কিন্তু এবার প্রশ্ন উঠছে জর্জিয়ালার অভিযোগের প্রভাব কি পড়ল রোনাল্ডোর ব্যক্তিগত জীবনে। কারণ রোনাল্ডোর বান্ধবী জর্জিনা রড্রিগেজ দুবাইতেই থাকছিলেন। কিন্তু সম্প্রতি স্পেনে ফিরে যাওয়ার তোরজোর শুরু করেছেন। তাও আবার রোনাল্ডোকে ছাড়াই। তাহলে কি বারবার রোনাল্ডোর চরিত্র নিয়ে প্রশ্ন ওঠায় ব্রেকআপের পথে হাঁটতে চলেছেন জর্জিনা।
২০১৬ সাল থেকে সম্পর্কে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও আর্জেন্টিনার মডেল জর্জিনা রড্রিগেজ। জর্জিয়ালার অভিযোগের পর হঠাৎ কেন একা স্পেনে যাচ্ছেন জর্জিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে সূত্রের খবর ব্যক্তিগত কাজে স্পেনে যাচ্ছেন জর্জিনা। তবে জর্জিয়ালার অভিযোগের পর রোনাল্ডো-জর্জিনা সন্পর্কে ফাঁটল ধরল কিনা তা নিয়ে জল্পনা অব্যাহত।