ইস্টবেঙ্গলের ডু অর ডাই ম্যাচ, ডার্বি থেকেই কী ঘুড়ে দাঁড়াবে দল, কী বলছেন লাল-হলুদ কোচ

Last Updated:

East Bengal vs Mohun Bagan: রবিবার ফিরতি লিগের ডার্বিতে নামার আগে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত স্বীকার করে নিলেন অনেকটা পিছিয়ে থেকেই ডার্বিতে নামবে তাঁর দল।

কলকাতা:  সুপার কাপ জয়ের পর অনেকেরই মনে হয়েছিল ফের জ্বলতে শুরু করল লাল-হলুদ মশাল। নতুন আশায় বুক বাঁধতে শুরু করেছিল ফ্যানেরা। কিন্তু বিগত দেড় মাসে ছবিটা বদলে গিয়েছে অনেকটাই। সুপার কাপ জয় এখন অতীত। আইএসএলে পয়েন্ট নষ্ট করতে-করতে এখন দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে ইস্টবেঙ্গলের। রবিবার ফিরতি লিগের ডার্বিতে নামার আগে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত স্বীকার করে নিলেন অনেকটা পিছিয়ে থেকেই ডার্বিতে নামবে তাঁর দল।
ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠক মোহনবাগানকে শুধু সমীহ করাই নয়, তাদেj থেকে অনেকটা এগিয়ে রয়েছে বলেও সাফ জানিয়ে দিলেন কুয়াদ্রাত। তিনি বলেন, “সত্যি কথাটা স্বীকার তো করতেই হবে। এই ডার্বিতে নামার আগে মোহনবাগান আমাদের থেকে অনেকটা এগিয়ে। তবে কঠিন পরিস্থিতিতে আমি আমার দলের প্লেয়ারদের উপর বিশ্বাস করি। জানি ওরা প্রতিটা ম্যাচেই নিজেদের সেরাটা দিচ্ছে। এদিনও সেরাটা দিয়ে জেতার চেষ্টাই করবে।”
advertisement
নিজের পরিকল্পনা নিয়ে পরিষ্কার করে কিছু না বললেও, জেতার লড়াই যে চালিয়ে যাবে দল, সেই কথা জানিয়েছেন কুয়াদ্রাত। লাল-হলুদ কোচ বলেছেন,”এই মরসুমে মোহনবাগানের বিরুদ্ধে যা যা পরিকল্পনা করেছি সবই কাজে লেগেছে। ডুরান্ড কাপের ফাইনালে হারলেও আমরা অনেক ভালো খেলেছি। এখনও পর্যন্ত এই মরসুমে বড় ম্যাচে আমরা এগিয়ে। তবু রবিবারের ম্যাচে আমরা লড়াই চালিয়ে যাব।”
advertisement
advertisement
সুপার সিক্সের ওঠার আশা লাল-হলুদের টিকে রয়েছে অনেক জটিল অঙ্কের হিসেবে। শেষ ৪টি ম্যাচেই জয় দরকার ইস্টবেঙ্গলের। তারপরও তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে। তবে সবার আগে ডার্বি জেতা যায় কীভাবে সেই রণনীতি তৈরি করতেই ব্যস্ত লাল-হলুদের স্প্যানিশ কোচ। চলতি মরশুমে ৪টি ডার্বিতে ২টিতে জিতেছেন কুয়াদ্রাত। ১টি হার ও একটি ড্র। তবে আইএসএলে মোহনবাগানের বিরুদ্ধে প্রথম জয় এখনও আসেনি ইস্টবেঙ্গলের। কঠিন পরিস্থিতিতে ফের একবার কুয়াদ্রাত স্যারের দিকেই তাকিয়ে লাল-হলুদ ফ্যানেরা।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ইস্টবেঙ্গলের ডু অর ডাই ম্যাচ, ডার্বি থেকেই কী ঘুড়ে দাঁড়াবে দল, কী বলছেন লাল-হলুদ কোচ
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement