Viral Video: মাঠের মধ্যে ঠুমকা! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
সকলেই একেবারে চমকে যাচ্ছে পাক ক্রিকেটারের এরকম শরীরি হিল্লোল দেখে...
#কলম্বো: পাকিস্তানের অভিজ্ঞ বোলারের সে কী নাচ, সে কী নাচ! হাসান আলি (Hasan Ali) প্রতিপক্ষের ক্রিকেটারকে আউট করার পর অনেক সময়েই দারুণ সেলিব্রেশনে মেতে ওঠেন৷ এই সেলিব্রেশন অনেক সময়েই এতটাই বাড়াবাড়ি হয় যে তা শিরোনাম ছিনিয়ে নেয়৷ ফের একবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও হয়েছে হাসান আলির একটি সেলিব্রেশন৷ এই ভিডিও শ্রীলঙ্কা বনাম পাকিস্তানের (SL vs PAK) মধ্যে সিরিজে প্রথম টেস্ট ম্যাচে হয়েছে৷ শ্রীলঙ্কা ও পাকিস্তান এই মুহূর্তে গল ইন্টারন্যাশানাল স্টেডিয়ামে টেস্ট ম্যাচ খেলছে৷
এই ভিডিওতে ২৮ বছরের হাসান আলি তাঁর দলের সতীর্থ ক্রিকেটার হারিস রউফের সামনেই জবরদস্ত ডান্স করেন৷ হারিস রউফ বাউন্ডারির বাইরে হাসান আলির হেব্বি ঠুমকা মজা নিয়ে দেখছিলেন৷ হাসান আলি ফাটাফাটি নাচ দেখে হ্যারিসও ব্যাপক হাসছিলেন৷
advertisement
advertisement
দেখে নিন ভাইরাল ভিডিও
Hassan Ali's back!!!! pic.twitter.com/WoQjdftQmQ
— Ramiya 2.0 (@yehtuhogaaa) July 16, 2022
এদিকে ধারাভাষ্যকর ড্যানি মরিসনও হাসান আলি -র এই নাচ দেখে অবাক হয়ে যান৷ ড্যানি বলেন হাসান আলি নিজের বোলিং অ্যাকশনের কিছু আগে এগিয়ে আসার চেষ্টা করেছে৷
advertisement
প্রথম ইনিংসে ২২২ রান করে শ্রীলঙ্কা
প্রথম টেস্ট ম্যাচের কথা বলতে গেলে, শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ২২২ রান করে। তার পক্ষে দীনেশ চান্দিমল সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস খেলেন এবং মহিষ থিকসানা ৩৮ রান করেন। ওপেনার ওসাদা ফার্নান্দো ৩৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন, কুশল মেন্ডিস ২১ রান করেন। পাকিস্তানের পক্ষে পেসার শাহিন আফ্রিদি চারটি এবং হাসান আলি ও ইয়াসির শাহ দুটি উইকেট নেন।
advertisement
আরও পড়ুন - Raj Yog: শনিদেবের চলনে নিজের ত্রিকোণ রাশিতে, রাজযোগে মালামাল হবে চার রাশির জাতক-জাতিকারা
বাবরের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪ রানে পিছিয়ে পাকিস্তান
প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ২২২ রানের জবাবে পাকিস্তান দল তাদের প্রথম ইনিংসে ২১৮ রান করে। প্রথম ইনিংসের ভিত্তিতে চার রানের লিড পেয়েছে আয়োজক শ্রীলঙ্কা। পাকিস্তানের হয়ে ১১৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ক্যাপ্টেন বাবর আজম। বাবর উইকেটের এক এন্ডে দাঁড়িয়েছিলেন এবং উইকেটের অন্য এন্ডে উইকেটের পতন অব্যহত ছিল। শ্রীলঙ্কার হয়ে স্পিনার প্রভাদ জয়সুরিয়া সর্বোচ্চ ৫ উইকেট নেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 17, 2022 6:28 PM IST