হোম /খবর /খেলা /
অবসর নেননি এখনও, মন্ত্রী মনোজ তিওয়ারির ক্রিকেটার হিসাবে ভবিষ্যত্ কী?

Bengal Cricket: অবসর নেননি এখনও, মন্ত্রী মনোজ তিওয়ারির ক্রিকেটার হিসাবে ভবিষ্যত্ কী?

তিনি এখন মন্ত্রী। এদিকে, বাংলা দলও প্র্যাকটিসে নামল বলে! ক্রিকেটার মনোজ তিওয়ারিকে কি আর মাঠে পাওয়া যাবে!

  • Share this:
#কলকাতা: তিনি এখন রাজনীতিবিদ। রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী। ক্রিকেটকে গুডবাই না জানালেও চরম ব্যস্ততায় সেভাবে অনুশীলন করা হচ্ছে না বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারির। আসন্ন মরশুমে বাংলার হয়ে কি ফের মাঠে নামবেন মনোজ? কি হবে ক্রিকেটার মনোজের ভবিষ্যৎ? সিএবিতে কান পাতলে শোনা যাচ্ছে, মন্ত্রী মনোজকে আর ক্রিকেট মাঠে ব্যাট হাতে পাওয়া মুশকিল। তাই প্রাক্তন অধিনায়ককে নিয়ে বিকল্প পরিকল্পনা রয়েছে বঙ্গ ক্রিকেট কর্তাদের।  কোচ এবং সাপোর্ট স্টাফ চূড়ান্ত না হলেও আগামী সপ্তাহ থেকেই অনুশীলনে নামছে বাংলা ক্রিকেট দল। প্রাথমিকভাবে ঠিক রয়েছে  ১৫ জুলাই থেকে শুরু হবে অনুশীলন।অনুশীলনের আগে বাংলার প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হবে। ৩৫-৪০ জন ক্রিকেটার নিয়ে তৈরি হতে পারে এই স্কোয়াড। শুরুতে ফিজিক্যাল ফিটনেসে জোর দেওয়া হবে। তবে স্কোয়াড ঘোষণা করার আগে চলতি সপ্তাহে দলের কোচিং স্টাফ নির্বাচন হবে। তারপর সেই কোচিং স্টাফ নির্বাচক কমিটির সঙ্গে বৈঠকে বসে ঠিক হবে ক্রিকেটারদের নাম। ঠিক করা হয়েছে জুনিয়ার ক্রিকেটারদের আসন্ন মরশুমে সুযোগ দেওয়া হবে। নাম নয়, পারফরম্যান্সই চূড়ান্ত মাপকাঠি সুযোগ পাওয়ার ব্যাপারে। তবে সিএবি তরফে খবর, সম্ভবত এই স্কোয়াডে থাকবেন না মন্ত্রী মনোজ তিওয়ারি। এখনও অবসর না নিলেও ভোটে জিতে মন্ত্রী হওয়া মনোজের পক্ষে আর ক্রিকেট মাঠে নামা সম্ভব নয় বলেই মনে করেন সিএবি কর্তাদের একাংশ।ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলানো মনোজের পক্ষে এখন ক্রিকেট মাঠে কমিটমেন্ট পূরণ করা সম্ভব নয় বলে মনে করেন কর্তারা। তবে এক কর্তার দাবি, মনোজ চাইলে তাঁর জন্য ফেয়ারওয়েল ম্যাচের আয়োজন করা হতে পারে। তবে এখনো পর্যন্ত মনোজ এই নিয়ে সিএবি সঙ্গে কোনো কথা বলেনি। গত মরশুমে চোট পাওয়ার পর ক্রিকেট মাঠে আর ফেরা হয়নি মনোজের। হাঁটুর চোট সেরে গেলেও তার পর থেকে আর সেভাবে অনুশীলন করতে পারেননি প্রাক্তন অধিনায়ক। উল্টে বিগত তিন-চার মাস ধরে রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন মনোজ। বিধানসভা ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। একাধিক গুরুদায়িত্ব রয়েছে। তাই এবার সত্যিকারেরই ২২ গজকে বিদায় জানাতে পারেন প্রাক্তন ভারতীয় তারকা। মন্ত্রী হওয়ার পর মনোজ নিজে জানিয়েছিলেন, ক্রিকেট থেকে সরে আসার ব্যাপারে তাঁর নির্দিষ্ট প্ল্যান রয়েছে। তবে সেটা এখনই জানাতে চান না।
Published by:Suman Majumder
First published:

Tags: Bengal Cricket, Bengal Cricket Team, Manoj Tiwari