সবে বিশ্বকাপ শেষ হল, এর মধ্যে দুর্নীতি! ইডেনে বিশ্বজয়ী ক্রিকেটার ৬ বছর নিষিদ্ধ
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Marlon Samuels: ইডেনে বিশ্বকাপ জিতেছিলেন, সেই তারকা ক্রিকেটার এত বড় কাণ্ড ঘটালেন!
কলকাতা: সবেমাত্র বিশ্বকাপ শেষ হল। এরই মধ্যে ক্রিকেটে দুর্নীতি! ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী তারকা মারলন স্যামুয়েলসকে ৬ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আরব আমিরশাহিতে টি-টেন লিগে দুর্নীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে। ২০১৯ সালে ওই টুর্নামেন্টে আইসিসির চারটি নিয়ম ভঙ্গ করেছেন ২০১২ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী তারকা স্যামুয়েলস। এতদিন পর সেই অভিযোগের ভিত্তিতে যথাযথ প্রমাণ হাতে পেয়েছেন তদন্তকারী অফিসাররা। ফলে স্যামুয়েলসের বিরুদ্ধে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হল।
আরও পড়ুন- Team India New Coach: সরছেন রাহুল দ্রাবিড়! ঠিক হয়ে গেল টিম ইন্ডিয়ার নতুন কোচ
খেলার বাইরে অনৈতিক সুবিধা নেওয়া, তদন্তকারী কর্তৃপক্ষের কাছে তথ্য গোপন করার মতো অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সেবার ওই ফ্র্যাঞ্চাইজি লিগ কর্ণাটক টাস্কার্সের হয়ে খেলতে গিয়েছিলেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। যদিও ফ্র্যাঞ্চাইজি লিগে দলের হয়ে কোনও ম্যাচই খেলেননি স্যামুয়েলস।
advertisement
advertisement
এর আগেও একইরকম অভিযোগে স্যামুয়েলসের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছিল আইসিসি। ২০০৮ সালে তাঁর উপর দুবছরের জন্য নিষেধাজ্ঞা করা হয়েছিল।
এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) দুর্নীতি দমন আইনে অভিযুক্ত এই ক্যারিবিয়ান তারকা। আইসিসি-র দুর্নীতি দমন শাখার প্রধান অ্যালেক্স মার্শাল দাবি করেছেন, জুয়াড়িদের থেকে সুযোগ সুবিধা নিয়েছেন স্যামুয়েলস। সেসব কথা গোপন করেছেন।
advertisement
আরও পড়ুন- Sara Tendulkar: সারা তেন্ডুলকর রেগে আগুন হয়ে সোশ্যাল মিডিয়ায়, তারপরেই যা হল..
২০২০ সালে ক্রিকেট থেকে অবসর নেন স্যামুয়েলস। তার আগে ইডেনে ২০১৬-র বিশ্বকাপ ফাইনালে দুরন্ত পারফর্ম করেছিলেন তিনি। তাঁকে চেনেন না এমন ক্রিকেটপ্রেমী খুঁজে পাওয়া মুশকিল।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
November 23, 2023 4:29 PM IST