ধান কাটা শুরু হতেই জমিতে মিলল বোমা ভর্তি জার, চক্ষু চড়কগাছ সকলের
- Published by:Debalina Datta
- Written by:Saradindu Ghosh
Last Updated:
এলাকার বাসিন্দারা বলছেন, কিছুদিন আগেই ধান জমির ভেতরে এই বোমা ভর্তি জারগুলি লুকিয়ে রাখা হয়েছিল বলে মনে করা হচ্ছে।
#পূর্ব বর্ধমান: মেশিনের সাহায্যে কাটা হচ্ছিল জমির ধান। জমি ফাঁকা হতেই চক্ষু চড়কগাছ সকলের। সেই ধান জমির আড়াল থেকে বেরিয়ে এলো প্লাস্টিকের জ্যারিকেন। তা আবার বোমায় ঠাসা। একটি দুটি নয়,চার চারটি প্লাস্টিকের জার ভর্তি বোমা উদ্ধার হল ধান জমি থেকে। এই ঘটনায় পূর্ব বর্ধমানের গলসিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
ধান জমির মধ্যে নীল রঙয়ের চারটি রহস্যজনক জার উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল গলসি থানার পুরষা এলাকার বদরুলের মাঠে। স্থানীয়দের দাবি, ব্যারেলগুলি বোমায় ঠাসা রয়েছে। যদিও জেলা পুলিশের পক্ষ থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত বোমা উদ্ধারের বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন - ‘‘তুমি যে এ ঘরে কে তা জানত’’ না সত্যিই কেউ জানত না, লেপার্ড শেষে কোন ঘরে ঢুকে বসে আছে...
advertisement
advertisement
জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বম্ব ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। তাদের টিম এসে ব্যারেলগুলি পরীক্ষা করে দেখার পরই ভিতরে কি আছে তা নিশ্চিত হওয়া যাবে। তবে পুলিশ কোনও ঝুঁকি নিচ্ছে না। মাঠের যেখানে এই ব্যারেলগুলি পাওয়া গেছে ওই এলাকাটি পুলিশি নিরাপত্তায় ঘিরে রাখা হয়েছে।
advertisement
এদিকে পঞ্চায়েত নির্বাচনের মুখে চাষের জমিতে রহস্যজনক চারটি ব্যারেল উদ্ধারের ঘটনায় এলাকায় বোমাতঙ্ক ছড়িয়েছে। বিগত দিনে পারাজ, পুরষা সহ গলসি থানার এই সমস্ত এলাকায় একধিক বোমাবাজি, সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীদের একাংশ জনিয়েছেন। আর সেই সমস্ত ঘটনার পিছনে রাজনৈতিক কারণই সামনে এসেছে। ফলে হটাৎ করে ফাঁকা জমির মাঝে বড় বড় ব্যারেল উদ্ধার হওয়ায় আতঙ্ক বেড়েছে। পুলিশ এই ঘটনার বিষয়ে সজাগ রয়েছে বলেই জানা গেছে।
advertisement
এলাকার বাসিন্দারা বলছেন, কিছুদিন আগেই ধান জমির ভেতরে এই বোমা ভর্তি জারগুলি লুকিয়ে রাখা হয়েছিল বলে মনে করা হচ্ছে। কিন্তু সময় মতো তা সরানো হয়নি। ধান কাটা শুরু হতেই তা নজরে আসে পুলিশ ওই জমি ঘিরে রেখেছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির দাবি, অবিলম্বে বোমা উদ্ধারের ব্যাপারে চিরুনি তল্লাশি চালানো হোক। নচেৎ পঞ্চায়েত নির্বাচনে মুড়ি মুড়কির মত এই বোমা ব্যবহার হবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস বলেছে, কারা কেন এই বোমা মজুত করেছিল তা খতিয়ে দেখুক পুলিশ প্রশাসন।
advertisement
Saradindu Ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 11, 2022 10:42 AM IST