সোমবার চ্যাম্পিয়ন মোহনবাগানকে শুভেচ্ছা জানাবেন মমতা, প্রস্তুতি চলছে সবুজ মেরুনে
- Published by:Rohan roychowdhury
Last Updated:
কলকাতা: এর আগে যতবার মোহনবাগান সর্বভারতীয় টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে প্রত্যেকবার আগে ট্রফি আসে গোষ্ঠ পাল সরণিতে নিজেদের ক্লাবে। এটাই রীতি। কিন্তু এই প্রথম আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর গঙ্গাপাড়ের ক্লাবে এল না আইএসএল ট্রফি। সঞ্জীব গোয়েনকার মমিনপুরের অফিসে গেলেন ফুটবলাররা। সেখানে ছোট একটা সাংবাদিক সম্মেলন এবং ট্রফি প্রদর্শনী চলল।
তবে এতে কিছু ভুল দেখছেন না মোহনবাগান সচিব দেবাশিষ দত্ত। মোহনবাগান মাঠে দাঁড়িয়ে তিনি বললেন, শনিবার অনেক রাত পর্যন্ত গোয়াতে চ্যাম্পিয়নের সেলিব্রেশন চলেছে। তারপর বেশিক্ষণ ঘুমানোর সময় পায়নি ফুটবলরা। সকালে উঠে বিমান ধরে আজ কলকাতায় পৌঁছেছে বেলা সাড়ে বারোটা। তারপর বিমানবন্দর থেকে মমিনপুর পৌছাতে প্রায় দু'ঘণ্টা সময় লেগেছে।
Team Owner & Chairman, Dr. Sanjiv Goenka, hosted the Champions of India for a celebratory lunch!#ATKMohunBagan #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/nlyiYFxnIW
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) March 19, 2023
advertisement
advertisement
আজ প্রত্যেক ফুটবলার ক্লান্ত। তাই তাদের জোর করে মোহনবাগান ক্লাবে আনা হয়নি। তাছাড়া মুখ্যমন্ত্রী নিজে সোমবার ক্লাবে আসবেন ফুটবলারদের সম্মান জানাতে এবং ট্রফি দেখতে। আজ পুরো বিশ্রাম পেলে প্রত্যেকে সুন্দর করে উপস্থিত থাকতে পারবেন সোমবার বেলার দিকে। শোনা যাচ্ছে দুপুর বারোটা থেকে একটার মধ্যে মোহনবাগান ক্লাবে আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
সেখানে তিনি পরিচিত হবেন চ্যাম্পিয়ন ফুটবলারদের সঙ্গে। তাদের শুভেচ্ছা জানাবেন বাংলাকে গর্বিত করার জন্য। মুখ্যমন্ত্রী বাংলার ফুটবলের উন্নতির স্বার্থে সব সময় কাজ করেছেন। ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস নিজে উপস্থিত ছিলেন গোয়াতে। মাঠে ছিলেন মোহনবাগানের জার্সি গায়ে। আসলে মোহনবাগানের এই জয় সমগ্র বাংলার জয় হিসেবে দেখা হচ্ছে। এর আগেও ২০১৫ সালে আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন মোহনবাগানের অনুষ্ঠানে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 19, 2023 8:38 PM IST