Virat Kohli's Reaction On Vamika's Picture: ‘ভামিকার ছবি প্লিজ তুলবেন না...’, মেয়ের ছবি প্রকাশ্যে আসতেই ফের অনুরোধ বিরাটের

Last Updated:

Virat Kohli's Reaction On Vamika's Picture: সোশ্যাল মিডিয়ায় সংবাদমাধ্যম এবং বাকি সকলের উদ্দেশেই কোহলি জানালেন, ‘‘দয়া করে ভামিকার ছবি তুলবেন না অথবা কোথাও পাবলিশ করবেন না, আমার এটাই অনুরোধ ৷’’

Photo: Instagram
Photo: Instagram
জোহানেসবার্গ: এতদিন অনেক ছবি দেখা গেলেও কখনও সেটা পিছন থেকে, কিংবা অস্পষ্ট ছবিই দেখা গিয়েছে ৷ অবশেষে প্রকাশ্যে দেখা গেল বিরাট কোহলির (Virat Kohli) মেয়ে ভামিকাকে (Vamika) ৷ যে ছবি প্রকাশ্যে আসার পর একেবারেই খুশি নন বিরাট ৷ সোশ্যাল মিডিয়ায় সংবাদমাধ্যম এবং বাকি সকলের উদ্দেশেই জানালেন, ‘‘দয়া করে ভামিকার ছবি তুলবেন না অথবা কোথাও পাবলিশ করবেন না, আমার এটাই অনুরোধ (Virat Kohli's Reaction On Vamika's Picture) ৷’’
রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ান ডে-তে বিরাট কোহলির অর্ধশতরানের পরেই গ্যালারিতে মেয়েকে কোলে নিয়ে দেখা যায় স্ত্রী অনুষ্কা শর্মাকে ৷ সেখানে ভামিকার মুখ স্পষ্ট দেখা যায় ৷
advertisement
হাফ সেঞ্চুরির পর গ্যালারির দিকে তাকিয়ে ব্যাট তুলে কিছু একটা ইশারা করেন বিরাট কোহলি। টিভি ক্যামেরা তখন অনুষ্কা এবং ভামিকার দিকেই ফোকাস করে ৷ মেয়েকে চুমু খেয়ে বিরাটের দিকে আঙুল দেখিয়ে অনুষ্কা বলেন, “দেখো পাপা, পাপা।”
advertisement
এর আগেও কোহলি এবং অনুষ্কা দু’জনেই সোশ্যাল মিডিয়ায় বিবৃতি জারি করে সাংবাদিকদের অনুরোধ করেছিলেন ভামিকার ছবি প্রকাশ্যে না আনতে। কিন্তু অনেক চেষ্টা করেও তা আটকানো গেল না দেখে স্পষ্টতই বিরক্ত বিরাট ৷ তিনি সোশ্যাল মিডিয়ায় একটি স্টোরিতে নিজের বার্তা শেয়ার করেন সোমবার ৷ লেখেন, ‘‘আমরা বুঝতে পেরেছি আমাদের মেয়ের ছবি স্টেডিয়ামে গতকাল তোলা হয়েছে ৷ আমরা জানতাম না ক্যামেরা তখন আমাদের দিকে ছিল ৷ আগেও বলেছি, আবারও অনুরোধ করছি আমাদের মেয়ের ছবি তুলবেন না কিংবা প্রকাশ্যে আনবেন না ৷ কারণটা এর আগেও আমরা জানিয়েছি ৷ ধন্যবাদ !’’
বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli's Reaction On Vamika's Picture: ‘ভামিকার ছবি প্লিজ তুলবেন না...’, মেয়ের ছবি প্রকাশ্যে আসতেই ফের অনুরোধ বিরাটের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement