World Cup 2023: শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে কার্যত সেমিফাইনালে নিউজিল্যান্ড, মাথায় হাত পাকিস্তানের!

Last Updated:

World Cup 2023 New Zealand vs Sri Lanka: শ্রীলঙ্কার বিরুদ্ধে নিউজিল্যান্ডের সহজ জয়ে মাথায় হাত পড়ল পাকিস্তানের। একতরফা ম্যাচে যেভাবে শ্রীলঙ্কাকে দুরমুশ করল নিউজিল্যান্ড তাতে বাবর আজমদের সেমিতে ওঠার আশা কার্যত শেষ হয়ে গেল।

শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে কার্যত সেমিফাইনালে নিউজিল্যান্ড (Photo Courtesy- AP)
শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে কার্যত সেমিফাইনালে নিউজিল্যান্ড (Photo Courtesy- AP)
শ্রীলঙ্কার বিরুদ্ধে নিউজিল্যান্ডের সহজ জয়ে মাথায় হাত পড়ল পাকিস্তানের। একতরফা ম্যাচে যেভাবে শ্রীলঙ্কাকে দুরমুশ করল নিউজিল্যান্ড তাতে বাবর আজমদের সেমিতে ওঠার আশা কার্যত শেষ হয়ে গেল। কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউজদের ৫ উইকেটে ও ২৬ ওভার ৪ বল বাকি থাকতে হারাল ব্ল্যাক ক্যাপসরা। তার ফলে যা সমীকরণ দাঁড়াল পাকিস্তানের পক্ষে একপ্রকার অসম্ভব।
ম্যাচে প্রথমে ব্যাট করে ৪৬.৪ ওভারে ১৭১ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। কুশল পেরেরার ৫১ ও মাহিশ থিকসানার ৩৮ রান ছাড়া কোনও লঙ্কান ব্যাটাব ২০ রানের গণ্ডি টপকাতে পারেনি। কিউদের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন ট্রেন্ট বোল্ট। এছাড়া ২টি করে উইকেট পেয়েছেন লকি ফার্গুসন, মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র।
১৭২ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই মারকাটারি ব্যাটিং শুরু করেন নিউজিল্যান্ড ব্যাটাররা। ডেভন কনওয়ের ৪৫, রাচীন রবীন্দ্রর ৪২ ও ডায়ার্ল মিচেলের ৪৩ রানের ইনিংসের সুবাদে সহজ জয় পায় গত বিশ্বকাপের রানার্সআপরা। ২৩.১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় নিউজিল্যান্ড।
advertisement
advertisement
এই জয়ের ফল ৯ ম্যাচে ৫ জয় নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে থাকল নিউজিল্যান্ড। নেট রানরেট +০.৭৪৩। অপরদিকে, ১ ম্যাচ কম খেলে ৮ ম্যাচে ৪ জয় নিয়ে পাকিস্তানের পয়েন্ট ৮। বাবরদের নেট রানরেট +০.০৩৬। ফলে বাবরদের থেকে অনেকটাই এগিয়ে গেল উইলিয়ামসনরা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
World Cup 2023: শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে কার্যত সেমিফাইনালে নিউজিল্যান্ড, মাথায় হাত পাকিস্তানের!
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement