হোম /খবর /খেলা /
২ ম্যাচ হারের পর জয়ে ফিরল মুম্বই, হার দিয়েই মরসুম শেষ করল আরসিবি

WPL 2023: ২ ম্যাচ হারের পর জয়ে ফিরল মুম্বই, হার দিয়েই মরসুম শেষ করল আরসিবি

WPL 2023: টানা ২ ম্যাচ হারের পর উইমেন্স প্রিমিয়ার লিগে জয়ে ফিরল মুম্বই ইন্ডিয়ান্স। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে লো স্কোরিং ম্যাচে ৪উইকেটে জয় পেল হরমনপ্রীত কউরের দল।

  • Share this:

মুম্বই: টানা ২ ম্যাচ হারের পর উইমেন্স প্রিমিয়ার লিগে জয়ে ফিরল মুম্বই ইন্ডিয়ান্স। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে লো স্কোরিং ম্যাচে ৪ উইকেটে জয় পেল হরমনপ্রীত কউরের দল। প্লে অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছিল আরসিবি। লক্ষ্য ছিল গ্রুপ লিগের শেষ ম্যাচ জিচে মরসুম শেষ করার। কিন্তু সেই আশাও পূরণ হল না হরমনপ্রীত কউরের দলের। ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৫ রান করে আরসিবি। জবাবে ১৬.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় এমআই।

এদিন টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় হরমনপ্রীত কউর। প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সেভাবে কোনও বড় পার্টনারশিপও গড়তে পারেনি আরসিবির ব্যাটাররা। পুরো মরসুম ধরেই ধারাবাহিকতার অভাব ভুগিয়েছে আরসিবিকে। মুম্বইয়ের বিরুদ্ধে দ্বিতীয় লিগের ম্যাচে এলিস পেরি (২৯), রিচা ঘোষ (২৯), স্মৃতি মন্ধনা (২৪) কিছুটা লড়াই করার চেষ্টা করলেও বাকি ব্যাটাররা সকলেই ব্যর্থ হন।

১২৬ রানের টার্গেট তাড়া করতে শুরুটা ভালো করে মুম্বই ইন্ডিয়ান্সের দুই ওপেনার হেইলি ম্যাথিউজ ও যস্তিকা ভাটিয়া। পাওয়াক প্লে-র মধ্যেই অর্ধশতরানের পার্টনারশিপ করেন দুই তারকা। কিন্তু ৫৩ রানে প্রথমে প্রথম উইকেট পড়ার পর নিয়মিত ব্যবধানে কয়েকটি উইকেট হারায় মুম্বই। ৭৩ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে একটি চাপে পড়ে যায় মুম্বই। যস্তিকা ভাটিয়া ৩০, ম্যাথিউজ ২৪, ন্যাট স্কিভার ১৩ ও হরমনপ্রীত কউর ২ রান করে সাজঘরে ফেরেন।

আরও পড়ুনঃ মোদীর কাছে বিশেষ অনুরোধ আফ্রিদির, কী বললেন প্রাক্তন পাক অধিনায়ক

সেখান থেকে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান অ্যামেলিয়া কের ও পুজা বস্ত্রকর। ৪৭ রানের পার্টনারশিপ গড়েন দুজন। দলের ১২০ রানের মাথায় ১৯ রান করে আউট হন পুজা বস্ত্রকর। এরপর ইজি ওঙ্গ খাতা না খুলেই সাজঘরে ফেরেন। এরপর অ্যামেলিয়া কের ৩১ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয় এনে দেন। এই জয়ের ফলে ফের লিগ টেবিলের শীর্ষ স্থান মুম্বই দখল করে। তবে দ্বিতীয় খেলায় দিল্লি জিতলে ফের শীর্ষস্থান ধকল করবে দিল্লি।

Published by:Sudip Paul
First published:

Tags: MI, Mumbai Indians, RCB, Royal Challengers Bangalore, Wpl 2023