Hardik Pandya on Shami : নম্র হতে শিখুন! শামির সঙ্গে দুর্ব্যবহারে রোষের মুখে হার্দিক পান্ডিয়া

Last Updated:

Cricket fans slams Hardik Pandya for rude behaviour with Mohammed Shami. শামির ওপর রাগ দেখিয়ে দর্শকদের গালাগাল খেলেন হার্দিক পান্ডিয়া

শামির ওপর রাগ দেখিয়ে দর্শকদের গালাগাল খেলেন হার্দিক পান্ডিয়া
শামির ওপর রাগ দেখিয়ে দর্শকদের গালাগাল খেলেন হার্দিক পান্ডিয়া
#মুম্বই: তার ব্যক্তিগত পারফরম্যান্সের ওপর বিসিসিআই কর্তাদের আলাদা নজর থাকবে ভালোমতোই জানেন হার্দিক পান্ডিয়া। টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি দলে থাকবেন কিনা নির্ভর করছে আইপিএলের পারফরমেন্সের ওপর। মাঠে ইদানীং মেজাজ হারাচ্ছেন হার্দিক পান্ডিয়া। খেলায় পরিস্থিতির চাপে দু-একবার এমন হতে পারে, তাই বলে মাঝেমধ্যেই এমন হলে এবং সেটাও যদি হয় সিনিয়র কোনো খেলোয়াড়ের সঙ্গে? ভক্তরা তাই খানিকটা আচরণের পাঠ দিয়েছেন ভারতীয় অলরাউন্ডারকে।
আইপিএলে গুজরাত টাইটানসের এই অধিনায়ককে ক্রিকেটপ্রেমীরা মনে করিয়ে দিয়েছেন, বড়দের সঙ্গে বাজে আচরণ বেয়াদবির শামিল। আইপিএলে কাল গুজরাতকে ৮ উইকেটে হারায় সানরাইজার্স হায়দরাবাদ। আগে তিন ম্যাচ জেতার পর গুজরাতের এটাই প্রথম হার। হারের সময় সতীর্থের বাজে পারফরম্যান্সের কারণে মেজাজ হারালেও তবু মানা যেত। সানরাইজার্স ১৬২ রান তাড়া করার সময় তাঁদের ইনিংসের ১৩তম ওভারে বল করতে আসেন পান্ডিয়া।
advertisement
advertisement
জয়ের জন্য তখন ৪৮ বলে ৮১ রান দরকার সানরাইজার্সের। অর্থাৎ ম্যাচে ভালভাবে টিকে ছিল দুই দলই। কিন্তু সানরাইজার্স অধিনায়ক কেইন উইলিয়ামসনের কাছে ওই ওভারেই টানা দুই ছক্কা হজম করেন পান্ডিয়া। ওভারের শেষ বলে রাহুল ত্রিপাঠি থার্ড ম্যানে ক্যাচ তোলেন। গুজরাত পেসার মহম্মদ শামি একটু আগে থেকে এগিয়ে এলে ক্যাচটা নেওয়া যেত। কিন্তু তা না করে বাউন্ডারি ঠেকানোই বেশি নিরাপদ মনে হয়েছে ভারতীয় তারকার।
advertisement
এতেই ক্ষেপে যান পান্ডিয়া। মাঠেই চিৎকার করে কিছু একটা বলেন শামিকে। এই দৃশ্য ভাল লাগেনি ভারতীয় ক্রিকেটের সমর্থকদের। সামাজিক যোগাযোগমাধ্যমে পান্ডিয়ার সমালোচনা হয়েছে তুমুল। ভারত জাতীয় দলে পান্ডিয়ার তুলনায় শামি সিনিয়র ক্রিকেটার। দলকে সাফল্য এনে দেওয়ার পরিসংখ্যানেও শামির চেয়ে পিছিয়ে থাকবেন পান্ডিয়া।
টুইটে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা এ কথাই মনে করিয়ে দিয়েছেন গুজরাত অধিনায়ককে। এক ভক্ত লিখেছেন, প্রিয় হার্দিক, তুমি বাজে অধিনায়ক। সতীর্থদের সঙ্গে চিৎকার করা বন্ধ কর, বিশেষ করে, শামির মতো সিনিয়র কারও সঙ্গে।আরেকজনের টুইট, হার্দিক পান্ডিয়ার মহম্মদ শামির সঙ্গে চিৎকার করার দৃশ্যটি অসম্মানজনক। শামি ভারত জাতীয় দলের জন্য যা করেছে, পান্ডিয়া তার অর্ধেকও করতে পারেনি।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Hardik Pandya on Shami : নম্র হতে শিখুন! শামির সঙ্গে দুর্ব্যবহারে রোষের মুখে হার্দিক পান্ডিয়া
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement