WPL 2023: ১৪৮ তাড়া করতে নেমে ১৩৬-এ শেষ দিল্লি, ১১ রানে ম্যাচ জিতে চমক দিল গুজরাট

Last Updated:

WPL 2023: উইমেন্স প্রিমিয়ার লিগে দিল্লিকে হারিয়ে চমক দিল গুজরাট। ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৭ রান করে গুজরাট। জবাবে ১৩৬ রানে শেষ দিল্লির ইনিংস।

মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগে লিগ টেবিলের শেষে থাকা গুজরাট জায়ান্টসের কাছে হেরে বসল দিল্লি ক্যাপিটালস। লো স্কোরিং ম্যাচে ব্যর্থ হল দিল্লির তারকাখোচিত ব্যাটিং লাইন। ১১ রানে ম্যাচ জিতল গুজরাট জায়ান্টস। ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৭ রান করল গুজরাট। দলের হয়ে জোড়া অর্ধশতরান করলেন লওরা উলভার্ট (৫৭) ও অ্যাশলে গার্ডনার (৫১)। দিল্লি হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন জেস জনাসেন। রান তাড়া করতে নেমে ১৩৬ রানে অলআউট হয়ে যায় দিল্লি। মারিজেন কাপ সর্বোচ্চ ৩৬ রান করেন। গুজরাটের হয়ে ২টি করে উইকেট নেন কিম গার্থ, তনুজা কানওয়ার ও অ্যাশলে গার্ডনার।
টসে হেরে ব্যাট করতে ন নেমে ইনিংসের শুরুটা ভালো হয়নি গুজরাট জায়ান্টসের। ৪ রানে প্রথম উইকেট পড়ে। ব্যাক্তিগত ৪ রান করে মারেজেন কাপের বলে আউট হব সোফিয়া ডাঙ্কলে। এরপর গুজরাটের স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যান লওরা উলভার্ট ও হারলিন দেওল। ৪৭ রানের পার্টনারশিপ করেন। বেশ কয়েকটি অনবদ্য শট খলেন দুজন। ৩১ রান করে জেস জনাসনের বলে আউট হন হারলিন দেওল।
advertisement
এরপর জায়ান্টসের ইনিংসেরসরাশ ধরেন লওরা উলভার্ট ও অ্যাশলে গার্ডনার। নিজের অর্ধশতরান পূরণ করেন লওরা। অপরদিকে মারকাটারি ব্যাটিং করেন জনাসেন। অর্ধশতরানের পার্টনারশিপও পূরণ করেন দুজনে। জুটিতে ৮১ রান যোগ করার পর আউট হন লওরা। ৫৭ রান করেন তিনি। অপরদিকে নিজের ইনিংস চালিয়ে যান গার্ডনার। অর্ধশতরানও পূরণ করেন তিনি। শেষ বলে ব্যক্তিগত ১ রানে আউট হন দয়ালান হেমলতা। ৫১ রানে অপরাজিত থাকেন গার্ডনার। ২০ ওভারে ৪ উইকেটে ১৪৭ রান করে গুজরাট জায়ান্টস।
advertisement
advertisement
দিল্লি ক্যাপিটালস ১৪৮ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই আউট হয়ে যান শেফালি ভার্মা। ১০ রানে পড়ে প্রথম উইকেট। এরপর অধিনায়ক মেগ ল্যানিং ও অ্যালাইস ক্যাপসে ইনিংসের রাশ কিছুটা ধরলেও বড় পার্টনারশিপ গড়তে পারেননি। ৪৮ রানে দ্বিতীয় পড়ে। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে দিল্লি ক্যাপিটালস।ষ এক থেকে একা মারেজন কাপ লড়াই চালিয়ে যান। ৩৬ রানের ইনিংস খেলেন তিনি।
advertisement
একটা সময় ১০০ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে দিল্লির হার শুধু সময়ের অপেক্ষা হয়ে দাঁড়িয়েছিল। সেখান থেকে অরুন্ধতি রেড্ডি শিখা পাণ্ডে আশা জিইয়ে রেখেছিল দিল্লি ফ্যানেদের। বিশেষ করে অরুন্ধতি রেড্ডি অনবদ্য ব্যাটিং করেন। ৩৫ রানের পার্টনারশিপ গড়ে দলকে জয়ের দোরগোরায় পৌছে দিয়েছিলেন। কিন্তু ব্যক্তিগত ২৫ রানে অরুন্ধতি ফিরতেই দিল্লির আশা শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ১৩৬ রানে অলআউট হয়ে যায় দিল্লি। ১১ রানে ম্যাচ জেতে গুজরাট জায়ান্টস। এই হারের ফলে দিল্লি প্লে অফের ওঠার রাস্তা একটু হলেও কঠিন হল।
বাংলা খবর/ খবর/খেলা/
WPL 2023: ১৪৮ তাড়া করতে নেমে ১৩৬-এ শেষ দিল্লি, ১১ রানে ম্যাচ জিতে চমক দিল গুজরাট
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement