'বাংলাকে অবহেলা করলে হবে না, বাংলা জয় করতে পারে', ভারতসেরা মোহনবাগানের সংবর্ধনা মঞ্চে বার্তা মুখ্যমন্ত্রীর
- Published by:Sudip Paul
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
সোমবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাব তাঁবুতে হাজির হতেই বাগান জনতা তাঁকে স্বাগত জানায়। সবুজ-মেরুন উত্তরীয় পরিয়ে দেন বাগান সচিব দেবাশিস দত্ত। এরপর মোহনবাগান কোচ ও ফুটবলারদের সংবর্ধনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার কয়েক মিনিটের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার চ্যাম্পিয়ন দল কলকাতায় ফেরার পরপরই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন মোহনবাগান ক্লাব তাবুতে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সোমবার সকাল থেকেই মোহনবাগান ক্লাবে উৎসবের পারদ চড়ছিল। দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাব তাঁবুতে হাজির হতেই বাগান জনতা তাঁকে স্বাগত জানায়। সবুজ-মেরুন উত্তরীয় পরিয়ে দেন বাগান সচিব দেবাশিস দত্ত। এরপর মোহনবাগান কোচ ও ফুটবলারদের সংবর্ধনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফুলের তোড়া, মিষ্টি উপহার দেন মুখ্যমন্ত্রী। বাংলাকে দেশের সেরা করার জন্য মোহনবাগান শুভেচ্ছা ও ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। ৫০ লক্ষ টাকা পুরস্কারও দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,"আপনারা খুব ভালো, আপনারা ইতিহাস রচনা করেছেন। আমার শুভেচ্ছা জানবেন আপনাদের পরিবারকে। আমি দেখলাম বাংলার ও অনেক ছেলে এখানে খেলেছেন। তাদের জীবনে একরাশ স্বপ্ন। মোহনবাগান আমাদের এই পথ দেখিয়েছে। সারা দেশের মধ্য আপনারা জিতেছেন। আমি চাই আপনারা আগামী দিনে বিশ্বসেরা হন। বাংলাকে নেগলেক্ট করলে হবে না। বাংলা জয় করতে পারে।আপনারা আরো ভালো খেলুন। আপনারা বাংলার ধ্রুবতারা। আপনারা বাংলার মুখ উজ্জ্বল করেছেন।" এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,"ফাইনালের দিন সকাল বেলায় আমি স্বপ্নেই দেখেছিলাম মোহনবাগান জিতছে।"
advertisement
advertisement
মোহনবাগানের প্রশংসা করার পাশাপাশি ইস্টবেঙ্গল নিয়েও মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার অপর ক্লাবকে আশা না ছাড়ার বার্তা দেন তিনি। বলেন, "ইস্টবেঙ্গল ভালভাবে দল তৈরি করতে পারেনি। যখন ওরা দল গঠনের কাজ শুরু করছে তখন ওরা খুব দেরি করে ফেলেছে। ওরা টিমটাও ভালোভাবে তৈরি করতে পারেনি। আগামি দিনে ওরাও ভালো করবে।" তবে মুখ্যমন্ত্রী কোন দলের সমর্থক মোহনবাগান ফ্যানেরা জানতে চাইলে সেই উত্তর দেননি। বাংলার ক্রীড়াক্ষেত্রের উন্নতিতে তাঁর সরকারের নানা কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানের শেষে ফুটবল প্রেমিদের বল ছুঁড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 20, 2023 2:03 PM IST