LPG Cylinder Price Hike: আবার দামের ঝটকা, এলপিজি সিলিন্ডারের দাম আকাশ ছোঁওয়া
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
১ মে ঘরোয়া সিলিন্ডারের দাম-মুম্বইতে - ৯৪৯.৫০ টাকা, দিল্লি- ৯৪৯.৫০ টাকা, কলকাতা - ৯৭৬ টাকা, চেন্নাই -৯৬৫.৫০ টাকা
রান্নাঘরে ফের গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির (LPG Cylinder Price Hike) ঝটকা৷ ১৯ কেজির কর্মাশিয়াল সিলিন্ডার বা ব্যবসায়িক গ্যাসের দাম এক ধাক্কায় ব্যাপক বৃদ্ধি পেরে গেল৷ ১৯ কিলো সিলিন্ডারের দাম এক ঝটকায় ২২৫৩ টাকা থেকে ২৩৫৫.৫০ টাকা হয়ে গেল৷ ৫ কিলো এলিপিজি সিলিন্ডারের দাম এখন ৬৫৫ টাকা৷ গত মাসের পয়লা তারিখে কমার্শিয়াল গ্যাসের দাম বেড়েছিল৷ সে সময় এক ধাক্কায় দাম বেড়েছিল ২৫০ টাকা৷ এবার রবিবার পয়লা মে ১০২.৫০ টাকা বেড়ে গেল৷ যদিও ডোমেস্টিক এলপিজি উপভোক্তারা স্বস্তি পেয়েছেন আপাতত৷
advertisement
advertisement
advertisement
ধীরে ধীরে হাজার টাকা পার পয়লা মার্চ ১৯ কিলো ওজনের কমর্শিয়াল সিলিন্ডার রেট ১০৫ টাকা বেড়ে গেছে৷ ফের ২২ মার্চ ৯ টাকা সস্তা হয়েছিল৷ দিল্লিতে দাম ছিল ১৭৩৬ টাকা৷ আর ১ মে এক কমার্শিয়াল সিলিন্ডার ১৭৩৬ টাকা হয়েছে৷ ১ মে এক কমার্শিয়াল সিলিন্ডারের দদাম ২৩৫৫.৫০ টাকা হয়ে গেছে৷ ৭ মাসে সিলিন্ডারের দাম ৬১৯ টাকা বেড়েছে৷ধীরে ধীরে হাজার টাকা পার পয়লা মার্চ ১৯ কিলো ওজনের কমর্শিয়াল সিলিন্ডার রেট ১০৫ টাকা বেড়ে গেছে৷ ফের ২২ মার্চ ৯ টাকা সস্তা হয়েছিল৷ দিল্লিতে দাম ছিল ১৭৩৬ টাকা৷ আর ১ মে এক কমার্শিয়াল সিলিন্ডার ১৭৩৬ টাকা হয়েছে৷ ১ মে এক কমার্শিয়াল সিলিন্ডারের দদাম ২৩৫৫.৫০ টাকা হয়ে গেছে৷ ৭ মাসে সিলিন্ডারের দাম ৬১৯ টাকা বেড়েছে৷
advertisement