মুম্বই: সোমবারই মুম্বইয়ে আয়োজিত হয়েছিল প্রথম উইমেন্স প্রিমিয়ার লিগের মেগা নিলাম। প্রথম মরসুমের পাঁচটি দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, দিল্লি ক্যাপিটালস, গুজরাট টাইটানস, ইউপি ওয়ারিয়র্স ও মুম্বই ইন্ডিয়ান্স গুছিয়ে নিয়েছে তাদের দল। টি-২০ বিশ্বকাপ শেষের সপ্তাহ খানিকের মধ্যেই যে মেয়েদের আইপিএল শুরু হবে তার আভাস আগে থেকেই পাওয়া গিয়েছিল। এবার নিলামের একদিনের মধ্যে প্রতিযোগিতার সূচি ঘোষণা করে দিল বিসিসিআই।
উইমেন্স প্রিমিয়ার লিগ ২০২৩ শুরু হতে চলেছে ৪ মার্চ থেকে। প্রথম দিনই উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্স। মুন্বইয়ের ডিওওয়াই পাটিল স্টেডিয়ামে হবে প্রথম ম্যাচ। দ্বিতীয় দিনেই থাকছে ডাবল হেডার। দুপুর ৩.৩০-এর ম্যাচে মুখোমুখি হবে ব়য়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং দিল্লি ক্যাপিটালস। তারপর রাতের ম্যাচে ৭.৩০-এ মুখোমুখি হবে ইউপি ওয়ারিয়র্স এবং গুজরাট জায়ান্টস। এইভাবে কবে, কখন, কোথায় কোন ম্যাচ খেলা হবে তার বিস্তারিত সূচি নীচে দেওয়া হল।
বিসিসিআইয়ের তরফ থেকে আগেই জানানো হয়েছিব উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম মরসুম পুরোটাই হবে মুম্বইয়ে। ডিওয়াই পাটিল স্টেডিয়াম এবং ব্র্যাবোর্ন স্টেডিয়ামে আয়োজন করা হবে সব ম্যাচ। ডিওয়াই পাটিল এবং ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ১১টি করে ম্যাচ খেলার হবে। মেয়েদের আইপিএলে মোট ২০টি গ্রুপ পর্বের ম্যাচ, ২টি প্লে অফ ও ফাইনাল থাকছে। ২৬শে মার্চ ব্রেবোন স্টেডিয়ামে হবে মেগা ফাইনাল। অর্থাৎ ২২ দিনের মধ্যে শেষ হবে গোটা প্রতিযোগিতা।
আরও পড়ুনঃ WPL 2023: বাবর-শাহিনদের দ্বিগুন টাকা পাচ্ছেন স্মৃতি মন্ধনা, ট্রোল হচ্ছেন পাকিস্তান অধিনায়ক
প্রসঙ্গত, নিলামের পর প্রতিটি ফ্র্যাঞ্চাইজিই তাদের কাজ জোর কদমে শুরু করে দিয়েছে। যেসব প্লেয়াররা টি-২০ বিশ্বকাপ খেলতে ব্যস্ত তাদের বাদ দিয়ে অন্যান্যদের দ্রুত দলের সঙ্গে যোগ দেওয়ানর চেষ্টা চলছে। হাতে সময় কম থাকায় অনুশীলন দ্রুত শুরু করতে চাইছে ফ্র্যাঞ্চাইজিগুলি। সব মিলিয়ে প্রথম উইমেন্স প্রিমিয়ার লিগে এখন মাঠে বল গড়ানোর অপেক্ষা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BCCI, Womens premier league 2023, Wpl 2023