকেট দুনিয়া সাক্ষী থাকল মেগা ইভেন্টের মেগা শুরুর।
জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের শো স্টপার যে শাহরুখ খান হতে চলেছে তা ঠিকই ছিল। উদ্বোধনী অনুষ্ঠানের কিং খান থাকার ঘোষণা হতেই তা উন্মাদনা আরও বাড়িয়ে দিয়েছিল। বলিউড বাদশাহ পারফর্ম ছাড়াও বলিউডের একাধিক সুপার স্টার মঞ্চ মাতান। শাহিদ কাপুর, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মলহোত্রা, কার্তিক আরিয়ান, টাইগার স্রফদের পারফরম্যান্স ‘দিল খুশ’ করে দেয় সকলের।
advertisement
advertisement
advertisement
advertisement
শেষে শাহরুখের নাম ঘোষণা হতে চিন্নাস্বামী জুড়ে তখন কিং খানের নামে ধ্বনি। যে মাঠে বিরাট-বিরাট রব উঠত এতদিন সেখানে এদিন দেখা গেল শাহরুখ উন্মাদনা। বলিউডের পাঠান শুধু নিজে নাচলেন না, সকলকেও নাচালেন। এরপর একে একে সকলকে অধিনায়ককে মঞ্চে ডেকে নেন শাহরুখ। তাদের সঙ্গে পারফর্ম করেন উইমেন্স প্রিমিয়ার লিগের থিং সংয়ে।
advertisement
মঞ্চে উইমেন্স প্রিমিয়ার লিগ নিয়ে বলতে গিয়ে সকলের মন জিতে নেন শাহরুখ খান। নারীশক্তি নিয়ে বলতে গিয়ে শাহরুখ বলেন,”যদি সব ক্ষেত্রেই মেয়েরা এগিয়ে যেতে পারে, ক্রিকেটে কেন নয়? আর উইমেন্স প্রিমিয়ার লিগ শুধুই ক্রিকেট নয়, নারীদের উত্থানের মঞ্চ এই টুর্নামেন্ট।”
advertisement
advertisement
প্রসঙ্গত, এটি উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় মরশুম। গতবারে পুরো প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল মুম্বইতে। এবার দুটি শহর দিল্লি ও বেঙ্গালুরুতে হবে প্রতিযোগিতা। ফাইনাল ১৭ মার্চ।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
WPL শুধু ক্রিকেট নয়, নারীদের উত্থানের মঞ্চ', জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানে মন জিতে নিলেন কিং খান
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement