মেসির মুখে এ কী ভাষা! লাইভ সাক্ষাৎকারের সময় ডাচ প্লেয়ারকে উদ্দেশ্য করে অশ্রাব্য কথা,রইল ভিডিও

Last Updated:

লিওনেল মেসির এইরকম রূপ বড় একটা দেখেননি ফ্যানরা, তাই ঝড়ের গতিতে হচ্ছে ভাইরাল হচ্ছে ভিডিও

'What are you looking at, idiot' said to messi but he gave a fiery verbal reply -Photo- AP
'What are you looking at, idiot' said to messi but he gave a fiery verbal reply -Photo- AP
#কলকাতা: বাপ রে বাপ! এটা ছাড়া আর বলি কী করে, আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস লড়াইয়ের উত্তাপ বল পায়ে মাঠের পর ছড়াল মাঠের বাইরে৷ কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস ম্যাচ নির্ধারিত সময় খেলার ফল ছিল ২-২৷ তারপর রুদ্ধশ্বাস পেনাল্টিতে খেলার চূড়ান্ত ফলাফল নির্ধারিত হয়৷ মাঠের উত্তেজনা ছড়িয়ে পড়ে ফুটবলারদের মধ্যেও৷ এদিনের ম্যাচে মোট ১৫ টি কার্ড দেখানো হয়৷ দুপক্ষের প্লেয়াররাই একে অপরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছিলেন, কখনও মৌখিক কখনও আবার সেই সীমাও পেরিয়ে দৈহিক আক্রমণও শানাচ্ছিলেন ফুটবল প্লেয়াররা৷
পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে লিওনেল মেসিও নিজের মেজাজ হারান৷ এমনকি মেসির মুখ অশ্রাব্য গালাগালিও বেরিয়ে আসে৷
advertisement
এদিনের ম্যাচে ৪-৩ পেনাল্টি শ্যুটআউটে মেসিরা জিতলেও নেদারল্যান্ডসের বিরুদ্ধেও কিছুতেও ক্ষোভ কমছিল না৷ এমনকি মেসি একটি লাইভ টিভি চ্যানেলে ইন্টারভিউ দেওয়ার সময়েও নেদারল্যান্ডস ক্যাম্পের কোনও একজন প্লেয়ারের দিকে অশ্রাব্য কথার তির ছুঁড়ে দেন৷
advertisement
রইল সেই ভাইরাল ভিডিও (Viral Video)
‘‘হোয়াট আর ইউ লুকিং অ্যাট ইউ ইডিয়ট !’’ এরপর আরও দুটো অশ্রাব্য গালাগালিও বেরোয় মেসির মুখ থেকে৷ পুরো কথোপকথনটি হয় মেসি একটি ইন্টারভিউ দেওয়ার সময়৷
advertisement
শুধু এটুকু বলেই থামেননি তিনি৷ আর্জেন্টাইন তারকা ডাচ কোচ লুই ফান গলের বিরুদ্ধেও তীব্র আক্রমণ শানান৷ তিনি ডাচ কোচকে শ্রদ্ধার অভাবের জন্য কথা শোনান তিনি৷
advertisement
তিনি সাক্ষাৎকারে বলেন, ‘‘আমার মনে হয় ফান গল আমায় অশ্রদ্ধা করেছিলেন ম্যাচের আগের মন্তব্যে৷ কিছু নেদারল্যান্ডের প্লেয়ার ম্যাচ চলাকালীন প্রচুর কথা বলছিল৷ ’’
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মেসির মুখে এ কী ভাষা! লাইভ সাক্ষাৎকারের সময় ডাচ প্লেয়ারকে উদ্দেশ্য করে অশ্রাব্য কথা,রইল ভিডিও
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement