New Coach Of Indian Cricket Team: সরছেন রাহুল দ্রাবিড়! ঠিক হয়ে গেল টিম ইন্ডিয়ার নতুন কোচ

Last Updated:

New Coach Of Indian Cricket Team: সদ্য সমাপ্ত বিশ্বকাপের পর শেষ হয়েছে সেই চুক্তির মেয়াদ। এরপর আর টিম ইন্ডিয়ার কোচের হট সিটে রাহুল দ্রাবিড়কে আরদ দেখা যাবে কিনা তা নিয়ে একটি জল্পনা চলছিল। অবশেষে টিম ইন্ডিয়ার পরবর্তী কোচ হতে চলেছে তা একপ্রকার ঠিক করে ফেলল বিসিসিআই।

টিম ইন্ডিয়ার পরবর্তী কোচ ঠিক করে ফেলেছে বিসিসিআই
টিম ইন্ডিয়ার পরবর্তী কোচ ঠিক করে ফেলেছে বিসিসিআই
কলকাতা: রবি শাস্ত্রী পরবর্তী জমানায় ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব নিয়েছিলেন রাহুল দ্রাবিড়। ২ বছরের চুক্তিতে রোহিত শর্মা-বিরাট কোহলিদের হেড স্যার হয়েছিলেন তিনি। সদ্য সমাপ্ত বিশ্বকাপের পর শেষ হয়েছে সেই চুক্তির মেয়াদ। এরপর আর টিম ইন্ডিয়ার কোচের হট সিটে রাহুল দ্রাবিড়কে আর দেখা যাবে কিনা তা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে টিম ইন্ডিয়ার পরবর্তী কোচ কে হতে চলেছে তা একপ্রকার ঠিক করে ফেলেছে বিসিসিআই।
রাহুল দ্রাবিড়ের পর কে কোচ হতে পারে ভারতীয় দলের সেই তালিকায় উঠে আসছিল একাধিক নাম। ভিভিএস লক্ষ্মণ, অনিল কুম্বলে, বীরেন্দ্র সেওয়াগরা ছিল দৌড়ে। বোর্ড সূত্রে খবর, ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী কোচ হচ্ছেন ভিভিএস লক্ষ্মণ। রাহুল দ্রাবিড় নতুন করে চুক্তি বাড়াতে আগ্রহী নয় বলে খবর। রাহুলের সঙ্গে কথা বলবে বিসিসিআই। তবে এখনও পর্যন্ত চুক্তি বাড়াতে রাজি নন রাহুল। ফলে ভিভিএস লক্ষ্মণের হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পাওয়া শুধু সময়ের অপেক্ষা।
advertisement
বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্বে রয়েছেন ভিভিএস লক্ষ্মণ। রাহুল দ্রাবিড়ও কোচ হওয়ার আগে এনসিএ-র দায়িত্বে ছিলেন। বোর্ড সূত্রে যা খবর, তাতে দক্ষিণ আফ্রিকা সফর থেকে পূর্ণ সময়ের ভারতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিতে চলেছেন লক্ষ্মণ। তবে শেষবারের মত রাহুল দ্রাবিড়ের সঙ্গে আরও একবার কথা বলতে পারে বিসিসিআই।
advertisement
advertisement
প্রসঙ্গত, রাহুল দ্রাবিড় কোচ থাকাকালীন যখন বিশ্রামে গিয়েছেন তখন কোচোর দায়িত্ব সামলেছেন ভিভিএস লক্ষ্মণ। আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ় এবং নিউ জ়িল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ, ওয়েস্ট ইন্ডিজ সফরে অন্তর্বর্তিকালীন কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। এবার দ্রাবিড় যুগের পর ভারতীয় দলে শুরু হতে চলেছে লক্ষ্মণ জমানার।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
New Coach Of Indian Cricket Team: সরছেন রাহুল দ্রাবিড়! ঠিক হয়ে গেল টিম ইন্ডিয়ার নতুন কোচ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement