KKR vs DC: কে এই সুন্দরী! কেকেআরের ম্যাচের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় খোঁজ শুরু
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Mystery Girl In Kkr vs Dc match: বারবার ক্যামেরা ধরছিল তাঁকে। কে এই সুন্দরী জানেন?
মুম্বাই: আইপিএল ২০২২-এ দর্শকরা প্রতিদিনই উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখতে পাচ্ছেন। দিল্লি ক্যাপিটালস দুদিন আগে কেকেআরকে ৪৪ রানে হারিয়েছে। কুলদীপ যাদব ওই ম্যাচে দিল্লি ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত বোলিং করেছিলেন। ওই ম্যাচে এক সুন্দরীর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালসের ম্যাচের দিন ক্যামেরা বারবার ধরছিল সেই সুন্দরী মহিলাকে। তাঁর ছবি ক্যামেরায় ধরা পড়ার পর তা ভাইরাল হয়েছে। রবিবার সন্ধ্যায় ম্যাচ চলাকালীন উমেশ যাদবকে কুলদীপ যাদব আউট করতেই ক্যামেরায় ধরা পড়ে সেই মিস্ট্রি গার্লের ছবি।
আরও পড়ুন- নম্র হতে শিখুন! শামির সঙ্গে দুর্ব্যবহারে রোষের মুখে হার্দিক পান্ডিয়া
সাদা টপ পরা মেয়েটি কে, তা প্রথমে জানা যায়নি। পরে জানা যায়, তিনি পেশায় অভিনেত্রী আরতি বেদী। টুইটারে অনেকেই আরতিকে আইপিএল ২০২২-এর নতুন মিস্ট্রি গার্ল হিসেবে ঘোষণা করেছেন।
advertisement
advertisement
ওই ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন কুলদীপ যাদব। চার ওভারে ৩৫ রানে ৪ উইকেট নেন তিনি। তাঁর ঘাতক বোলিংয়ে দিল্লি ক্যাপিটালস ৪৪ রানে জয় পায়। স্লো বলে উইকেট নেন কুলদীপ। তবে কেকেআর ব্যাটসম্যানদের অবাধে স্ট্রোক খেলতে দেননি তিনি।
Love you Cameraman #IPL2022 #KKRvsDC pic.twitter.com/8cikKRxf6q
— Dinesh Lilawat (@ImDsL45) April 10, 2022
advertisement
Who's She
— VK18™🇱🇰ᅠᅠᅠᅠᅠᅠᅠᅠ (@vk18fansl) April 10, 2022
Cameraman Constantly Showing Her pic.twitter.com/BJWePAIAbX
টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, অধিনায়ক ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল এবং শার্দুল ঠাকুরের দুর্দান্ত ইনিংসে দিল্লি ক্যাপিটালস ২১৫ রান করে।
advertisement
আরও পড়ুন- আইপিএল ছেড়ে লঙ্কান ক্রিকেটারদের প্রতিবাদে সামিল হতে বললেন রনতুঙ্গা
কলকাতার হয়ে বড় ইনিংস খেলতে পারেননি কোনো ব্যাটসম্যান। কেকেআরের হয়ে অধিনায়ক শ্রেয়াস আইয়ার করেন ৫৪ রান। কলকাতার পুরো দল ১৭১ রানে অলআউট হয়ে যায়। যার ফলে দিল্লি ক্যাপিটালস ম্যাচটি ৪৪ রানে জিতে যায়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 12, 2022 7:23 PM IST