সচিন না সইফ, কার মেয়ে শুভমানের 'সারা' জীবনের সঙ্গী? ভাইরাল ভিডিওতে নতুন গুঞ্জন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে এখন এটাই প্রশ্ন আপামর ক্রিকেট ও বলিউডপ্রেমীদের। শুভমান গিল ও সারা আলি খান।
#মুম্বই: ক্রিকেট ও বিনোদনের মেলবন্ধন বহু পুরনো। এবার সেই পথেই কি আরও এক জুটির প্রকাশ্যে আসার অপেক্ষা? সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে এখন এটাই প্রশ্ন আপামর ক্রিকেট ও বলিউডপ্রেমীদের। শুভমান গিল ও সারা আলি খান।
সম্প্রতি সারা আলি খান ও শুভমানের একটি ডিনারের ডেটের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। সারা ও শুভমান, দুজনের কাজের ক্ষেত্র আলাদা। তা হলে কীসের জন্য তাঁরা একে অপরের সঙ্গে ডিনার ডেটে গেলেন তাঁরা? এই নিয়েই যত জল্পনা। জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে 'প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট' সম্মান পেয়েছিলেন শুভমান। আপাতত তিনি কাউন্টি ক্রিকেটে মন দিয়েছেন। তবে এরই মাঝে শুভমানকে দেখা গেল সইফের মেয়ে সারার সঙ্গে।
advertisement
advertisement
Shubman gill date sara ali khan ko kar eha tha aur hum kisi aur hi sara ko lapet rhe the🥲#Shubmangill #CricketTwitter pic.twitter.com/oEAAXqXgOz
— Arun (@ArunTuThikHoGya) August 29, 2022
advertisement
আরও পড়ুন: আপ-বিজেপি তরজার মাঝেই এবার মণীশ সিসোদিয়ার ব্যাঙ্কের লকার খুলে তোলপাড়-তল্লাশি চালাচ্ছে সিবিআই!
এতদিন শোনা যেত, সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকরের সঙ্গে সম্পর্ক রয়েছে শুমমানের। তবে এ সারা তো অন্য সারা! ভিডিও দেখে এমনই মন্তব্য নেটিজেনের। তবে কি নতুন করে নতুন সারার প্রেমে পড়লেন শুভমান গিল? নাকি উল্টোটা? কার্তিক আরিয়ানের সঙ্গে সম্পর্ক ভাঙার পর এখন ঠাকুমা শর্মিলা ঠাকুরের পথে পা বাড়ালেন সারা?
advertisement
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, বিলাসী রেস্তোরাঁয় কোণের টেবিলে দু'জন ডিনার ডেটে গিয়েছেন। কথা বলছেন ওয়েটারের সঙ্গে। সেই দৃশ্য দেখতে পেয়েই ভক্তদের মনে প্রশ্ন জেগেছে নতুন সম্পর্কের রসায়ন নিয়ে। তবে সচিন না সইফ, কার মেয়ে শুভমানের 'সারা' জীবনের সঙ্গী হয় সেটা সময়ই বলবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 30, 2022 2:54 PM IST