Arjun Tendulkar: ‘ও তো কয়লাই’ সচিনের ছেলেকে নিয়ে এ কী বলে দিলেন যুবরাজ সিংয়ের বাবা

Last Updated:

Arjun Tendulkar: যোগরাজ সুইচ ইউটিউব চ্যানেলে বলেছিলেন, “আমি এমএস ধোনিকে ক্ষমা করব না।

অর্জুন তেন্ডুলকরকে নিয়ে মুখ খুললেন যুবরাজ সিংয়ের বাচ্চা
অর্জুন তেন্ডুলকরকে নিয়ে মুখ খুললেন যুবরাজ সিংয়ের বাচ্চা
কলকাতা: যুবরাজ সিংকে ক্রিকেটার হওয়ার পেছনে যোগরাজ সিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি তাদের প্রশিক্ষণ দিয়েছেন। সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুনও তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন। প্রাক্তন ক্রিকেটার এবং যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং বিস্ফোরক বিবৃতি দেওয়ার জন্য পরিচিত। সম্প্রতি কপিল দেব এবং এমএস ধোনিকে নিয়ে তাঁর মন্তব্য ভাইরাল হয়েছে।
যোগরাজ সুইচ ইউটিউব চ্যানেলে বলেছিলেন, “আমি এমএস ধোনিকে ক্ষমা করব না। আয়নায় তাঁদের মুখ দেখা উচিত। সে অনেক বড় ক্রিকেটার, কিন্তু আমার ছেলের বিরুদ্ধে সে কী করেছে তা এখন প্রকাশ্যে আসছে; এটা জীবনে কখনো ক্ষমা করা যাবে না।” যুবরাজ এবং ধোনি এক দশকেরও বেশি সময় ধরে ভারতীয় দলের সতীর্থ ছিলেন এবং যুবরাজ এক সময়ে ধোনির সহ-অধিনায়ক হিসেবে দায়িত্বও পালন করতেন৷
advertisement
advertisement
২০০৭ সালে রাহুল দ্রাবিড়ের পরে ধোনিকে অধিনায়কত্ব দেওয়া হয়েছিল, যখন যুবরাজও দ্রাবিড়ের সহ-অধিনায়ক ছিলেন সাধারণ হিসেবে সহ অধিনায়ক থেকে অধিনায়ক হওয়ার জন্য প্রথম পছন্দ হওয়ার কথা যুবরাজ সিংয়ের ছিল, কিন্তু  সে সময়ে তিনি অধিনায়ক হতে পারেননি৷ নির্বাচকরা মহেন্দ্র সিং ধোনিকে অধিনায়ক করে দেন৷
advertisement
যুবরাজ সিংকে ক্রিকেটার হওয়ার পেছনে যোগরাজ সিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি তাঁদের প্রশিক্ষণ দিয়েছেন। সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুনও তাঁর কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন।
advertisement
একই সাক্ষাত্কারে তাঁকে জিজ্ঞাসা করা হয়, “অর্জুন তেন্ডুলকরের আপনার কাছে প্রশিক্ষণের জন্য এসেছিলেন। আপনি তার ভবিষ্যত কীভাবে দেখেন?”
“তুমি কি কয়লা খনিতে হিরে দেখেছ? এটি কয়লা, এটি একটি পাথর, যদি আপনি এটি একটি ভাস্করের হাতে দেন তবে এটি বিশ্বের কাছে কোহিনূর হয়ে যায়। (এটি কয়লা যা পাথর হয়) খনি কিন্তু ডান হাতে রাখলে কোহিনূর হয়ে যায়।’’
advertisement
তিনি  আরও বলেন,  এই অমূল্য. কিন্তু একই হিরে যদি এমন ব্যক্তির কাছে পৌঁছায় যে তার মূল্য জানে না, তবে সে তা ধ্বংস করে দেয়। ’’
এদিকে যুবরাজ সিং নিজের বাবাকে নিয়ে বলেছেন, ‘‘আমি বলি না যে আমার বাবা খুব মহান চরিত্র৷’ তিনি আরও বলেন ‘আমার বাবার হাতে জাদু আছে, উনি আমায় বানিয়েছেন আজ আমি যা৷ ’
advertisement
যোগরাজ সিং বলেন, ‘প্রথমে আমায় গালি দিত, হিটলার, ড্রাগন সিং আমি আমার বাবাকে ঘেন্না করি৷ আমার বাড়িতে সবই আমায় ঘেন্না করে, আমার আত্মীয়স্বজনরা বলে আমার বাবা হওয়া উচিত হয়নি৷’
তিনি আরও বলেন, ‘কিন্তু ও ওঁর নিজের রাস্তায় চলে, ভগবান কৃষ্ণের দয়ায় আপনারা যুবরাজ সিংকে পেয়েছেন৷’
বাংলা খবর/ খবর/খেলা/
Arjun Tendulkar: ‘ও তো কয়লাই’ সচিনের ছেলেকে নিয়ে এ কী বলে দিলেন যুবরাজ সিংয়ের বাবা
Next Article
advertisement
Birbhum News: তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
  • সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল পরিচয়, তারপর গড়ে ওঠে গভীর প্রেম। সেই সম্পর্কের বাঁধন এবার রূপ নিল বিবাহে। বীরভূমের দুবরাজপুরে শিব মন্দিরে সাতপাক ঘুরে নয়, সিঁথিতে সিঁদুর পরিয়ে পরস্পরের জীবনসঙ্গী হলেন দুই মহিলা৷

VIEW MORE
advertisement
advertisement