New Coach Of Indian Cricket Team: সরছেন রাহুল দ্রাবিড়! ঠিক হয়ে গেল টিম ইন্ডিয়ার নতুন কোচ
- Written by: ERON ROY BURMAN
- news18 bangla
- Published by:Sudip Paul
Last Updated:
New Coach Of Indian Cricket Team: সদ্য সমাপ্ত বিশ্বকাপের পর শেষ হয়েছে সেই চুক্তির মেয়াদ। এরপর আর টিম ইন্ডিয়ার কোচের হট সিটে রাহুল দ্রাবিড়কে আরদ দেখা যাবে কিনা তা নিয়ে একটি জল্পনা চলছিল। অবশেষে টিম ইন্ডিয়ার পরবর্তী কোচ হতে চলেছে তা একপ্রকার ঠিক করে ফেলল বিসিসিআই।
কলকাতা: রবি শাস্ত্রী পরবর্তী জমানায় ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব নিয়েছিলেন রাহুল দ্রাবিড়। ২ বছরের চুক্তিতে রোহিত শর্মা-বিরাট কোহলিদের হেড স্যার হয়েছিলেন তিনি। সদ্য সমাপ্ত বিশ্বকাপের পর শেষ হয়েছে সেই চুক্তির মেয়াদ। এরপর আর টিম ইন্ডিয়ার কোচের হট সিটে রাহুল দ্রাবিড়কে আর দেখা যাবে কিনা তা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে টিম ইন্ডিয়ার পরবর্তী কোচ কে হতে চলেছে তা একপ্রকার ঠিক করে ফেলেছে বিসিসিআই।
রাহুল দ্রাবিড়ের পর কে কোচ হতে পারে ভারতীয় দলের সেই তালিকায় উঠে আসছিল একাধিক নাম। ভিভিএস লক্ষ্মণ, অনিল কুম্বলে, বীরেন্দ্র সেওয়াগরা ছিল দৌড়ে। বোর্ড সূত্রে খবর, ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী কোচ হচ্ছেন ভিভিএস লক্ষ্মণ। রাহুল দ্রাবিড় নতুন করে চুক্তি বাড়াতে আগ্রহী নয় বলে খবর। রাহুলের সঙ্গে কথা বলবে বিসিসিআই। তবে এখনও পর্যন্ত চুক্তি বাড়াতে রাজি নন রাহুল। ফলে ভিভিএস লক্ষ্মণের হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পাওয়া শুধু সময়ের অপেক্ষা।
advertisement
বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্বে রয়েছেন ভিভিএস লক্ষ্মণ। রাহুল দ্রাবিড়ও কোচ হওয়ার আগে এনসিএ-র দায়িত্বে ছিলেন। বোর্ড সূত্রে যা খবর, তাতে দক্ষিণ আফ্রিকা সফর থেকে পূর্ণ সময়ের ভারতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিতে চলেছেন লক্ষ্মণ। তবে শেষবারের মত রাহুল দ্রাবিড়ের সঙ্গে আরও একবার কথা বলতে পারে বিসিসিআই।
advertisement
advertisement
প্রসঙ্গত, রাহুল দ্রাবিড় কোচ থাকাকালীন যখন বিশ্রামে গিয়েছেন তখন কোচোর দায়িত্ব সামলেছেন ভিভিএস লক্ষ্মণ। আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ় এবং নিউ জ়িল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ, ওয়েস্ট ইন্ডিজ সফরে অন্তর্বর্তিকালীন কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। এবার দ্রাবিড় যুগের পর ভারতীয় দলে শুরু হতে চলেছে লক্ষ্মণ জমানার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 23, 2023 1:01 PM IST









