WPL 2023: ভারতীয় ক্রিকেটে আত্মপ্রকাশ ঘটল নতুন 'শক্তি'-র, বার্তা 'এ তো সবে শুরু'
- Published by:Sudip Paul
Last Updated:
WPL 2023: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই নতুন ইতিহাসের সাক্ষী থাকতে চলেছে ভারতীয় মহিলা ক্রিকেট। ৪ মার্চ থেকে শুরু হতে চলেছে প্রথম মহিলা আইপিএল অর্থাৎ উইমেন্স প্রিমিয়ার লিগ।
মুম্বই: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই নতুন ইতিহাসের সাক্ষী থাকতে চলেছে ভারতীয় মহিলা ক্রিকেট। ৪ মার্চ থেকে শুরু হতে চলেছে প্রথম মহিলা আইপিএল অর্থাৎ উইমেন্স প্রিমিয়ার লিগ। মহিলা আইপিএল শুরু হওয়াকে ভারতীয় মহিলা ক্রিকেটের অন্যতম ঐতিহাসিক ও যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। প্রথম মরসুমের পাঁচটি দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, দিল্লি ক্যাপিটালস, গুজরাট টাইটানস, ইউপি ওয়ারিয়র্স ও মুম্বই ইন্ডিয়ান্স গুছিয়ে নিয়েছে তাদের দল। এবার প্রতিযোগিতা শুরু হওয়ার আগে সামনে এল প্রথম উইমেন্স প্রিমিয়ার লিগের ম্যাসকট 'শক্তি'।
ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে এই ম্যাসকট উদ্বোধন করা হয়। যার নাম দেওয়া হয়েছে 'শক্তি'। ৩০ সেকেন্ডের একটি ভিডিওর মাধ্যমে আত্মপ্রকাশ করেছে 'শক্তি' নামক এই ম্যাসকট। 'শক্তি' আদতে একটি বাঘিনী। উইমেন্স প্রিমিয়র লিগের গান ‘ইয়ে তো বাস শুরুয়াত হে' সঙ্গে আত্মপ্রকাশ করা হয়েছে তাঁকে। ভিডিওতে উইমেন্স প্রিমিয়ার লিগের ম্যাসকটকে ব্যাট হাতে একের পর এক শট খেলতে দেখা গিয়েছে। নারী শক্তির প্রতীক হিসেবে মাসকটের নামকরণ করা হয়েছে শক্তি। বিসিসিআই সচিব জয় শাহ এই ভিডিও শেয়ার করেন।
advertisement
Fast, fierce and full of fire! She's ready to set the field ablaze, lekin #YehTohBasShuruatHai ! Introducing the embodiment of the #TATAWPL our mascot #Shakti ! @BCCI @BCCIWomen @wplt20 @viacom18#WPL2023 #WomensPremierLeague pic.twitter.com/oZcKm7aGwq
— Jay Shah (@JayShah) March 2, 2023
advertisement
advertisement
প্রসঙ্গত, উইমেন্স প্রিমিয়ার লিগ ২০২৩ শুরু হতে চলেছে ৪ মার্চ থেকে। প্রথম দিনই উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্স। মুন্বইয়ের ডিওওয়াই পাটিল স্টেডিয়ামে হবে প্রথম ম্যাচ। দ্বিতীয় দিনেই থাকছে ডাবল হেডার। দুপুর ৩.৩০-এর ম্যাচে মুখোমুখি হবে ব়য়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং দিল্লি ক্যাপিটালস। তারপর রাতের ম্যাচে ৭.৩০-এ মুখোমুখি হবে ইউপি ওয়ারিয়র্স এবং গুজরাট জায়ান্টস। এইভাবে কবে, কখন, কোথায় কোন ম্যাচ খেলা হবে তার বিস্তারিত সূচি নীচে দেওয়া হল।
advertisement
বিসিসিআইয়ের তরফ থেকে আগেই জানানো হয়েছিব উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম মরসুম পুরোটাই হবে মুম্বইয়ে। ডিওয়াই পাটিল স্টেডিয়াম এবং ব্র্যাবোর্ন স্টেডিয়ামে আয়োজন করা হবে সব ম্যাচ। ডিওয়াই পাটিল এবং ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ১১টি করে ম্যাচ খেলার হবে। মেয়েদের আইপিএলে মোট ২০টি গ্রুপ পর্বের ম্যাচ, ২টি প্লে অফ ও ফাইনাল থাকছে। ২৬শে মার্চ ব্রেবোন স্টেডিয়ামে হবে মেগা ফাইনাল। অর্থাৎ ২২ দিনের মধ্যে শেষ হবে গোটা প্রতিযোগিতা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 03, 2023 5:58 PM IST