ওয়াসিম আক্রম বলে দিলেন, বিশ্বের সর্বকালের সেরা ব্যাটার কে? সচিন, বিরাট, লারা নয়!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Wasim Akram: এবার AmeriCricketTV-কে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াসিম ঘোষণা করলেন বিশ্ব ক্রিকেটের সেরা ব্যাটসম্যানের নাম। সাক্ষাৎকারে ওয়াসিম কিন্তু সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, ব্রায়ান লালা, জাভেদ মিয়াঁদাদ এবং ভিভিয়ান রিচার্ডস সম্পর্কে কথা বলেছেন।
কলকাতা: পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার ওয়াসিম আক্রম জানিয়ে দিলেন, ক্রিকেট বিশ্বের সর্বকালের সেরা ব্যাটার কে! যখনই তিনি ক্রিকেট নিয়ে কোনও বক্তব্য রাখেন, তখনই তিনি বেশ স্টেপ আউট করে খেলেন।
এবার AmeriCricketTV-কে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াসিম ঘোষণা করলেন বিশ্ব ক্রিকেটের সেরা ব্যাটসম্যানের নাম। সাক্ষাৎকারে ওয়াসিম কিন্তু সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, ব্রায়ান লালা, জাভেদ মিয়াঁদাদ এবং ভিভিয়ান রিচার্ডস সম্পর্কে কথা বলেছেন।
আরও পড়ুন- কেন ওজন বেড়েছিল? জানালেন ভিনেশ ফোগট, আজ রাতে রুপো জয়ের সম্ভাবনা!
সাক্ষাত্কারে, ওয়াসিমকে সর্বকালের সেরা ব্যাটসম্যান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি সরাসরি বলেন, “আমার কাছে ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটসম্যান হলেন ভিভিয়ান রিচার্ডস।”
advertisement
advertisement
সুইংয়ের সুলতান ওয়াসিম আরও বলেন, “আটের দশকে ভিভিয়ান বিস্ময়কর কাজ করেছিল। যদিও ক্রিকেটে অনেক গ্রেট আছে, কিন্তু আমার কাছে ব্যক্তিগত সেরা ভিভিয়ান রিচার্ডস।”
আরও পড়ুন- নীরজ চোপড়ার বাড়ি এত সুন্দর! দেখুন এই ভিডিও, অলিম্পিক্সে পদকজয়ীর অন্দরমহল
আরও বলেন, “আমি ৮০-৯০-এর দশকে আমার কেরিয়ার শুরু করি। ৮৫-৮৬ সালে আমার বয়স ছিল ১৭ বছর, তখন আমি পাকিস্তানের হয়ে খেলছি। আমি বিশ্বের সেরা খেলোয়াড়দের সাথে ক্রিকেট খেলেছি। সুনীল গাভাসকর, অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডার, আমি তাদের সবার বিরুদ্ধে ক্রিকেট খেলেছি। কিন্তু আমার মাথায় শুধু একটি নাম আসে, ভিভ আমার কাছে বিশ্ব ক্রিকেটের সেরা ব্যাটসম্যান।
advertisement
এছাড়া নব্বই দশকের ক্রিকেটারদের নিয়েও কথা বলেছেন ওয়াসিম। তিনি বলেছেন, “আমি সচিন তেন্ডুলকরের বিরুদ্ধে ক্রিকেট খেলেছি। ওয়াহ ভাইদের বিপক্ষে, ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারার বিপক্ষে খেলেছি। এই মুহূর্তে আমি আরও কিছু খেলোয়াড়ের নাম ভুলে যাচ্ছি কিন্তু তারাও দুর্দান্ত ছিল।
ওয়াসিম আক্রম আরও বলেন, যদি পাকিস্তানের কথা বলি, জাভেদ মিয়াঁদাদ আমার কাছে সর্বকালের সেরা ব্যাটসম্যান। এই ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করাটা আমার জন্য স্বপ্নপূরণের চেয়ে কম ছিল না।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 14, 2024 3:03 PM IST