World Cup 2023: সেমিফাইনালের আগে জোর ধাক্কা ভারতের! অনুশীলনে চোট পেলেন তারকা ব্যাটার
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
World Cup 2023: টানা ৮ ম্যাচ জিতে বিশ্বকাপের লিগ টপার হিসেবে ইতিমধ্যেই সেমিফাইনালে পৌছে গিয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু সেমি ফাইনালের আগে ভারতীয় দলের জন্য খারাপ খবর রয়েছে। ফের চোট পেয়েছেন দলের এক তারকা ক্রিকেটার।
বেঙ্গালুরু: টানা ৮ ম্যাচ জিতে বিশ্বকাপের লিগ টপার হিসেবে ইতিমধ্যেই সেমিফাইনালে পৌছে গিয়েছে টিম ইন্ডিয়া। ১২ তারিখ গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে ভারতীয় দল। সেই ম্যাচের হার-জিতের উপর রোহিত-কোহলিদের শীর্ষস্থান হারানোর কোনও প্রশ্ন নেই। কিন্তু সেমিফাইনালের আগে ভারতীয় দলের জন্য খারাপ খবর রয়েছে। ফের চোট পেয়েছেন দলের এক তারকা ক্রিকেটার।
বিশ্বকাপে ভারতীয় দলের পেস অ্যাটাক স্বপ্নের ফর্মে রয়েছেন। ২২ গজে রীতিমত আগুন ঝরাচ্ছেন জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ। যা সামলাতে রীতিমত হিমসিম খেতে হচ্ছে প্রতিপক্ষের ব্যাটারদের। ভারতীয় পেস ব্যাটারির সামনে যে দলই আসছে খড়কুটোর মত উড়ে যাচ্ছে। ম্যাচের ফর্ম অনুশীলনেও জারি রাখছেন ভারতীয় পেসাররা। আর তাতেই জসপ্রীত বুমরাহের বলে অনুশীলনে চোট পেলেন ঈশান কিশান।
advertisement
নেদারল্যান্ডস ম্যাচের আগে অনুশীলন চলছিল ভারতীয় দলের। নেটে দুরন্ত ছন্দে বোলিং করছিলেন জসপ্রীত বুমরাহ। ব্যাটিং করছিলেন ঈশান কিশান। বুমরাহের বোলিংয়ে সামনে বারবার সমস্যায় পড়ছিলেন তিনি। সেই বুমরাহের একটি বাউন্সার কিষাণের পেটে আঘাত করে। প্রচণ্ড ব্যথায় মাঠেই পড়ে যান ইশান কিষাণ। অনুশীলনও বন্ধ করে দেন।
advertisement
advertisement
তড়িঘড়ি দলের চিকিৎসক ঈশান কিশানের সঙ্গে কথা বলেন ও প্রাথমিক চিকিৎসা করেন। কিছু সময় পর ফের অনুশীলনে যোগ দেন ইশান। তবে তাঁর আঘাতের অবস্থা নিয়ে কোনও আপডেট পাওয়া যায়নি। তবে চোট লাগার পর যেহেতু অনুশীলনে ফিরেছেন ঈশান তাতে আশঙ্কার কোনও কারণ নেই বলেই মনে করা হচ্ছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 09, 2023 4:47 PM IST