মেসির মুখে এ কী ভাষা! লাইভ সাক্ষাৎকারের সময় ডাচ প্লেয়ারকে উদ্দেশ্য করে অশ্রাব্য কথা,রইল ভিডিও
- Published by:Debalina Datta
Last Updated:
লিওনেল মেসির এইরকম রূপ বড় একটা দেখেননি ফ্যানরা, তাই ঝড়ের গতিতে হচ্ছে ভাইরাল হচ্ছে ভিডিও
#কলকাতা: বাপ রে বাপ! এটা ছাড়া আর বলি কী করে, আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস লড়াইয়ের উত্তাপ বল পায়ে মাঠের পর ছড়াল মাঠের বাইরে৷ কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস ম্যাচ নির্ধারিত সময় খেলার ফল ছিল ২-২৷ তারপর রুদ্ধশ্বাস পেনাল্টিতে খেলার চূড়ান্ত ফলাফল নির্ধারিত হয়৷ মাঠের উত্তেজনা ছড়িয়ে পড়ে ফুটবলারদের মধ্যেও৷ এদিনের ম্যাচে মোট ১৫ টি কার্ড দেখানো হয়৷ দুপক্ষের প্লেয়াররাই একে অপরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছিলেন, কখনও মৌখিক কখনও আবার সেই সীমাও পেরিয়ে দৈহিক আক্রমণও শানাচ্ছিলেন ফুটবল প্লেয়াররা৷
পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে লিওনেল মেসিও নিজের মেজাজ হারান৷ এমনকি মেসির মুখ অশ্রাব্য গালাগালিও বেরিয়ে আসে৷
advertisement
এদিনের ম্যাচে ৪-৩ পেনাল্টি শ্যুটআউটে মেসিরা জিতলেও নেদারল্যান্ডসের বিরুদ্ধেও কিছুতেও ক্ষোভ কমছিল না৷ এমনকি মেসি একটি লাইভ টিভি চ্যানেলে ইন্টারভিউ দেওয়ার সময়েও নেদারল্যান্ডস ক্যাম্পের কোনও একজন প্লেয়ারের দিকে অশ্রাব্য কথার তির ছুঁড়ে দেন৷
advertisement
রইল সেই ভাইরাল ভিডিও (Viral Video)
Messi 🤬😂
“Que miras bobo” “What are you looking at you fool” #WorldCup pic.twitter.com/T9eItrMihX — Sacha Pisani (@Sachk0) December 9, 2022
‘‘হোয়াট আর ইউ লুকিং অ্যাট ইউ ইডিয়ট !’’ এরপর আরও দুটো অশ্রাব্য গালাগালিও বেরোয় মেসির মুখ থেকে৷ পুরো কথোপকথনটি হয় মেসি একটি ইন্টারভিউ দেওয়ার সময়৷
advertisement
"QUE MIRAS BOBO": Por una consulta de Lionel Messi pic.twitter.com/LHBGMtfgoP
— ¿Por qué es tendencia? (@porquetendencia) December 9, 2022
শুধু এটুকু বলেই থামেননি তিনি৷ আর্জেন্টাইন তারকা ডাচ কোচ লুই ফান গলের বিরুদ্ধেও তীব্র আক্রমণ শানান৷ তিনি ডাচ কোচকে শ্রদ্ধার অভাবের জন্য কথা শোনান তিনি৷
advertisement
তিনি সাক্ষাৎকারে বলেন, ‘‘আমার মনে হয় ফান গল আমায় অশ্রদ্ধা করেছিলেন ম্যাচের আগের মন্তব্যে৷ কিছু নেদারল্যান্ডের প্লেয়ার ম্যাচ চলাকালীন প্রচুর কথা বলছিল৷ ’’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 11, 2022 11:53 AM IST