হোম /খবর /খেলা /
দ্বিতীয় লেগে গুজরাটের বদলার ম্যাচ, মুম্বইয়ের বিরুদ্ধে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত

WPL 2023: দ্বিতীয় লেগে গুজরাটের বদলার ম্যাচ, মুম্বইয়ের বিরুদ্ধে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত

WPL 2023: উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগের খেলায় মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাট জায়ান্টস। জয়ের ধারা ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী হরমনপ্রীত কউরের দল। প্রথম পর্বের হারের বদলা নিতে মরিয়া স্নেহ রানার দল।

  • Share this:

মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগের খেলায় মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাট জায়ান্টস। একদিকে টেবিল টপার মুম্বই ইন্ডিয়ান্স। ৪টির মধ্যে ৪টি ম্যাচেই জিতেছে হরমনপ্রীত কউরের দল। প্রথম লেগে ১৪৩ রানের রেকর্ড ব্যবধানে গুজরাটকে হারেয়িছিল মুম্বই। অপরদিকে, ৪টি ম্যাচের মধ্যে একটিতে জিতে লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে গুজরাট জায়ান্টস। আজকের ম্যাচ যেমন গুডজরাটের কাছে বদলার, তেমন প্লে অফে যাওয়ার আশা টিকিয়ে রাখতে গেলে জয় দরকার স্নেহ রানার দলের।

গুরুত্বপূর্ণ ম্যাচে টস ভাগ্য সাথ দিয়েছে গুজরাট জায়ান্টস অধিনায়ক স্নেহ রানার। মুম্বইয়ের মত শক্তিশালী ব্যাটিং লাইনের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে স্নেহ রানা। প্রতিপক্ষকে কম রানের মধ্যে আটকে রাখার চেষ্টা করে সেই মত রান তাড়া করার রণনীতির সাজাতেই এই সিদ্ধান্ত গুজরাট অধিনায়কের। এছাড়া রাতের দিকে শিশির সমস্যার সুবিধা নেওয়াটাও অন্যতম কারণ হতে পারে। তবে উইমেন্স প্রিমিয়ার লিগে শিশির সমস্যা এখনও পর্যন্ত খুব বেশি মাথা ব্যথার কারণ হয়নি।

অপরদিকে, এখনও পর্যন্ত প্রতিযোগিতা মুম্বই ইন্ডিয়ান্সের কাছে টস হারা বা জেতা কোনও সমস্যা তৈরি করেনি। প্রথম ৪টি ম্যাচে প্রতিপক্ষদের রীতিমত দুরমুশ করেছে হরমনপ্রীত কউরের দল। ব্যাটিংয়ে হেইলি ম্যাথিউজ, ন্যাট স্কিভার, অ্যামেলিয়া কের, হরমন নিজে দুরন্ত ফর্মে রয়েছেন। সাইকা ইশাক, ইজি ওঙ্গরা দারুণ ছন্দে রয়েছে। তাই গুজরাটের বিরুদ্ধে টস হারলেও বড় রান করে প্রতিপক্ষকে চাপে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী মুম্বই দল।

মুম্বই ইন্ডিয়ান্সের একাদশ: হেইলি ম্যাথিউজ, যস্তিকা ভাটিয়া, ন্যাট স্কিভার ব্রান্ট, হরমনপ্রীত কউর (অধিনায়ক), এমিলয়া কের, ধারা গুজ্জর, ইসাবেল ওঙ্গ, হুমারিয়া কাজি, আমানজ্যোত কউর, জিনতিমানি কালিতা, সাইকা ইশাক।

আরও পড়ুনঃ বর্ডার গাভাসকর ট্রফি জিতে এমন রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া, যা অস্ট্রেলিয়ার পক্ষে ভাঙা কার্যত অসম্ভব

গুজরাট জায়ান্টসের একাদশ: সোফিয়া ডাঙ্কলে, সাব্বিনেনি মেঘনা, হারলিন দেওল, অ্যানাবেল সাদারল্যান্ড, অ্যাশলে গার্ডনার, সুষমা ভার্মা, দয়ালান হেমলতা, স্নেহ রানা (অধিনায়ক), কিম গার্থ, মানসী জোশি, তনুজা কানোয়ার।

Published by:Sudip Paul
First published:

Tags: Mumbai Indians, Wpl 2023