#নয়াদিল্লি: ভারতের তারকা মহিলা শাটলার পিভি সিন্ধু (PV Sindhu) ব্যাডিমিন্টনে এশিয়া চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে৷ দুবারের অলিম্পিক গেমসের পদকজয়ী পিভি সিন্ধু মহিলা সিঙ্গলসের সেমিফাইনালে জাপানের অকানে ইয়ামাগুচির বিরুদ্ধে ম্যাচ তিন গেম হয়৷ প্রথম গেম জিতেও ম্যাচ হারতে হয় পিভি সিন্ধুকে৷ দ্বিতীয় গেমেও এগিয়ে থেকেও নিজের খেলার গতি ধরে রাখতে পারেননি৷ এই মোকাবিলার সময়ে চেয়ার আম্পায়র সিন্ধুর বিরুদ্ধে পেনাল্টি পয়েন্ট দেন৷ এরপরেই সিন্ধু প্রচণ্ড রেগে যান৷ তিনি চেয়ার আম্পায়রের দিকে এগিয়ে যান৷ সিন্ধু এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷
সেমিফাইনালে সিন্ধু জাপানি খেলোয়াড় ইয়ামাগুচির বিরুদ্ধে ২১-১৩, ১৯-২১, ১৬-২১ তে ম্যাচ হেরে যান৷ প্রথম গেম সহজে জিতে যান৷ দ্বিতীয় গেমেও তিনি ১৪-১২ তে এগিয়ে ছিলেন৷ এই সময়ে আম্পায়র সার্ভিস দেরি করার কারণে পেনাল্টির শাস্তিতে পরেন৷ তিনি বিপক্ষের শাটলারকে এক পয়েন্ট দিয়ে দেন৷ এরপরেই পিভি সিন্ধু ভীষণই রেগে যান৷ এরপর তিনি সোজা চেয়ার আম্পায়রের দিকে তেড়েমেড়ে এগোন৷ তাঁর সঙ্গে রীতিমতো ঝগড়া করতে লেগে যান৷ ঘটনা ক্রমশ বাড়ছে দেখে প্রধান রেফারি আসরে নামেন৷ সিন্ধু অনেকক্ষণ অবধি চিফ রেফারির সঙ্গেও ঝগড়া করেন৷ ভারতীয় শাটলারের দাবি ছিল ইয়ামাগুচি সেসময় তৈরি ছিল না৷ কিন্তু সিন্ধুর কোনও কথায় কর্ণপাত করা হয়নি৷
আরও পড়ুন - LPG Cylinder Price Hike: আবার দামের ঝটকা, এলপিজি সিলিন্ডারের দাম আকাশ ছোঁওয়া
দেখে নিন সেই ভাইরাল ভিডিও
Nice umpiring! #BAC2022 pic.twitter.com/3EgLS4kW7n
— Sammy (@Sammy58328) April 30, 2022
ম্যাচের পর পিভি সিন্ধু বলেন হারের কারণে এই ঘটনাও অন্তর্গত৷ তিনি বলেন যে আম্পায়রকে জানানো হয় ওই সময় প্রতিপক্ষের খেলোয়াড় তৈরি ছিলেন না৷ কিন্তু কেউ তাঁর কথা শোনেননি৷ সিন্ধু বারবার বলতে থাকেন যা হয়েছে ভুল হয়েছে৷ তিনি বলেন তিনি দ্বিতীয় গেমেও এগিয়ে ছিলেন৷ তিনি বলেছিলেন দ্বিতীয় গেমে তিনি আগে ছিলেন কিন্তু ওই গণ্ডগোলের জেরে তিনি নিজের পরিচিত গেম হারিয়ে ফেলেন৷ এরফলে তাঁকে ম্যাচ খোয়াতে হয়৷
ঝগড়ার পর ইয়ামাগুচি ম্যাচে শানদার ভাবে ফিরে আসেন৷ পিছিয়ে থাকা পরিস্থিতি থেকে দু নম্বর গেম জিতে যান৷ পাশাপাশি তিন নম্বর গেমও জিতে যান৷ এরফলে পিভি সিন্ধু আর ফাইনালে পৌঁছতে পারলেন না৷ পিভি সিন্ধু দ্বিতীয়বার এই টুর্নামেন্টে ব্রোঞ্জ পদক পেলেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Pv sindhu, Viral Video