WPL 2023: রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেল দিল্লি ক্যাপিটালস, টানা পঞ্চম হার আরসিবির
- Published by:Sudip Paul
Last Updated:
WPL 2023: উইমেন্স প্রিমিয়ার লিগের পঞ্চম ম্যাচেও জয়ের স্বাদ অধরা থেকে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। অপরদিকে, মুম্বই ম্যাচ বাদ দিলে প্রতিযোগিতায় দুরন্ত ফর্ম ধরে রাখল দিল্লি ক্যাপাটালস। আরসিবির বিরুদ্ধে রুদ্ধ্বশ্বাস ম্যাচে ৬ উইকেটে জয় পেল মেগ ল্যানিংয়ের দল।
মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগের পঞ্চম ম্যাচেও জয়ের স্বাদ অধরা থেকে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। পরপর ৫ ম্যাচ হেরে প্লে অফে যাওয়ার রাস্তা কার্যত শেষ আরসিবির। অপরদিকে, মুম্বই ম্যাচ বাদ দিলে প্রতিযোগিতায় দুরন্ত ফর্ম ধরে রাখল দিল্লি ক্যাপাটালস। আরসিবির বিরুদ্ধে রুদ্ধ্বশ্বাস ম্যাচে ৬ উইকেটে জয় পেল মেগ ল্যানিংয়ের দল। ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫০ রান করে ব্যাঙ্গালোর। সর্বোচ্চ ৬৭ রান করেন এলিস পেরি। জবাবে ১৯.৪ ওভারে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় দিল্লি। দলগত ব্যাটিংয়েই জয় পায় রাজধানীর দল।
এদিনও টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর। ব্যাটিং রানের খরা এদিনও কাটিয়ে উঠতে পারেননি আরসিবি অধিনায়ক স্মৃতি মন্ধনা। ৮ রান করে সাজঘরে ফেরেন তিনি। প্রথম ৩টি উইকেট নিয়মিত ব্যবধানে হারিয়ে চাপে পড়ে যায় আরসিবি। ৬৩ রানের মধ্যে স্মৃতি মন্ধনা (৮), সোফি ডিভাইন (২১) ও হেদার নাইট (১১) আউট হয়ে যান। এরপর দলকে এগিয়ে নিয়ে যান এলিস পেরি ও রিচা ঘোষ। একদিক থেকে মারকাটারি ইনিংস খেলেন রিচা ঘোষ ও ঠান্ডা মাথায় ব্যাট করেন এলিস পেরি। ১৬ বলে ৩৭ করে রিচা। নিজের অর্ধশতরান করেন পেরি। ৭৪ রানের পার্টনারশিপ করেন দুজনে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫০ রান করে আরসিবি। ৫২ বলে ৬৭ রান করে অপরাজিত থাকেন এলিস পেরি ও ৪ রানে ক্রিজে ছিলেন শ্রেয়ঙ্কা পাটিল।
advertisement
A 6⃣ & 4⃣ from @JJonassen21 to seal the chase in style 😎 🔙 to 🔙 victories in the #TATAWPL for @DelhiCapitals 🙌🏻 Scorecard ▶️ https://t.co/E13BL44W8T #DCvRCB pic.twitter.com/IxMdX8V6a5
— Women's Premier League (WPL) (@wplt20) March 13, 2023
advertisement
advertisement
১৫১ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই শেফালি ভার্মার উইকেট হারায় দিল্লি ক্যাপিটালস। খাতাও খুলতে পারেননি শেফালি। এরপর মেগ ল্যানিং অ্যালাইস ক্যাপসে একটা ছোট পার্টনারশিপ করেন। ঝোড়ো ব্যাটিংকরেন ক্যাপসে। ৪৫ রানে দ্বিতীয় উইকেট পড়ে। এরপর জেমাইমা রড্রিগেজ মেগ ল্যানিংকে সঙ্গ দেন। তবে দলের ৭০ রানের মাথায় ব্যক্তিগত ১৫ রানে আউট হন দিল্লি অধিনায়ক। ৩ উইকেট পড়ার পর ঠান্ডা মাথায় দলের স্কোর এগিয়ে নিয়ে যান জেমাইমা রড্রিগেজ ও মারিজেন কাপ। ৩৯ রান জুটিতে যোগ করেন তারা। দলের ১০৯ রানের মাথায় চতুর্থ উইকেট পড়ে আরসিবির। ব্যক্তিগত ৩২ রান করে আউট হন জেমাইমা রড্রিগেজ।
advertisement
সেই সময় মনে করা হয়েছিল আরসিবি ম্যাচে কামব্যাক করবে। ম্যাচও যথেষ্ঠ হাড্ডাহাড্ডি জায়গায় ছিল। কিন্তু সেই সময় মারিজেন কাপের জুটি বাধেন জেস জনাসেন। একের পর এক আক্রমণাত্মক শট খেলে আরসিবিকে ম্যচে রাখেন। অপরদিকে ঠান্ডা মাথায় ব্যাটিং করেন কাপ। রুদ্ধশ্বাস ম্যাচে একসময় ৩ বলে ৭ রান বাকি ছিল দিল্লির। সেই সময় ছয় মেরে ম্যাচে দিল্লির পক্ষে এনে দেন জেস জনাসেন। ২ বল বাকি থাকতে জয় পায় দিল্লি ক্যাপিটালস। ৩২ বলে ৩২ রান করে কাপ ও ১৫ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন জেস জনাসেন। এই জয়ের ফলে ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থান ধরে রাখল দিল্লি। এক ম্যাচ কম খেলে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে মুম্বই।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 13, 2023 11:13 PM IST