‘‘তুমি যে এ ঘরে কে তা জানত’’ না সত্যিই কেউ জানত না, লেপার্ড শেষে কোন ঘরে ঢুকে বসে আছে...
- Published by:Debalina Datta
Last Updated:
প্রায় ৪ ঘণ্টা প্রচেষ্টার পর বিন্নাগুরি ওয়াইল্ডলাইফ স্কোয়াডের বনকর্মীরা অবশেষে ঘুমপাড়ানি গুলি করে কাবু করে চিতাবাঘটিকে।
#বানারহাট: খাদ্যের খোঁজে এবার রান্না ঘরে ঢুকল চিতাবাঘ। দুয়ারে নয় এবার ঘরের মধ্যে চিতা বাঘ। ঘটনা টি ঘটেছে বানারহাট ব্লকের ডায়না চা বাগানে।
রান্না ঘরে ঢুকে পড়ে চিতা বাঘটি। ফলে চাঞ্চল্য ছড়িয়েছে ডুয়ার্সের ডায়না চা বাগানের শ্রমিকদের মধ্যে । ঘটনা টি প্রকাশ্যে আসে শনিবার রাত সাড়ে আটটা নাগাদ ডায়না চা বাগানের আপার লাইনের বাসিন্দা নবীন মির্ধা তার রান্না ঘরের মধ্যে থেকে একটি জন্তুর উপস্থিতি টের পান। রান্না ঘর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছিল । কাছে গিয়ে রান্না ঘুরে উঁকি মারতেই চোখ কপালে উঠে যায় নবীন বাবুর। খালি চোখে তিনি যা দেখেন তা বিশ্বাস করতে পারছিলেন না প্রথমে। কারণ রান্না ঘরে ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘ। তা দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন। খবর দেওয়া হয় বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়ারের কর্মীদের। ঘটনাস্থলে বন কর্মীরা।
advertisement
advertisement
তবে কি করে ঘরের ভেতরে চিতাবাঘ ঢুকে পড়ল তা এখনো জানতে পারেনি বন কর্মীরা। অনুমান করা হচ্ছে যেহেতু চারপাশে চা বাগান এবং চা বাগানের মধ্যেই শ্রমিক বস্তি হয়তো চা বাগান থেকেই কোনওভাবে চিতাবাঘটি খাবারের সন্ধানে সেই রান্নাঘরে ঢুকে পড়ে থাকতে পারে।
advertisement
প্রায় ৪ ঘণ্টা প্রচেষ্টার পর বিন্নাগুরি ওয়াইল্ডলাইফ স্কোয়াডের বনকর্মীরা অবশেষে ঘুমপাড়ানি গুলি করে কাবু করে চিতাবাঘটিকে। চিতা বাঘটিকে খাঁচা বন্দি করে নিয়ে যাওয়া হল গোরুমারা জাতীয় উদ্যান।প্রাথমিক চিকিৎসার পর ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দফতর সূত্রের খবর৷
advertisement
Rocky Chowdhary
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 11, 2022 10:11 AM IST