WPL 2023: নাচে-গানে জমজমাট মহিলা আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান, দেখুন ভিডিও
- Published by:Sudip Paul
Last Updated:
WPL 2023: উদ্বোধনী অনুষ্ঠানে পুরুষদের আইপিএল থেকে কোনও অংশে পিছিয় থাকল না মেয়েদের আইপিএল। বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হল উইমেন্স প্রিমিয়ার লিগ। নতুন ইতিহাসের সাক্ষী থাকল ভারতীয় মহিলা ক্রিকেট।
মুম্বই: উদ্বোধনী অনুষ্ঠানে পুরুষদের আইপিএল থেকে কোনও অংশে পিছিয় থাকল না মেয়েদের আইপিএল। বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হল উইমেন্স প্রিমিয়ার লিগ। নতুন ইতিহাসের সাক্ষী থাকল ভারতীয় মহিলা ক্রিকেট। একটু দেরিতে হলেও মেয়েদের আইপিএলকে জনপ্রিয় করতে কোনও খামতি রাখেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের পক্ষ থেকে বলিউড তারকাদের ডান্স পারফরম্যান্স থেকে গান কোনও কিছুই বাদ দেওয়া হয়নি।
The #TATAWPL kicks off in style! 🙌 Kiara Advani's entertaining performance gets the crowd going! 👌👌 pic.twitter.com/cKfuGOCpEC
— Women's Premier League (WPL) (@wplt20) March 4, 2023
advertisement
সন্ধে ৬.২৫ মিনিট থেকে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। দর্শক ঠাসা ডিওয়ার প্যাটেল স্টেডিয়াম সাক্ষী থাকল সেই অনুষ্ঠানের। পূর্ব ঘোষণা অনুযায়ী ডান্স পারফরম্যান্সের মাধ্যমে মঞ্চ মাতান দুই বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানি এবং কৃতি শ্যানন। তাদের নাচের সঙ্গে তাল মেলায় গোটা স্টেডিয়াম। এর সুরের জাদুতে সকলকে মোহিত করেন ‘ব্রাউন মুন্ডে’ খ্যাত ইন্ডো-কানাডিয়ান পপ-গায়ক এপি ধিঁলো। তার পপ গান এককথায় অনবদ্য ছিল।
advertisement
An energetic performance ahead of an energetic #TATAWPL! Kriti Sanon lights up the DY Patil Stadium in Navi Mumbai 🔥🔥 pic.twitter.com/tcvQD8s0PV
— Women's Premier League (WPL) (@wplt20) March 4, 2023
এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উইমেন্স প্রিমিয়ার লিগের ৫ দলের অধিনায়ক। বিসিসিআই সচিব জয় শাহ ও ৫ অধিনায়কের উপস্থিতিতে ট্রফি উন্মোচন করা হয়। এছাড়া উপস্থিত ছিলেন দেশের প্রাক্তন ক্রিকেটাররা। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য প্রথম দিনের ম্যাচের সময় ৭.৩০ মিনিটের পরিবর্তে ৮টা করা হয়। এমন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পেরে খুশি ক্রিকেট থেকে বিনোদন জগতের তারকারা।
advertisement
𝘼𝙋 𝘿𝙝𝙞𝙡𝙡𝙤𝙣 𝙞𝙣 𝙩𝙝𝙚 𝙝𝙤𝙪𝙨𝙚! How about THAT for an electrifying performance 🤩#TATAWPL | @apdhillxn pic.twitter.com/CuYbqWEo0a
— Women's Premier League (WPL) (@wplt20) March 4, 2023
প্রসঙ্গত, উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্স। দ্বিতীয় দিনেই থাকছে ডাবল হেডার। দুপুর ৩.৩০-এর ম্যাচে মুখোমুখি হবে ব়য়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং দিল্লি ক্যাপিটালস। তারপর রাতের ম্যাচে ৭.৩০-এ মুখোমুখি হবে ইউপি ওয়ারিয়র্স এবং গুজরাট জায়ান্টস। এইভাবে কবে, কখন, কোথায় কোন ম্যাচ খেলা হবে তার বিস্তারিত সূচি নীচে দেওয়া হল।
advertisement
The moment we were all waiting for! 🤩 𝗣𝗿𝗲𝘀𝗲𝗻𝘁𝗶𝗻𝗴 𝘁𝗵𝗲 #𝗧𝗔𝗧𝗔𝗪𝗣𝗟 𝗧𝗿𝗼𝗽𝗵𝘆👌👌 pic.twitter.com/sqPBJjWw7A
— Women's Premier League (WPL) (@wplt20) March 4, 2023
বিসিসিআইয়ের তরফ থেকে আগেই জানানো হয়েছিব উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম মরসুম পুরোটাই হবে মুম্বইয়ে। ডিওয়াই পাটিল স্টেডিয়াম এবং ব্র্যাবোর্ন স্টেডিয়ামে আয়োজন করা হবে সব ম্যাচ। ডিওয়াই পাটিল এবং ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ১১টি করে ম্যাচ খেলার হবে। মেয়েদের আইপিএলে মোট ২০টি গ্রুপ পর্বের ম্যাচ, ২টি প্লে অফ ও ফাইনাল থাকছে। ২৬শে মার্চ ব্রেবোন স্টেডিয়ামে হবে মেগা ফাইনাল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 04, 2023 8:48 PM IST