Vihaan Malhotra: তার স্পিনের ছোবলেই কুপকাত হয়েছে বাংলাদেশ! কে এই বিহান মালহোত্রা? নতুন ম্যাচ উইনার পেল ভারত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Vihaan Malhotra: ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন বিহান মালহোত্রা। ১৪ রান দিয়ে ৪ উইকেট নিয়ে তিনি বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন।
ভারত ও বাংলাদেশের মধ্যকার সাম্প্রতিক টানাপোড়েনের আবহে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচটি ছিল বিশেষভাবে উত্তেজনাপূর্ণ। ম্যাচ শুরুর আগেই উত্তাপ ছড়ায়, বিশেষ করে টসের সময় ভারতীয় অধিনায়ক আয়ুষ মাত্রে যখন বাংলাদেশের অধিনায়কের সঙ্গে হাত মেলাননি। এই ঘটনা দুই দলের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাকে আরও তীব্র করে তোলে। মাঠের বাইরের এই উত্তেজনা মাঠের খেলায়ও স্পষ্টভাবে প্রতিফলিত হয়।
প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় দল ভালো শুরু করতে পারেনি। তবে বৈভব সূর্যবংশীর ৭২ রান এবং অভিজ্ঞান কুন্ডুর গুরুত্বপূর্ণ ৮০ রানের সুবাদে ভারত নির্ধারিত ওভারে ২৩৮ রানের লড়াই করার মতো স্কোর গড়ে তোলে। এই জুটি ভারতীয় দলকে ম্যাচে ফেরার সুযোগ এনে দেয়। মাঝের ওভারে সংযত ব্যাটিং এবং শেষের দিকে রান তোলাই ভারতের বড় পুঁজি হয়ে দাঁড়ায়।
advertisement
বৃষ্টির কারণে বাংলাদেশের সামনে লক্ষ্য সংশোধিত হয়ে দাঁড়ায় ২৯ ওভারে ১৬৫ রান। শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। এক সময় স্কোরবোর্ডে যখন ১০৬/২, তখন মনে হচ্ছিল ম্যাচ তাদের হাতের মুঠোয়। ঠিক সেই মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ভারতের বিহান মালহোত্রা। তিনি প্রথমে কালাম সিদ্দিকি আলিনকে আউট করেন এবং এরপর ধারাবাহিকভাবে আরও তিনটি উইকেট তুলে নেন।
advertisement
advertisement
Vihaan Malhotra is the Player of the Match for his fantastic spell 🙌
India U19 clinch a thriller by 18 runs (DLS Method) to make it 2⃣ wins out of 2⃣ 👌
Scorecard ▶️ https://t.co/8P6KxkszO5#U19WorldCup pic.twitter.com/uEen5eU9X3
— BCCI (@BCCI) January 17, 2026
advertisement
ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন বিহান মালহোত্রা। ১৪ রান দিয়ে ৪ উইকেট নিয়ে তিনি বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন। শেষ পর্যন্ত বাংলাদেশ ১৪৬ রানেই অলআউট হয়ে যায় এবং ভারত ১৮ রানে ম্যাচ জিতে নেয়। এই জয় ভারতের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি মালহোত্রাকে ম্যাচের নায়কে পরিণত করে।
advertisement
২০০৭ সালের ১ জানুয়ারি পাতিয়ালায় জন্ম নেওয়া বিহান মালহোত্রা বর্তমানে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের সহ-অধিনায়ক। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি আগ্রহী এই বাঁহাতি ব্যাটসম্যান প্রশিক্ষণ নিয়েছেন ক্রিকেট হাব অ্যাকাডেমিতে। বিরাট কোহলিকে আদর্শ মানা বিহান ইতিমধ্যেই একাধিক আন্তর্জাতিক যুব টুর্নামেন্টে নিজের প্রতিভার ছাপ রেখেছেন। এই ম্যাচে তাঁর অলরাউন্ড অবদান ভবিষ্যতের জন্য ভারতের বড় আশার আলো হয়ে উঠল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 18, 2026 2:29 PM IST










